কারো কাছে ভালো লাগুক আর না লা......ক

লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ০২ জানুয়ারি, ২০১৪, ০৬:৪০:১৬ সন্ধ্যা

বাংলায় আমার নিজের

কিছু কথা--:

……………………………………………………

………

আমি একজন মানুষ।

কিছু মানুষের

কাছে আমি ভালো মানুষ আর কিছু মানুষের

কাছে আমি খারাপ মানুষ। এই

নিয়ে কিছু বলার নাই কারণ সবার

কাছেতো আর ভালো হওয়া যায়না।

কিন্তু আমি রোবট নই। আমারো একটা মন

আছে, আমারো কিছু পছন্দ, কিছু তৃপ্তি, কিছু

ভালোলাগা, কিছু মন্দলাগা, কিছু প্রিয় মানুষ,

কিছু স্বপ্ন, কিছু আনন্দ, কিছু সুখ, কিছু

কষ্ট,কিছু . . . . . . . আছে।আমার

কাছে কেউ অনেক বড় কিছু আশা করোনা, কারণ

এখন হয়তো আমি কারো সামান্য আশাও পূরণ করার ক্ষমতা রাখিনা।

আমি কষ্ট পেতে চাইনা, কেউ

আমাকে কথা দিয়ে কষ্ট দিওনা। এই

জিনিসটাকে আমার বড় বেশি ভয় হয় তাই

কথা বলতে যাইনা তেমন মানুষেরসাথে।

আমার ব্যক্তিগত জীবনের কি কি তথ্য

আমি কার কার সাথে শেয়ার করবো তা বোঝার

মতো জ্ঞান আমার আছে,সেটা নিয়েও কারো কথা শুনার ইচ্ছে নাই...

আমি বেশিরভাগ মানুষের মতো নেতিবাচক

মনমানসিকতা নিয়ে থাকা পছন্দ করিনা। বরং কমসংখ্যক মানুষের

মতো ইতিবাচক মনমানসিকতা নিয়ে থাকতে পছন্দ করি.. সবার সাথে ভালো ব্যবহার করি বলে এমন না যে আমার

সাথে যে যা খুশি তাই বলতে পারবে... কেউ আমার

সাথে খারাপ ব্যবহার করলেও আমি তার সাথে ভালো ব্যবহার

করার চেষ্টা করি যাতে সে তার ভুলটা বুঝতে পারে..

সে খারাপ ব্যবহার করার ফলে তাকে আমি যতটা খারাপ

ভেবেছি আমি চাইনা সে আমাকেও সেরকম খারাপ মনে করার সুযোগটা পেয়ে যাক..

আমি ঝগড়া করা এবং ঝগড়াটে মানুষ জনএকেবারেই পছন্দ

করিনা তাই তাদের কোন ঝগড়ামাখানো কথা/

কমেন্টেরকোনরকম উত্তর দেওয়া থেকে বিরতথাকি..

আমি খুব সহজে কারো উপর বিরক্ত হইনা বা রাগ

করিনা.. কিন্তু একবার যদি বিরক্ত হই বা রেগে যাই

তাহলে সেটা মুখে প্রকাশ না করলে ও মন

থেকে কখনো মুছে যায়না..আমাকে অনুগ্রহ করে কেউ

রাগানোর চেষ্টা করবেনা তাতে আমার মাথাব্যাথা বেড়ে যায় যা সহ্য

করা আমার জন্যে অনেক কঠিন......

বিষয়: বিবিধ

১৪৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158402
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার কথাগুলো পড়লাম জানিনা কি হয়েছে? হয়ত কারো কথায় কষ্ট পেয়েছেন তাই বলছেন। ভাইয়া ব্লগ লিখতে গেলে কেউ ভাল বলবে বা কেউ খারাপ, কিন্তু সেসব ধরে পরে থাকলে কি চলে? আবেগ দিয়ে সব দেখলে হবেনা। ব্লগ লিখি প্রায় আড়াই বছর। অনেক গালি খেয়েছি,নোটিশ পেয়েছি উচিত কথা বলে। হুমকি ছিল অনেক এমনকি মৃত্যু হুমকি। ২টা ব্লগ আইডি ব্যান হয়েছে। কিন্তু এসব ধরে পরে থাকলে কি চলে?? আমি যেমন আমি তেমনই। মানুষ এর মুখ আছে মানুষ বলবেই। Happy
158516
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৭
ফেরদৌস বাপ্পি লিখেছেন : ধন্যবাদ ভাই উৎসাহ দেওয়ার জন্য
158530
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০২:০৮
গন্ধসুধা লিখেছেন : ভুলে গেলে ভাল থাকবেন Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File