গ্রাউণ্ড জিরো

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ১৩ জানুয়ারি, ২০১৬, ০৮:১৩:৪৪ রাত



২০০১-এর ৯/১১।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মাটিতে বসে যচ্ছে।

ঠিক সেই মুহূর্তে প্রেসিদেন্ট বুশ একটা বাচ্চাদের স্কুলের শ্রেণীকক্ষে বাচ্চাদের সঙ্গে হেসে কথা বলছেন। হাতে ধরা আছে একটা বই। পাশে দাঁড়িয়ে একজন টিচার। কেঊ একজন দৌড়ে ঢুকে তার কানে কিছু বলেই তীরবেগে বেরিয়ে গেল। বুশ সেদিকে তাকালেন না। দূরে এক অনির্দেশ্য লক্ষে চোখ তুলে তাকিয়ে থাকলেন। তার চোখের পাতা এতটুকু কাঁপছে না হাতের বইটার পাতাগুলো শাফল করে চলেছেন। কিছুক্ষণ পরে তার চোয়াল শক্ত হলো, ঠোঁট দৃঢ় হয়ে উঠলো---থরথর করে কাঁপতে শুরু করলো সেগুলো। সবাইকে বিদায় জানিয়ে বের হয়ে গেলেন।

খুব ধীর গতিতে এই দৃশ্যটি দেখানো হলো বিবিসিতে গত সাত তারিখে। এরপরে দেখা গেলো গ্রাউণ্ড জিরোতে ধ্বংসস্তুপের একটা উঁচু জায়গায় হ্যাণ্ড মাইক নিয়ে ফায়ার ব্রিগেডের কর্মীবাহিনীর কর্মীদের প্রতি চিৎকার করে বলছেনঃ Do you hear me? I hear you. This is a

crusade.
Whole world will hear it tomorrow.(ক্রুসেড শব্দটি পরে ছেঁটে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার আর বলা হয় নি। ঐ একবারই শুনেছিলাম)।

এর পরের ইতিহাস সকলের জানা।

নর্দান এলায়েন্স তৈরি করে পাকিস্তানকে বাধ্য করে খাইবার গিরিপথ ব্যবহার করে রসদ আর পূর্বতন সোভিয়েত রুশিয়ার দক্ষিণের স্বাধীন রাষ্ট্রগুলির সঙ্গে এলায়েন্স তৈরি করে সেইপথে সৈন্য এনে আফগানিস্তান দখল করে নেওয়া হয়। তালিবানদের উৎখাত করা হয়। এরপর সাদ্দামের ইরাকের পালা আসে। সাদ্দামের হাতে
weapon of mass destruction
আছে এই অজুয়াত দেখিয়ে জাতিসংংঘকে বাধ্য করে ইরাক দখল করে নেওয়া হয়। সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়। ইরাকের তেলসম্পদ দখল করা হয়। বুশ বেনামে এবং তেলমন্ত্রী ডিক চেনি একটা তেলের কোম্পানী খুলে বসে। সেই কোম্পানীর শেয়ার বিক্রীর প্রথম দিনেই ১৮'৭ বিলিয়ণ ডলারের শেয়ার বিক্রী হয়ে যায়। চলে ইরাকের আবাধ লুন্ঠন। এই কাহিনি লিখেছেন একজন মার্কিন সাংবাদিক
Robert Parry তার Secrecy & Privilege বইতে। বইটা সকলেরই পড়া দরকার। এতে বিশ্ব পুঁজিবাদের ভয়ঙ্করতা বোঝা যাবে।

বিষয়: রাজনীতি

১৫৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356852
১৩ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : 'নমরূদ নাই নাই এজিদ,ধ্বংস হয়েছে সবে/ এমনই ধরাই কেহই নাহিক রহিবেগো এই ভবে৷'
356865
১৩ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩১
অপি বাইদান লিখেছেন : কল্পকথার নমরুদ আর মুসলিম মুমিন এজিদ?? আমেরিকা সাথে আল্যারবাহাদুরী? হুমম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File