কিভাবে বুঝবেন আপনার মাথার লজিক সার্কিটে গন্ডগোল আছে?
লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ০৪ মে, ২০১৩, ০৯:৩৪:১২ রাত
(১) ধইরা ধইরা জবাই দিতে চান কিন্তু হেফাজতের 'লংমার্চ' শান্তির
ধর্ম ইসলামে সিদ্ধ কিনা সেটা চিন্তা করেন।
(২) শাহবাগের বিরিয়ানি কোকের প্যাকেট সরবরাহ নিয়ে আপনার
কোনো প্রশ্ন নেই কিন্তু হেফাজতে ইসলামের বাস ভাড়া নিয়ে প্রশ্ন
আছে।
(৩) বাশের কেল্লায় প্রোপাগান্ডা আর প্রথম আলোতে সত্য পান।
(৪) মেশিন ম্যানের ফোনালাপ নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই
কিন্তু ট্রাইবুনালের স্কাইপ আলাপ নিয়ে প্রশ্ন আছে।
(৫) পুলিশলীগকে পিটানোর ছবি চোখে জল এনে দেয় কিন্তু পুলিশলীগ
মানুষের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার ভিডিও দেখে চেপে যান।
(৬) ধর্ম ব্যবসা ঘৃনা করেন কিন্তু শহীদ ইসলাম বিদ্বেষীর
জানাজা পড়েন।
(৭) ইসলাম ও মুহাম্মদ ( সাঃ ) কে গালাগালি করার অধিকার কে মত
প্রকাশের স্বাধীনতা মনে করেন কিন্তু বাংলাদেশের
পতাকা পোড়ালে মাথায় রক্ত তুলে ফেলেন।
(৮) 'হেফাজতে জামায়াত' আপনার কাছে পরিষ্কার কিন্তু, অনলাইন
একটিভিস্ট নেটওয়ার্ক = বাম দল = লীগের সিস্টার কনসার্ন, এই
ফর্মুলা মাথায় ঢুকে না।
(৯) যুদ্ধ অপরাধীদের বিচার চান কিন্তু সেটা শুধুমাত্র নির্দিষ্ট
একটা দলের বিশেষে।
(১০) মসজিদে জায়নামাজ পোড়ানো আপনার কাছে জায়েজ না কিন্তু
মসজিদে টিয়ার গ্যাস মারা জায়েজ আছে।
আশা করছি আপনার মাথার লজিক সার্কিট ঠিক ঠাক আছে।
বিষয়: রাজনীতি
১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন