স্বার্থপর পৃথিবী

লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ৩০ এপ্রিল, ২০১৩, ১০:০৮:৩১ সকাল

পৃথিবীটা তাদের জন্য যাদের মাথায় পঁচা গোবর আর

পেটে মদ,বেয়ার,হুইসকি থাকে।

পৃথিবীটা তাদের জন্য যারা, কোটি কোটি ডলার দেশ

থেকে বিদেশে পাচাঁর করে দেয়।

পৃথিবীটা তাদের জন্য যারা শোষক শ্রেণীর মানুষ। পৃথিবীটা তাদের জন্য যারা অপরকে জোঁকের ন্যায় শোষে খেতে পারে।

আর পৃথিবীটা তাদের জন্য নয়, যারা হারাম খাবার খেতে পারে না। মাথার ঘাম

পায়ে ফেলে নিজের ও পরিবারের পেট চালায়। যারা শোষিত হয় অন্যের

দ্বারা।

বিষয়: বিবিধ

৩৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File