এর শেষ কোথায় ?

লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ০৬ মে, ২০১৩, ০৯:২৭:৪৯ সকাল

দিগন্ত টিভি কি করছে ???

তাদেরকে তো অভিযান লাইভ

টেলিকাস্টে নেন নি । তাহলে ???

দিগন্তে যা হয়েছে ; তা এক কথায় লুট করা হয়েছে । সরকার তার

বাহিনী পাঠিয়ে ডাকাতি করেছে !

Shame Shame Shame

হাসিনা Shame !

হ্যাঁ তারা হয়ত আহত নিহতের সঠিক সংখ্যাটা জাতিকে জানাতে পারত ;

তারা হয়ত আড়াই ঘণ্টার বর্বরতম গণহত্যাকে ১০ মিনিটের অভিযান

বলত না । এই তো ?

ঢাকায় অন্তত সহস্রাধিক ভাইকে আজ রাতে শহীদ করা হয়েছে ।

কয়েক হাজার ভাই আহত । রাষ্ট্রীয় লুটের জবাব এবার আমরা দিব ;

সাধ্য থাকলে ঢাকা থেকে বেড় হও ।

ঢাকায় আজ

ফটিকছড়ি হবে ইনশাআল্লাহ্ ।

সেনাবাহিনী যদি চাই ক্ষমতা নিতে ; তাহলে এগিয়ে আসতে পারে । কিন্তু

যদি চায় খুনি হাসিনার সরকারকে হেফাজত করতে,

তাহলে পরিণতি হবে ভয়াবহ । কিছু সুবিধাবাদী কুলাঙ্গার হাসিনার

সাথে হাত মিলাতে পারে ;

কিন্তু ৫৭ জন বীর সেনা অফিসারদের

সহকর্মীরা রক্তের দাগ মুছে ফেলে নি । তারা লাশ কবরে নামানোর

স্মৃতি ভুলে যায় নি । সাবধান হুঁশিয়ার সাবধান ; র্যাব বিজিবির জোয়ানেরা । অনেক

হয়েছে কাকে মেরেছ ? কার জন্য মেরেছ ? হিসাব চাই হিসাব দিতেই

হবে তোমাদের ইনশাআল্লাহ্ ।

হিসাব নিয়েই পরকালের পথ ধরব

ইনশাআল্লাহ্

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File