আজব দেশের আজব মানুষ!

লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ২৯ এপ্রিল, ২০১৩, ১০:৪৩:৪৯ রাত

মানুষ হিসেবে বেঁচে আছি আজ ১৮ বছর হল । এই আঠার

বছরে দেখেছি জীবনের অনেক রূপ ।

দেখেছি যে দেশে জন্মেছি , সেই

দেশের অনেক রং । যে দেশে ঘড়ির কাটার ও আগে বদলায় মানুষ ।

যে দেশে সময়ের সাথে পাল্লা দিয়ে বদলায় নেতা আর তার কথা । আর

সেই দেশ চলে কিছু টাকাওয়ালা উচ্চবিত্তের কথায় ।

তাদের কথায়

বদলায় দেশের আইন । সেখানে আমার তোমার মত মধ্যবিত্তের কথার কোন দামই নেই । আর যাদের বেঁচে থাকার উপায় ঐসব ধনী , তাদের

কথার চেয়েও তাদের জীবনের দাম কম ।

তাদের জীবন সবসময়

পেন্ডুলামের মতই সবসময় দোদুল্যমান । তাদের জীবন এরকমই । হ্যা ,

আমি গার্মেন্টস কর্মীদের কথাই বলছি ।

যারা আজ বাংলার

সবচেয়ে কমদামী মানুষ । মালিকের দুটাকা বেশীর লোভে যাদের

ওপ্রান্তে থাকে মূত্যু । বেঁচে থাকতে যারা ছিল অসহায় , মূত্যুর পরও তারা থাকে অসহায় ।

তখন তার জীবনের বিনিময় হয় বিশহাজার

টাকা অথবা বিশ লাখ টাকার প্রতিশ্রুতি । এর বেশি তারা কিছু পায়না ।

আর যারা জীবনের ঘানি টানতে আহত হয় , তার ভাগ্যে জোটে দুই-তিন

হাজার টাকা । আর এরকমভাবেই চলে সোনার ডিম পাড়া পোশাক

শিল্প । মালিকের দুই-তিন কোটির টাকা মুনাফার অপর

প্রান্তে থাকে দুই তিন হাজার শ্রমিকের জীবন ।

টাকাই এখানে সব , টাকা হলেই জীবন মেলে । জীবন এখানে নিপীড়িত ।সেখানে ভদ্রলোকের

মুখোশ পড়া লোকের কোন অভাব নেই । আর

দায়বদ্ধতা শব্দটা তো অনেক আগেই বিল্পুত হয়ে গেছে । এখানে কেউ

কারো জন্য নয় ।

এমন এক দেশে জন্ম নিয়ে আমি চরম লজ্জিত ।।

বিষয়: বিবিধ

২২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File