রাজনীতি

লিখেছেন লিখেছেন জবলুল হক ৩০ এপ্রিল, ২০১৩, ০৬:০৬:০০ সন্ধ্যা

তেলা মাথায় ঢালছি সবাই তেল,

পাচ্ছি মজা,খেলছি তাই এ খেল।

যার কিছু নাই,কেনো হবে তার?

মরলে স জন,কি আসে যায় কার?

আমরা সবাই চালাক অতি ভাই,

সেথায় আছি,যেথায় কিছু পাই।

হাওয়ায় চড়ে খাচ্ছি সদা দোল,

সবই দেখি, দেখি না নিজ ভুল।

সবই শুনি, করুণ ব্যথার সুর

ইচ্ছে করে তা থেকে রই দূর।

অল্প শোকে ব্যথিত যে মন

হরবে ক্যামনে সাত রাজার সে ধন?

সবার উপর সত্য হলো দল,

দলের কাছে তুচ্ছ চোখের জল।

২৯/০৪/১৩

talavera dela reina

Spain.

বিষয়: সাহিত্য

১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File