সিলেটের ব্লগার ভায়েরা

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২২ মার্চ, ২০১৬, ১২:১৯:১৬ দুপুর

সিলেটের ব্লগার ভায়েরা



দর্শনীয় - শিক্ষণীয়

এবং

হোটেল - থাকা - খাওয়া

বিষয়ে

কেহ কি বলবেন দয়া করে ?

তিন দিনের জন্য সিলেট যাব ইনশাআল্লাহ ।

আমরা যাব ঐতিহাসিক পুণ্ড্রবর্ধন থেকে ।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363262
২২ মার্চ ২০১৬ দুপুর ০২:৫১
কুয়েত থেকে লিখেছেন : সিলেট এখনো জাওয়া হয়নি চট্টগ্রামে যান বান্দরবন ও কক্সবাজার গুরে আসুন। ধন্যবাদ
363271
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শহরে খাওয়ার জন্য পাবেন পাঁচভাই রেস্তোরাঁ। সুলভ মূল্য, ভালো খাবার।

জাফলং এবং বিছানাকান্দি একইদিনে ঘুরে আসতে পারবেন। শহর হতে সরাসরি জাফলং এর বাস আছে, ভাড়া ৮০ হতে ১০০ টাকা। চাইলে সিএনজি চালিত ট্যাক্সিতেও যেতে পারেন, আপডাউন ১২০০ হতে ১৫০০ টাকা নিবে। জাফলং হতে ফেরার পথে তামাবিল সীমান্তে ঢুঁ মেরে আসতে পারেন। নো ম্যানস ল্যান্ড পার হয়ে ভারতের মাটিতে একটুখানি পা রাখার এডভেঞ্জার নিতে পারেন। তবে সীমান্তের বিজিবি’র সাথে কথা বলে যাবেন।
363339
২৩ মার্চ ২০১৬ সকাল ১০:৩৭
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সিলেট বলতে যদি সিলেট বিভাগ বুঝিয়ে থাকেন, আর আপনার সফরের কষ্টকে ইনজয় করার মতো অভ্যস্ততা থাকে, তাহলে চলে আসুন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাতে। পাথারিয়া পাহাড়ে অবস্থিত মাধবকূন্ড জলপ্রপাত দেখতে আপনি যদি আসেন, তাহলে আপনি দেখার পর আল্লাহর তরে সেজদারত হতে বাধ্য হবেন। পাহাড়ে কান্না দেখে আপনার চোঁখ দূ'টিও হবে অশ্রু সিক্ত।
আপনার পরিকল্পনাতে এই জায়গাটা দেখা যদি থাকে, তাহলে পরবর্তী মন্তব্যে জানাবো বিস্তারিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File