আর কত ?সরকার এর পা চাটা গোলামি করবি।
লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ০৫ মে, ২০১৩, ১০:১১:২০ রাত
চ্যনেল আই ও এটিন নিউজের মিথ্যাচার
দেখে মনে হচ্ছে না কোন মিডিয়ার নিউজ
দেখছি... চ্যনেল আই এবং এটিএন নিউজের
সংবাদে মিথ্যার
বেসাতি দেখে ক্ষোভে করণীয় ঠিক
করতে পারছি না। উভয় চ্যনেল দেখাচ্ছে, কুরআনের দোকানে আগুন। কিন্তু কারা দিয়েছে?
রিপোর্টার বলছে, হেফাজত। কিন্তু হেফাজতের কর্মিদের আগুন
জ্বালানোর কোন ফুটেজ
তারা দেখাতে পারছে না! কুরআনের জন্য
সে কি মায়াকান্না মুন্নীসাহার? ওদের
ধর্মে মসজিদে সালাত আদায় করা মানুষগুলা খুব অপবিত্র তাই এদের
মারা জায়েজ। মসজিদের কার্পেট ও মাইককে সম্মান দেখানো হলেও
মসজিদের আসল
প্রাণ মুসুল্লিদের কোন সম্মান নেই!! এসব
সরকারী পাচাটা গোলামদের
অপপ্রচারে শয়তানও লজ্জা পায়। হেফাজত কর্মিদের এ্যকশন তারা দেখাচ্ছে, কিন্তু তার
আগের বা পরের তেমন কিছুই দেখাচ্ছে না!!!
এই মুহুর্তে মতিঝিলে সরকারি বাহীনির
আচমকা হামলা চলছে, সেটাও কোন টিভি দেখাচ্ছে না। এদের
বিরোদ্ধেও
রুখে দাঁড়ানো দরকার। ওরা মসজিদের কার্পেটের জন্য কাঁদে, মসজিদের মাইকের জন্য উতলা হয়ে যায়, কিন্তু
মসজিদের ধারে কাছে তো যায় ই না,
যারা যায়-নামাজরত অবস্থায় তাদের
গ্রেফতার কিংবা আহত করতে কুন্ঠা হয়
না ওদের। ওরা বলে ইসলাম পবিত্র ও শান্তির ধর্ম, আবার সেই
শান্তির ধর্মটিই সংবিধানেও
থাকলে অশান্তি হবে বলে মনে করে!!! ওদের
মুখোশটা যতো বেশি খুলে দেওয়া যাবে, ততই
কল্যান।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন