Rose RoseখাঁটিRose Rose

লিখেছেন লিখেছেন জবলুল হক ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৮:৫২ রাত

মানুষ সে তো পাপে পূণ্যে

হবেই তার পাপ

পাপ করে যার মনের মাঝে

জাগে অনুতাপ

নিশিরাতে ঘুম হতে তাই

জাগে চুপিসারে

কেঁদে কেঁদে চায় ক্ষমা সে

আল্লাহর দরবারে

বলে, “ প্রভু, আমি পাপী

আর ক্ষমাশীল তুমি,

আমার পাপে টইটুম্বর

আকাশ হতে ভূমি।”

খালিশ মনে তওবা করে

করবে না পাপ আর

পাপ থেকে তার বেঁচে থাকার

চেষ্টা বারং বার।

এই ভাবে তার চোখের জলে

রোজ ভিজে যায় মাটি

ছদ্মবেশী এই সমাজে

এমন লোকই খাটি।

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173518
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৫
চেয়ারম্যান লিখেছেন : হুম সত্যি কথা
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
127096
জবলুল হক লিখেছেন : চেয়ারম্যান এর মার্কা কি
চেয়ার। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব মন্তব্যের জন্য।
173534
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো Rose
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৬
127097
জবলুল হক লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।
173551
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই আপনি এত সুন্দর করে কবিতা লিখেন কিভাবে!
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৫
127099
জবলুল হক লিখেছেন : ভাই আপনার আসল নাম তো জানা হল না।
কলেজ জীবনে থাকতে কিছু লেখার চেষ্টা করতাম।তারপর প্রায় এক যুগ লেখা লেখি থেকে দূরে ছিলাম। গত বছর দুই এক মাস ব্লগিং এ ছিলাম। এই বছর আবার শুরু করলাম।জানি না নিয়মিত চালিয়ে যেতে পারব কি না। আমার লেখা ছড়া কবিতা সুন্দর কিনা জানি না। তবে আপনি প্রশংসা করায় অনেক খুশি হয়েছি।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
128254
জোবাইর চৌধুরী লিখেছেন : Good Luck Good Luck Good Luck
173585
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৮
শেখের পোলা লিখেছেন : এমন লোকের অভাব বড়,
আমার দেশে ভাই,
দেশটি আজও টিকে আছে,
তারা আছে তাই৷
যুগের সাথে পাল্লা দিয়ে,
হেথা সবাই চলে,
লোক দেখানো পূণ্য করে,
মুখে আল্লাহ বলে৷
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২১
127446
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ।
173601
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৯
আওণ রাহ'বার লিখেছেন : তওবা করো তুমি বারেবার
খোলা পাবে মোর রবের দুয়ার।
173602
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২০
আওণ রাহ'বার লিখেছেন : তওবা করো তুমি বারেবার
খোলা পাবে মোর রবের দুয়ার।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২১
127445
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ ।
Good Luck Good Luck Good Luck
173702
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভাল লাগলো , অনেক ধন্যবাদ
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৯
127443
জবলুল হক লিখেছেন : আমারো খুব ভালো লাগ্লো।আপনারা আমার কবিতা পড়ে মন্তব্য করলে আমার অনেক আনন্দ লাগে।
173710
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
মুমতাহিনা তাজরি লিখেছেন : সত্যিই আপনার কবিতাটি অনেক সুন্দর।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০০
127441
জবলুল হক লিখেছেন : অনেক ভালো লাগ্লো অনেক মন্তব্য দেখে।
কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
173716
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
আলোর আভা লিখেছেন : আল্লাহ আমাদের সবার পাপ ক্ষমা করে দিন ।আমীন ।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০১
127442
জবলুল হক লিখেছেন : আমিন। ছুম্মা আমিন।
১০
173756
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
Rose Rose Rose
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৭
127439
জবলুল হক লিখেছেন : ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
১১
173845
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৮
127440
জবলুল হক লিখেছেন : আপনাকেও আসংখ্য ধন্যবাদ।
১২
173960
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
আহমদ মুসা লিখেছেন : দারুন সুন্দর কবিতা! এতো সুন্দর কবিতা আপনি লিখেন কমনে? আল্লাহ আপনার কবিতায় মুসলিম মিল্লাতের নিজস্ব স্বকীয়তা ও কালচারের বিকাশমান ধারাবাহিকতা বজায় রাখতে রহম বর্ষিত করুক। আমি কবিতা লিখতে পারি না। কিন্তু কারো ভাল কবিতা চোখে পড়লে খুব মনে যোগ সহকারেই পাঠ করি। আপনার কবিতাও তেমনি আমার খুবই প্রিয়।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২০
127444
জবলুল হক লিখেছেন : অনেক অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্য পড়ে ।আমার মত ক্ষুদ্র মানুষের লেখা আপনার ভাল লাগায় আমারো অনেক আনন্দ লাগছে।তাই কৃতজ্ঞ চিত্তে আপনাকে ধন্যবাদ।
১৩
174198
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখেছেন Thumbs Up Praying
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
127548
জবলুল হক লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
১৪
174352
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
egypt12 লিখেছেন : আমরাও এমনই হতে চাই Rose
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৯
132219
জবলুল হক লিখেছেন : জ্বী, আল্লাহ যেনো আমাদের সবাইকে এমন হওয়ার তৌফিক দান করুন।আমিন।
১৫
175075
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
জোবাইর চৌধুরী লিখেছেন : অনেক ভালো লাগল। Rose Good Luck Rose
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩০
132220
জবলুল হক লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।
১৬
178185
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৫
অজানা পথিক লিখেছেন : পিউর থট
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩১
132221
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File