হেফাজত ইসলামকে নয় বরং জামাতকে হেফাজতের দায়িত্ব নিয়েছে Thinking?

লিখেছেন লিখেছেন ফেরারী মন ০৩ মে, ২০১৩, ০৮:০৬:২৬ রাত



ইসলামকে এবং ঈমানকে হেফাজতের কথা বলে হেফাজতে ইসলাম এখন জামাতকে হেফাজত করার দায়িত্ব রয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। কারণ জামাত শিবিরের যেখানে শেষ হেফাজতের সেখানে শুরু। হেফাজত আসার পর কৌশলে তারা কতিপয় অপরিচিত জামাত নেতাদের দিয়ে হেফাজত নামে পৃথক একটি সংগঠন করে প্রকারান্তরে তারা যুদ্ধাপরাধীদেরই বাঁচাতে চাইছে। সরকার বুঝেও যে কেন বুঝে না ব্যাপারটা আমার কাছে খুব ভালো ঠেকতিছে না। নাকি বিএনপি জামাতের আন্দোলন ঠেকানোর জন্যই সরকার এই কৌশল নিয়েছে সেটাও বোধগম্য নয়। ঐদিকে হেফাজতের নেতারা বিমানযোগে অলরেডি ঢাকায় এসে পৌঁছেছে বলে খবর পেলাম। হেফাজতের নেতারা যতই বলুক জামাতীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু বিভিন্ন ব্লগ ও ফেসবুকে জামাত শিবিরের প্রচার প্রচারণা দেখলে তো মনে হয় দেয়ার ইজ নো ডিফরেন্স বিটউইন জামাত এন্ড হেফাজত। বোথ আর সেম ফেদার।

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File