স্বামী-স্ত্রী
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১১:২৫ দুপুর
রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে
ছিল....
রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর
ফোনে ম্যাসেজ টোন বেজে
উঠলো.....
চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে
BEAUTIFUL
লেখা দেখে স্ত্রীকে উঠিয়ে
বললোঃ
তোমার
ফোনে ম্যাসেজ এসেছে BEAUTIFUL.
তোমার ফোনে এমন ম্যাসেজ,
কেন...??
স্ত্রী ধড়পড় করে উঠে বললোঃ "এই ৪৫
বছর
বয়সে কে আর BEAUTIFUL বলবে....!!"
তারপর মোবাইল দেখে চিৎকার
করে স্বামীকে বললোঃ এবার
থেকে চশমা পরে ফোন হাতে নেবে।
ওটা BEAUTIFUL লেখা নয়,
.
.
.ফোন চার্জে দেওয়া ছিল,
তাই BATTERYFULL লেখা দেখাচ্ছে...
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বামী বেচারার বয়সটাও দেখতে হবে(৫০+)-
এমন বয়সে সন্দেহরোগটা জেগে উঠতে পারে
মন্তব্য করতে লগইন করুন