কেলফি ও ভেলফি
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ১৪ জানুয়ারি, ২০১৬, ০৩:৪২:৪০ দুপুর

শুধু সেলফি নয়, সেরা মুহূর্তকে ধরে রাখতে, তুলুন ভিডিও সেলফি। যার পোশাকি নাম ভেলফি। নামী রেস্তোরাঁয় ডিনারে গিয়েছেন? বা অনেক দিন বাদে পুরনো বন্ধুদের সঙ্গে বাড়িতেই আয়োজন করেছেন গেট টুগেদার৷ তাহলে আপনার সুন্দর মুহূর্তগুলোর ভেলফি তো তুলে রাখতেই হবে। সেলফির কথা বলছি না৷ ভেলফি-র কথাই হচ্ছে৷ মানে হচ্ছে ভিডিও সেলফি৷ তাই স্রেফ একটা সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে দিলেই আপনি আর তেমন হ্যাপেনিং নন৷ ভেলফি বা ভিডিও সেলফি-ই এখন ইন থিং৷ এজন্য অবশ্য একটা অ্যানড্রয়েড ফোন বা আই ফোন থাকলেই হল৷ আপনিও আপনার ভেলফি পোস্ট করতে পারেন নানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ ভালো ভেলফি তুলতে হলে কয়েকটা কথা মনে রাখবেন৷ ভালো আলো আছে এমন জায়গাতেই তুলুন আপনার ভিডিও সেলফি।
আচ্ছা, নেটযেন ভায়েরা ও বোনেরা, কেও যদি কলিকা (হতে পারে গাজার কল্কে)
তাহলে তাকে আমরা কেলফি বলতে পারব তো ?
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন