বন্ধুর বাসাতে একদিন...
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৩:০১ দুপুর
কিছুদিন আগে মিরপুরে এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম| বন্ধুর পাঁচ বছরের মেয়েটি খুবই চটপটে| অবয়বে খুব সুরত| নামটাও দারুণ >মুমতাহিনা| আমি ওকে কাছে ডাকলাম ফ্রুট আর আইসক্রিম ওর হাতে দেয়ার জন্য| প্রথমে লজ্জা পেলো, ওর আব্বু বলাতে কাছে আসলো|
মাগরীবের মুহূর্ত|
আজান দেয়ার পর নামাজ আদায় করে ড্রয়িংরুমে নাস্তার টেবিলে বসলাম|
মুমতাহিনাকে ডাকলাম নাস্তা খেতে,
ও বলল আমি খেয়েছি, আপনি খান আঙ্কেল|
আমি বললাম তারপরও এসো একটু নাও|
ও হাত বাড়িয়ে ফল নিলো, আরেকহাতে রিমোট টিপে টিভি ছাড়লো|
বিভিন্ন চ্যানেল ঘুরে স্টার জলসায় এসে স্থির হলো|
আমি অবাক হয়ে দেখলাম হাতের ফল হাতেই রয়েছে,
ওটা যে খেতে হবে সেদিকে কোনো খেয়াল নেই|
অপলক তাকিয়ে আছে সে স্টার জলসার প্যাঁচের সিরিয়ালের পানে|
আমি বললাম আম্মু ফলটা খেয়ে না..
আমি রাশেদকে বললাম কিরে তোর মেয়েতো একদম সিরিয়ালের পাগলী!
আর বলিসনা,তোর ভাবীতো সিরিয়ালের মহাপাগলী!
আর তার ঐ ভয়াবহ নেশা মেয়েটাকেও পেয়ে বসেছে|
ইদানিং আমাকেও পাচ্ছে,কী করি বলতো?
আমি বললাম বুদ্ধি একটা আছে| কিন্তু তা বাস্তবায়নে সাহস দরকার|
কী বুদ্ধি বল আমি করবো|
টিভিটা বিক্রি করে দে|
বলিশ কী এ অসম্ভব!
তাই? তবে দেখতে থাক সর্বনাশ!
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবকিছু নষ্ট কোরলো এই গুলি
মন্তব্য করতে লগইন করুন