খাইরুল কুরুন
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২৬ জানুয়ারি, ২০১৬, ০৩:০৭:২৮ দুপুর
নৈতিকতা এবং আধ্যাত্মিকতা, ইমানী শক্তি এবং দীনী আবেগ,
নেক আমল ও ইলমের দিক থেকে ইসলামের ইতিহাসে যে গোল্ডেন পিরিয়ড রয়েছে তাকেই "খাইরুল কুরুন" বা সর্বোত্তম সময় বলে আখ্যায়িত করা হয়।
সাহাবা, তা'বিঈন, তাবি-তা'বিঈন এর এই সময়কে বলা যায় Golden time of Islam. খাইরুল কুরুনে মুসলিম জাতি পার্থিব-অপার্থিব তথা আধ্যাত্মিক উৎকর্ষতা ও
পার্থিব সফলতার চরম শিখরে আরোহণ করে। সাহাবীদের পরের সময় অর্থাৎ তা'বিঈনদের সময়টা দ্বিতীয় পর্যায় ।
তা'বিঈন আরবি শব্দ, একবচনে তা'বিঈ" যার অর্থ অনুসরন করা, পরে আসা, পরবর্তী সময় ইত্যাদি। তা'বিঈ কর্তি বাচক বিশেষ্য - অর্থ অনুসরণকারী, পরবর্তীতে আগমনকারী।
তা'বিঈন, তাবি-তা'বিঈনগনই সাহাবায়ে কিরামের ঈমান ও আখলাক,জ্ঞান ও নৈতিকতার কল্যাণ পৃথিবীর সমগ্র মাখলুকাতে ছড়িয়ে দেন ।
রাসুল সাঃ এর পরের এই তিনটি পর্যায়ের সর্বোত্তম মানুষের Golden সময়টাতে স্ব স্ব যুগের জন্য তারা ছিলেন খায়র ও বরকত, মঙ্গল ও কল্যাণের নিমিত্ত । তাদেরই কল্যাণে ইসলামের আধ্যাত্মিক ও বস্তুগত বিজয় অর্জিত হয় ।
রাসুল সাঃ বলেছেন -
"মানুষের নিকট এমন একটা সময় আসবে, যখন একদল লোক জিহাদ করবে। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে,তোমাদের মধ্যে এমন কেউ কি আছেন
যিনি রাসুল সাঃ কে দেখেছেন ? তারা জবাব দিবেন , হাঁ । তখন তাদেরই জন্য বিজয় দেয়া হবে । অতঃপর একটি দল জিহাদ করবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি রাসুল সাঃ এর কোন
সাহাবীকে দেখেছেন ? তারা জবাব দিবেন, হাঁ । তখন তাদের সম্মানে বিজয় দেয়া হবে ।"
মানব জাতির মধ্যে এই জেনারেশন সততা, জ্ঞান, কর্ম, তাকওয়া, আমানতদারী, পরহেজগারী ইত্যাদি সহ সর্বোত্তম চারিত্রিক গুণাবলির অধিকারী ছিলেন। শুধু মানুষই নয়, পশু পাখি, জীব জন্তু সহ অন্যান্য মাখলুকাতও তদেরকে
সম্মান, শ্রদ্ধা করত ।
বিষয়: বিবিধ
৩৬৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন