Rose Rose মাRose Rose

লিখেছেন লিখেছেন জবলুল হক ২৪ মে, ২০১৩, ১২:০৭:০৯ রাত

তোমায় ছেড়ে মাগো আছি

অনেক দূরে আমি

তোমার কথা মনে পড়ে

আমার দিবসযামী।

তোমায় ছেড়ে থাকতে দূরে

ভাল্লাগে না মোটে

ইচ্ছে করে চলে আসি

তোমার কাছে ছুটে।

জানো কি মা? বাইরের জগৎ

অনেক স্বার্থপর

টাকায় করে বেঁচা কেনা

ভালোবাসা আদর।

বলো মাগো ভালোবাসা

ধন কি বেঁচা কেনার?

জীবন দিয়ে শোধ হবে কি

তোমার সকল দেনার?

তুমি তো মা আজো কাঁদো

আমার ভালোর লাগি

খোদার কাছে দোয়া কর

অনেক রাত্রি জাগি।

জীবনভর করছ তুমি

কষ্ট সীমাহীন

প্রতিদানে কোনো কিছু

চাও নি কোনো দিন।

তোমার সাথে তাই তুলনা

হয় না অন্য কারো

বেঁচে থাক মাগো তুমি

অনেক বছর আরো।

১১।০৪।১৩

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File