Good Luckশিক্ষণীয় ছোট্ট একটি ঘটনা!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৭:১১ রাত

ছোট্ট এক ছেলে একটা টেলিফোনের

দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস

করল, চাচা কল করা যাবে ?

দোকানদার বললেন, হ্যাঁ যাবে।

ছেলেটা ছোট ছিল বলে

টেলিফোনটা ধরতে পারছিল না।

তাই

চেয়ারটা টেনে এনে জুতা খুলে তার

উপর উঠে দাঁড়াল।

এবং কল করল।

দোকানের মালিক ছেলেটার

কথা আগ্রহ নিয়ে কান

পেতে শুনছিলেন।

ছেলেটা বলল: হ্যালো ম্যাডাম,

আমি কি আপনার বাড়ির আঙ্গিনা

পরিষ্কার করার কাজটা পেতে পারি ?

ওপর পাশের মহিলা বললেন:

ঐ কাজের জন্য একজনকে রেখে ফেলেছি

ছেলেটা বলল:

আমি এই কাজটা ঐ ছেলের অর্ধেক

বেতনে করতে রাজি আছি

মহিলা বললেন:

এখন যে ছেলেটা কাজ করছে

তার কাজে আমি সন্তুষ্ট, I am sorry

ছেলেটা বলল: আমি আপনার

সারা বাড়ি এবং আপনার বাড়ির সামনের

রাস্তাও ঝাড়ু দিব যাতে আপনার বাড়িটা

সবচেয়ে সুন্দর দেখায়……

মহিলা বললেন:

No, Thank you.

ছেলেটা হাসি মুখে টেলিফোন রেখে দিল।

দোকানের মালিক ছেলেটার কাজ করার

আগ্রহ দেখে খুব অবাক হলেন।

তিনি ছেলেকে বললেন:

তোমার মনোভাব আমার ভাল লেগেছে ।

তোমার কাজ করার আগ্রহ দেখে

ভাল লাগলো, আমি একটা কাজ

তোমাকে দিতে পারব,

তুমি কি করবে ?

ছেলেটা বলল: ধন্যবাদ,

কিন্তু আমি করতে পারব না।

দোকানদার বললেন:

কিন্তু তুমার কথা শুনে মনে হল,

তোমার একটা কাজ খুবই দরকার ।

ছেলেটা বলল:

আসলে তা না, আমার কাজ ঐ মহিলার কেমন

লেগেছে তা জানতেই কল করেছিলাম।

মহিলা যে ছেলেকে কাজ দিয়েছে……

সেই ছেলেটা আমি।

::::::::::::::::::::::::::::::

মূল কথা হচ্ছে:

আমাদের প্রত্যেকের উচিত

নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া।

আমাদের উচিত নিজেই নিজের কাজের

তুলনা করা, নিজের দুর্বলতা খোঁজে বের করা

এবং সেই দুর্বলতাকে কাটিয়ে এগিয়ে যাওয়া!!!

বিষয়: বিবিধ

১৬৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342574
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৭
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৭
285322
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : শুকরিয়া...
342575
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৮
আফরা লিখেছেন : আগে ও পড়েছি তবু ও ভাল লাগল ধন্যবাদ ।
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৭
285324
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : যাজাকাল্লাহ!
342598
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৮
285326
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : অলাইকুমুস সালাম। ধন্যবাদ বোন।Good Luck
342605
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : খুব ভালো লেগেছে।
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৯
285327
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : শুকরিয়া সতত...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File