মায়ের স্বপ্ন

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৭:০১:০৮ সন্ধ্যা



বর্তমানে একটি মুসলিম দেশের রানী। ধর্মবিশ্বাসের দিক থেকে ইবাদী খারেজী। সম্প্রতি এক ঘোষণায় বলেছেন:

-আল হামদুলিল্লাহ! আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

.

কৌতূহল জাগাই স্বাভাবিক! কী সেই স্বপ্ন?

এটা তো সবার জানা আছে, বায়তুল মাকদিস ফিলাস্তীনে হলেও, এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জর্দানের রাজ পরিবার। অফিসিয়ালভাবে আরকি। বাস্তবে কতটুকু কী হয় আল্লাহই ভালো জানেন। তাহলে কি তার স্বপ্ন: আলআকসা মুক্ত হওয়া?

= জ্বি না।

.

জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্যের প্রচার-প্রসারে রাজপরিবারের বেশ নামডাক আছে। তাহলে কি রানীর স্বপ্ন কোনও মুসলিম বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার?

= জ্বি না।

.

তার স্বপ্ন কি আণবিক বোমা আবিষ্কার, যার মাধ্যমে জর্দান ইসরাঈলের গোলামি থেকে মুক্তি পাবে?

-তাও না।

.

রানীর স্বপ্ন কি সিরিয়া-ইরাক-কাশ্মীর-শীশান-আন্দালুস-নির্যাতিত মুসলিম ভূখন্ড থেকে কুফফার শক্তিতে বিতাড়ন?

-তা নয়।

.

রানীর স্বপ্ন কি পুরো কুরআন কারীম হিফয করা? সাত কেরাতের সাথে?

= জ্বি না।

.

তার সারাজীবনের স্বপ্ন ছিলো: নির্দিষ্ট একটা ব্র্যান্ডের বেলজীয় চকলেট সংগ্রহ করে খাওয়া। সেটা পূরণ হওয়াতে রানী বিপুল উৎসাহে মিডিয়াকে জানাচ্ছেন।

এই একই রানী আগে বেশ ঘটা করে যুবরাজ হাশিমকে ‘বার্সেলোনা’ ক্লাবের ম্যাচজয়ের সংবাদ দিয়ে হৈ চৈ ফেলেছিলেন।

.

এই একজন নেতৃস্থানীয় মায়ের যদি এই হালত হয়, ভবিষ্যত সিংহাসনের উত্তরাধিকারীকে এভাবে চকলেট আর ফুটবলের সবক দিয়ে লালন-পালন করেন, তাহলে অন্যদের কী অবস্থা সহজেই অনুমেয়!

.

.

আরেক মায়ের দিকে তাকালে দেখতে পাই, তিনি সন্তানকে ছেলেবেলাতেই, কোলে নিয়ে, গল্পবলার ছলে বলছেন:

-মুহাম্মাদ! ওই যে দেখা যায়, কনস্টান্টিনোপল। আমাদের নবিজী সুসংবাদ দিয়ে গেছেন: এই শহর একদিন মুসলমানরা জয় করবে। আমি আল্লাহর কাছে দু‘আ করছি, শহরটা যেন আল্লাহ তোমার হাতেই মুসলমানদের পদানত করেন!

.

এই সন্তান কি জীবনে আর কখনো মায়ের দু‘আর কথা ভুলতে পারবে? সন্তান বড় হওয়ার সাথে সাথে মা তার মধ্যে স্বপ্নের বীজ বুনে দিলে, সেটা কি মুছে যেতে পারে? আর সেটা যদি এমন বৃহত আর মহত কোনও স্বপ্ন হয়?

আর যদি স্বপ্নের সাথে আসমানী ইশারা আর নববী দু‘আ থাকে, আর কিছু লাগে?

.

বর্তমানে কয়জন মা তার সন্তানকে এমন প্রেরণা দিয়ে বড় করে?

কয়জন মা তার সন্তানকে বিশ্ব মুসলমানের দুর্দশার কথা বলে, কষ্টের কথা বলে?

কয়জন মা সন্তানকে বায়তুল মুকাদ্দাস জয়ের স্বপ্ন দেখায়?

.

আজ শতকরা কয়জন মা জর্দানী রানীর মতো?

আজ শতকরা কয়জন মা মুহাম্মাদ আল ফাতিহের মায়ের মতো?

ইন্টারনেট থেকে সংগৃহীত

বিষয়: বিবিধ

১৫০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355737
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : নাইরে নাই! আপনার বেটার মা যেন এমন হয় সে চেষ্টাটা করবেন কিন্তু!
355739
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : ছিল এখন নেই ভবিষ্যতে আবার হবে ইনশাআল্লাহ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File