খাঁটি
লিখেছেন লিখেছেন জবলুল হক ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৮:৫২ রাত
মানুষ সে তো পাপে পূণ্যে
হবেই তার পাপ
পাপ করে যার মনের মাঝে
জাগে অনুতাপ
নিশিরাতে ঘুম হতে তাই
জাগে চুপিসারে
কেঁদে কেঁদে চায় ক্ষমা সে
আল্লাহর দরবারে
বলে, “ প্রভু, আমি পাপী
আর ক্ষমাশীল তুমি,
আমার পাপে টইটুম্বর
আকাশ হতে ভূমি।”
খালিশ মনে তওবা করে
করবে না পাপ আর
পাপ থেকে তার বেঁচে থাকার
চেষ্টা বারং বার।
এই ভাবে তার চোখের জলে
রোজ ভিজে যায় মাটি
ছদ্মবেশী এই সমাজে
এমন লোকই খাটি।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেয়ার। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব মন্তব্যের জন্য।
কলেজ জীবনে থাকতে কিছু লেখার চেষ্টা করতাম।তারপর প্রায় এক যুগ লেখা লেখি থেকে দূরে ছিলাম। গত বছর দুই এক মাস ব্লগিং এ ছিলাম। এই বছর আবার শুরু করলাম।জানি না নিয়মিত চালিয়ে যেতে পারব কি না। আমার লেখা ছড়া কবিতা সুন্দর কিনা জানি না। তবে আপনি প্রশংসা করায় অনেক খুশি হয়েছি।
আমার দেশে ভাই,
দেশটি আজও টিকে আছে,
তারা আছে তাই৷
যুগের সাথে পাল্লা দিয়ে,
হেথা সবাই চলে,
লোক দেখানো পূণ্য করে,
মুখে আল্লাহ বলে৷
খোলা পাবে মোর রবের দুয়ার।
খোলা পাবে মোর রবের দুয়ার।
কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন