বুখারী শরিফ: হাদিস নং ১২,১৩,১৪;

লিখেছেন লিখেছেন saifu islam ১৪ জানুয়ারি, ২০১৬, ০৩:৩০:২৭ দুপুর

হাদিস ১২ মুসাদ্দাদ (রঃ) ও হুসাইন আল মুৎআল্লিম (রঃ) ……… আনাস (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।



হাদিস ১৩ আবুল ইয়ামান (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেনঃ সেই পবিত্র সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই।



হাদিস ১৪ ইয়া’কুব ইব্ন ইবরাহীম ও আদম (রঃ) ……… আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356907
১৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৮
সুমন আহমেদ লিখেছেন : ভালো লাগলো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File