আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে ড. নকীবুর রহমানের স্ট্যাটাস . আমার বাবার কথা ------------------
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৩ জানুয়ারি, ২০১৬, ০৮:২১:৩৭ রাত
.
আমার বাবার কথা
--------------------
একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই
মানুষের সাথে বাবার আচরণ সম্পর্কে।
২০০১ সালে বাবা কৃষিমন্ত্রী হিসেবে
শপথ নেন। প্রথম অফিসের দিনে
মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীকে স্বাগত
জানাবেন এটা ছিল রেওয়াজ। ঐসময়কার
কৃষি সচিব ছিলেন বিশিষ্ট কূটনীতিবিদ,
শেষ কয়েকজন সি এস পি এ অফিসারদের
একজন এবং বীর মুক্তিযোদ্ধা ড. আইউয়ুব
কাদরী। বাবার সম্পর্কে তাঁর মনে কিছু
বিরূপ ধারনা ছিল এবং তিনি সিদ্ধান্ত
নিলেন যে বাবাকে মন্ত্রী হিসেবে
সচিবের পক্ষে থেকে যে স্বাগত
সংবর্ধনা দেয়া হয় সেটা দিবেন না। ড.
কাদরী তার সহকর্মীদেরকেও বলেছিলেন
যে বাবার অধীনে কাজ করতে তার
বিব্রতবোধ হয়। বাকি দিনগুলো কিভাবে
কাটবে তা নিয়ে তিনি দুশ্চিন্তাগ্রস্থ
ছিলেন।
.
তিন বছর পর বাবাকে যখন অন্য একটি
মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় তখন কৃষি
মন্ত্রণালয়ের বিদায় অনুষ্ঠানে ড. কাদরী
অশ্রুসিক্ত ভাষনে বলেছিলেন, “আমার ৩৫
বছরের আমলা জীবনে এমন ভদ্রলোক
একজনকেও দেখিনি আর এত ভালো
বোঝাপরা কারো সঙ্গে তৈরি হয়নি। গত
বছরে আমার স্বাভাবিক অবসরে যাবার
কথা ছিল। কিন্তু আমি চাকরীর মেয়াদ
বৃদ্ধির সুযোগ গ্রহন করেছি কেবল এজন্য
যাতে নিজামী সাহেবের সঙ্গে চাকরী
জীবনের বাকি সময়টা কাটাতে পারি।”
হয়েছিলও তাই; ড. কাদরী অন্য কোন
মন্ত্রনালয়ে কাজ করতে পারেননি।
তিনি বদলী নিয়ে বাবার শিল্প-
মন্ত্রনালয়েই যোগ দিয়েছিলেন, সেখান
থেকেই অবসরে যান এবং পরবর্তীতে
২০০৮ এর কেয়ারটেকার সরকারের
উপদেশষ্টার দায়িত্ব পালন করেন ।
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন