আজব পৃথিবী

লিখেছেন লিখেছেন জবলুল হক ২৪ এপ্রিল, ২০১৩, ১০:১১:২৩ রাত

পৃথিবীটা আজব

খাটে যারা পায় না তারা

বাকিদের উৎসব।

জেলেরা মাছ ধরে,

মহাজনে ভিন্নদেশে

দেয় তা চালান করে।

চাষীদের তপসা,

পেটের দায়ে উগাড় খালি

হয় যে সহসা।

ভাত রাঁধে যে নারী,

সবার শেষের অবশিষ্ট

ভাগ্যে জোটে তারই।

মিস্থরী দালান গড়ে,

ছেলে পুত্র নিয়ে থাকে

নিজে কুঁড়ে ঘরে।

আর যারা প্রবাসে

মাসের প্রথম পকেট খালি

সব চলে যায় দেশে।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File