কবি তুমি

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ০৩ মে, ২০১৩, ০৮:১২:৪৭ রাত

কবি তুমি,

লেখনি ছাড়, অস্ত্র ধর

যুদ্ধ কর ।।

দিন বদলাও, বদলা লও

ক্রুদ্ধ হও।।

কবি তুমি,

নিশ্চুপ কেন, হুঙ্কার ছাড়

পিশাচ মার।।

লাশের গন্ধে, বাতাস ভারী

তবুও তুমি গোবেচারী।।

কবি তুমি,

কবিরা মেরুদণ্ডহীন, কাপুরুষ

তারাতো বেহুঁশ।।

লাশ শত শত, আর কত

সময় হবে গত।।

কবি তুমি,

আর কত লাশ হলে, রানা প্লাজায়

ছাড়বে লেখনি করবে লড়াই।।

নর পিশাচেরা লাশ চায়

আর কবে তুমি উঠবে জেগে হায়!!

কবি তুমি,

লেখনীতে রক্ত ঝরাও,

নিরেট কঠিন গদ্য-গাঁথা উড়াও।।

শান্ত কেন, শ্রান্ত কেন

ছেনীর আঘাত, হাতুড়ী হানো।।

কবি তুমি,

বাতাসে লাশের পোড়া গন্ধ

এখনও তুমি অন্ধ।।

আঘাত কর, মার

রন হুঙ্কার ছাড়।।

কবি তুমি,

নর পিশাচেরা ভয় পাক

জনারণ্য ছেড়ে যাক।।

হোক নিষ্কণ্টক, মানব বসতি

মানবতা পাক বিদ্যুৎ-গতি।।

বিষয়: সাহিত্য

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File