তরুণ প্রজন্ম। মানেনা কোন বাধা
লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ৩০ এপ্রিল, ২০১৩, ০৯:৫৩:৫৭ রাত
প্রায়ই বাবা-মা বা বড়রা বলেন - আজকালকার ছেলেমেয়েরা কোন
কাজের না! আমাদের সময় আমরা কত কিছু করতাম!! আর
এরা সারাটা দিন ঘরের কোনায় পড়ে থাকবে..হয় হাতে মোবাইল,নয়ত
কম্পিউটারের সামনে!!! আর আছেই খালি ফেসবুক ফেসবুক!!! ফেসবুক
কি ভাত দিবে ভবিষ্যতে?? নাহ!!
এদের দিয়ে আর কিছু হবেনা!! "
এভাবে বকুনি শুনতে শুনতে অপরাধবোধ হতো, সত্যিইতো!! ফেসবুক শেষ করলো আমাদের তরুণ প্রজন্মকে.....!!
কিন্তু নাহ!!!
ভুল ভেবেছি ....আজ আমি বলবো ভাগ্যিস, ফেসবুক
বলে কিছু একটা আছে!!
কেন বলছি??
বেশি আগে যাবো না,সাভারের কথাই ধরুন।
কি আশ্চর্য!!! ঝাকে ঝাকে তরুণ ছুটে গেছে ওখানে ফেসবুকে খবর পেয়েই! প্রতিনিয়ত আপডেট দিয়ে জানিয়ে দিচ্ছে ওখানকার
খবর,কি দরকার,কি দরকার নেই!!
উদ্ধারকাজে সহায়তা করছে!!
অথচ কেউ কেউকে চেনেনা,জানেনা,
কারো সাথে কারো রক্তের সম্পর্ক নেই!!! তারা তাও ছটফট
করছে কে কিভাবে সাহায্য করবে, কিভাবে ফান্ড রেইজ করবে!!
এই কি সেই তরুণ প্রজন্ম যাদেরকে দিয়ে কিছু না হওয়ার কথা বলেন???
এবার বুঝলেন তো এরা কেমন? কি করতে পারে এরা?
একেই তো বলে মানবতা...সারাদিন
ঘরে শুয়ে বসে থাকা আলসে ছেলেটা বা মেয়েটাই আজ সারাদিন
লাইনে দাড়িয়ে থেকে রক্ত দিয়ে আসছে!!
ঐ অসহায় মানুষের
কথা ভেবে অশ্রুসিক্ত হচ্ছে।। নাহ,বাহবা পাওয়ার জন্যে নয়!!! এরা জানে শুধু নিজের জন্যে বাঁচাটাই বেচেঁ থাকা নয়,মানুষের সেবায়
উৎসর্গিত হয়ে বেচে থাকাতেই আনন্দ!!
আজ তাদের কথা ভেবে এতো কষ্টের মধ্যেও আনন্দ হচ্ছে।।
আজো শক্তি মাতাল দৈত্যে ভরা এই দেশটাতে এমন নিবেদিতপ্রাণ
তরুণ আছে!!!
স্যালুট তাদের সবাইকে যারা ঘন্টার পর ঘন্টা নিরলসভাবে উদ্ধারকাজে অংশ নিয়েছে...
রক্ত, খাবার, যন্ত্রপাতি,শ্রম,চিকিৎসা দিয়ে যারা সাহায্য করেছে ...
সবশেষে,আমাদের রাজনীতিবিদ এবং মিডিয়ার ভুমিকায় যতটা হতাশ
হয়েছি,তার অনেকটাই ঘুচে যায় ঐসব মানুষদের কথা ভেবে যারা নিজেদের
প্রাণের ঝুঁকি নিয়ে এত এত মানুষ উদ্ধার করেছে।।
সাভারে যারা নিহত তাদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন