ইসলাম বিদ্বেষ-ইতিহাসের আলোকে
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩৯:৩৮ সন্ধ্যা
" দরবারে রিসালাত থেকে বসরার শাসন কর্তার নামে দাওয়াত পত্র প্রেরিত হয়েছিল । দূত ছিলেন হযরত হারিছ । রোম সম্রাটের সভাসদ সুরাহবিল বিন আমরের হাতে দূত নিহিত হলেন । দূত হত্যা সর্ব যুগেই জঘন্য অপরাধ । কিন্তু ইসলাম বিদ্বেষ তাদেরকে এতটাই অন্ধ করে রেখেছিল যে, নীতি নৈতিকতা সব কিছুই বিসর্জন দিতে কিছু মাত্র কুণ্ঠিত হত না তারা । "
সুত্র - তোমাকে ভালোবাসি হে নবী
- লেখক গুরু দত্ত সিং
- অনুবাদ মাওলানা আবু তাহের মিসবাহ
বর্তমান সময়েও কিছু সংখ্যক মানুষ, যদিও তারা মুসলিম নামধারী এবং মুসলিম পিতা মাতারই সন্তান তারা কুরআন-হাদিস-ইসলামি সাহিত্যের বিষয়ে এতটাই বিদ্বেষ পোষণ করে যে, হিত-অহিত, নীতি- নৈতিকতা সবকিছুই বিসর্জন দিতে কুণ্ঠা বোধ করা না ।
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা ইবলিশের সর্বোচ্চ অগ্রাধিকারযোগ্য কাজ!
সুতরাং এজন্য তো নীতিবাক্য অচল!!
মন্তব্য করতে লগইন করুন