বউ পটানোর সহজ কৌশল
লিখেছেন লিখেছেন ফেরারী মন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৫:২৩ রাত
এই যে ভাই আপনারা যারা সদ্য বিবাহ করেছেন কিন্তু কোনমতেই হবু বউয়ের মন পাইতেয়াছেন না। আবার যে সব ভাইদের বউয়ের মুখ সারাক্ষণ চন্দ্রবিন্দুর মত বানিয়ে রাখেন সেসব ভাইয়েরা অতিসহজে বউকে হাতের নাগালে পাইতে নিচের কৌশলগুলো অবলম্বন করুন দেখবেন মৌমাছির মত বউ সারাক্ষণ আপনার পাশে ভনভন করে ঘুরছে।
১) নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত দাত ব্রাশ ও সুগন্ধী ব্যবহার করুন। নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধেয় ভালবাসে।
১) বৌয়ের বিভিন্ন কাজে সহায়তা করুন। মেয়েরা সহযোগীদের প্রতি আকৃষ্ট হয় সহজেই।
১) বৌয়ের বন্ধুদের প্রতি সামাজিক হোন। তাদের নিজের মতো আপন করে নিন। মেয়েরা সাধারণত সামাজিক ও মিশুক প্রকৃতির ছেলে বেশি পছন্দ করে। সময় পেলেই সঙ্গে করে বেড়াতে নিয়ে যান পছন্দের জায়গায়।
১) সামর্থ্য অনুযায়ী টুকিটাকি শখ পূরণের চেষ্টা করুন। বিশেষ দিন গুলোতে দিতে পারেন ছোটখাট উপহার।
১) বিনোদন প্রিয় হোন, তাকেও উদ্বুদ্ধ করুন। বৌয়ের আত্মীয়-স্বজনকে সমান শ্রদ্ধা করুন।
১) ছোট বড় সব ব্যপারেই তার সঙ্গে আলোচনা করতে পারেন। আপনার ভিতর তার বুদ্ধিমত্তা অনুযায়ী মতামতের প্রাধান্য দেয়ার মানসিকতা থাকতে হবে।
১) আপনাকে মনে প্রাণে ধারণ করতেই হবে সে আপনার অর্ধাঙ্গী। তাই তাকে কাছে পেতে আপনার কোন জড়তা গ্রহণযোগ্য নয়। মন থেকে ভালোবাসার হাত বাড়িয়ে দিন, দেখুন আপনিও পেয়ে গেছেন এমনই একটি হাত
সাবধান বেশী পটাইলে কিন্তু পরে পাত্তা দিবো না সেদিকে খেয়াল রাখবেন
বিষয়: বিবিধ
৫০৯৬ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনো শাদী করিনাইক্কা
আমি বিয়ের আগে ও ছেলে বন্ধু পছন্দ করি না । কারন ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না আমি এটাই বিস্বাস করি ।(এটা আমার মত )সে কারনে আমি শুধু বউ এর মেয়ে বন্ধুই মনে করেছি ।
বিয়ের পর বউয়ের আবার কিসের ছেলে বন্ধু বেশি ছাড় দিলে কোনটার হাত ধরে পালায় ।
এই আকাম শুধু মেয়েরাই করে না ছেলেরাও করে । আতিক খান ভাইয়া @
তবে আমি মনে করি বিয়ের পড়ে বন্ধুত্ব শুরু করলেই ভাল । আর বন্ধুত্ব আগেই হলে বিয়ের পরে শুধু ঝগড়া হবে ।
ফেরারি মনের বিয়েতে লোহার বর্ম উপহার দিতে হবে, থালা বাসনের আঘাত থেকে বাঁচার জন্য
নেটে দেয়া এডভাইস গুলো এমনই হয়। কিছু ঠিক হলেও অনেক গুলো পুরোটাই উল্টো হয়ে থাকে।
মেয়েদের মন পেতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে......
সত্যি বললে অনেকে রাগ করবেন তবুও অভিজ্ঞতা থেকে বলছি
পকেট ভর্তি টাকা!!!
বিয়ের আগেই বউয়ের মন যুগিয়ে চলার অনেক কসরত শিখে ফেলেছেন দেখছি,ভাগ্যবতী হবে আপনার বউ।
আরো কিছু বিষয় আগেই শিখে নিয়েন,বহুত কাজে লাগবে,চাইলে ...........।
কোন কোন মেয়ে আছে যারা অল্পতেই তুষ্ট থাকে।
তবু ধন্যবাদ সুন্দর আর্টিক্যালটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
১। সদা সর্বদা বউয়ের মন যুগিয়ে চলিবে।
২। সদা সর্বদা বউয়ের সামনে চুপ থাকিবে।
৩। গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নিবে। এই ক্ষেত্রে তোমার ১ ভোট, পুত্র সন্তানের ১ ভোট, কন্যা সন্তানের প্রত্যেকের ১ ভোট, আর তোমার স্ত্রীর ৩ ভোট উইথ ভেটো। সন্তান দুইয়ের অধিক হলে প্রতি সন্তানের জন্য স্ত্রীর ভোট সংখ্যা বৃদ্ধি পাইবে।
৪। সংসারে যত সং সাজিতে পারিবে ততই সংসার সুখের হইবে।
৫। ডাঃ আবুল কালাম আজাদের "মলম" পোষ্ট ও কমেন্ট সমূহ সহ প্রবাসী মজুমদারের ২০ নম্বর কমেন্ট দ্রষ্টব্য। (মলম)
"একটি মুসলিম পরিবার সুখের হয় তাকওয়া ও ম্যানেজমেন্টের গুনে।"
অনেক নারীর ভিন্ন ভিন্ন রুপ থাকে, এটা ধরা পড়ে যখন সংসারে স্বামীর মা বা বোন আসে - অনুরুপ বা ইত্যাদি বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায়।
২নং উত্তরঃ আপনি যদি আমার মতো হন তাইলে ভালো কোন রেষ্টুরেন্ট থেকে খানা নিয়ে আসেন আর এমন ভান ধরেন যে তোমার কষ্ট আমি সইতেই পারিনা...সুযোগ বুঝে বলেন শরীলটা খালি মেজমেজ করে....হাহ্ই তুলেন...
৩/উত্তরঃসামাজিক হোন মোটেও আন্তরিক হবেননা তাহলে হিতে বিপরিত হতে পারে...আর হুদাই হরতালের খবর দেখান...
৪/উত্তরঃ হা তা দেয়া যেতে পারে তবে শর্তসাপেক্ষে
৫/ এটা করতেই হবে নইলে খবর আছে জেতা করব দিবো...
৬/ হা অবশ্যই মতামতের প্রাধান্য দিবেন ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতকেই...বলবেন বুঝলা...?
৭/মনে প্রানে তার সাথে অযুর সহীত মিশতে হতে তবে অর্ধঙ্গিনী করবেননা তাইলে আপনার মধ্যে জেন্ডারের পরিবর্তন মা বাবা মেনে নিবেনা....
বিঃদ্রঃ- এসব মতামত নিজ দায়ীত্বে পালন করুন পরে আমাকে আবার দুষবেননা যেনো। ফেরারি যে বুদ্ধির ফেরিওয়ালা জানা ছিলোনা...!!!আমার কিছু পরামর্শ লাগবে এলার্জি টাইপের পরে জেনে নেবো.... পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ অনেক ধন্যবাদ
এসব মতামত নিজ দায়ীত্বে পালন করুন পরে আমাকে আবার দুষবেননা যেনো।
সংসার সুখি হয় পুরুষের গুনে এইটাই আপনার পোস্টের সারাংস।আমার মতে এক হাতে যেমন তালি বাজে না তেমনি দুই জনেই গনতান্তিক মননশীলের হতে হয় । না হলে শয়তানের কারসাজি আরেক জনের উপর দিয়া শুরু হয়।
মন্তব্য করতে লগইন করুন