- অ পঙ্খির মা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৬, ০৭:২৮:৩৬ সন্ধ্যা
কেন গরের হন্ডে যার হবর রাহনি
মোবাইল ফোনে ফুছুর ফুছুর উনি চাইওনি
লেহাফরার দোহায় দিইয়ারে কাজেকর্মে নাই
ইইয়ান লাইবো উইয়ান লাইবো এহন দন চায়।
উছিত হতা হইলে আবার ছেত গরি উড়ো
হামের দোহায় দিইয়ারে আরে উল্টা ঝারো।
হই রাহিলাম লেহি রাহো ফস্তাইবা ফরে
অ পঙ্খির মা, পঙ্খি গেইয়ে হড়ে?
দুধ কলা ডিম মাংস পুষ্টিকর খাবার
যিইয়ান হাইতো মন চায় আনি বারবার
বেয়ান বিয়াল প্রাইভেটের নামে মাইয়া যায় হড়ে?
বছর শেষে রেজাল্ট দিলে ঠেলা ফাস গরে।
উছিত হতা হইলে আবার ছেত গরি উড়ো
হামের দোহায় দিইয়ারে আরে উল্টা ঝারো।
হই রাহিলাম লেহি রাহো ফস্তাইবা ফরে
অ পঙ্খির মা, পঙ্খি গেইয়ে হড়ে?
মুখের মধ্যে চাইল-ডাইল ময়দা গুলি ডলে
রাইত দিন চব্বিশ ঘন্টা সিরিয়াল চলে
ফিটফাট সাজিগুজি রোজ যায় হড়ে
স্কুলত হবর লইলাম ক্লাশ ন গরে!
উছিত হতা হইলে আবার ছেত গরি উড়ো
হামের দোহায় দিইয়ারে আরে উল্টা ঝারো।
হই রাহিলাম লেহি রাহো ফস্তাইবা ফরে
অ পঙ্খির মা, পঙ্খি গেইয়ে হড়ে?
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আধা-বুঝেও মজা কম না!!!!
মন্তব্য করতে লগইন করুন