খালেদা জিয়া ও এরশাদের জীবনাচরণ ও রাজনীতি কি হেফাজতের ১৩ দফার সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি সমর্থণযোগ্য !!

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৪ মে, ২০১৩, ০৯:২৯:৪৩ রাত









খালেদা জিয়া ও এরশাদের ব্যাক্তিগত জীবন ও ওনাদের রাজনীতি কি হেফাজতে ইসলামের ১৩ দফার সাথে মিল আছে নাকি ক্ষমতায় গেলে দফাগুলো বাস্তবায়ন করবে।

আমার ধারনা খালেদা জিয়া ও এরশাদের ব্যাক্তিগত জীবনাচরণ ও রাজনীতি ১৩ দফার সাথে যায় না। তাই বাস্তবায়নও করবে না।

কিন্তু হেফাজতে ইসলাম খালেদা জিয়ার আর্শীবাদ ও সমর্থণ নিয়ে ১৩ দফার কার্যক্রম পরিচলনা করছে। এতে রাজনীতি ও দেশ অস্থির।

এই মুহূর্তে বিএনপি ও জামাতের জন্য রাজনৈতিক অস্থিরতা প্রয়োজন।

তাহলে হেফাজত কি ১৩ দফার নামে বিএনপি ও জামাতের ভাড়াটিয়ার কাজ করছে?

বিষয়: রাজনীতি

১৭০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File