বউ পটানোর সহজ কৌশল Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন ফেরারী মন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৫:২৩ রাত

এই যে ভাই আপনারা যারা সদ্য বিবাহ করেছেন কিন্তু কোনমতেই হবু বউয়ের মন পাইতেয়াছেন না। আবার যে সব ভাইদের বউয়ের মুখ সারাক্ষণ চন্দ্রবিন্দুর মত বানিয়ে রাখেন সেসব ভাইয়েরা অতিসহজে বউকে হাতের নাগালে পাইতে নিচের কৌশলগুলো অবলম্বন করুন দেখবেন মৌমাছির মত বউ সারাক্ষণ আপনার পাশে ভনভন করে ঘুরছে। Love Struck Love Struck Love Struck

১) নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত দাত ব্রাশ ও সুগন্ধী ব্যবহার করুন। নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধেয় ভালবাসে।

১) বৌয়ের বিভিন্ন কাজে সহায়তা করুন। মেয়েরা সহযোগীদের প্রতি আকৃষ্ট হয় সহজেই।

১) বৌয়ের বন্ধুদের প্রতি সামাজিক হোন। তাদের নিজের মতো আপন করে নিন। মেয়েরা সাধারণত সামাজিক ও মিশুক প্রকৃতির ছেলে বেশি পছন্দ করে। সময় পেলেই সঙ্গে করে বেড়াতে নিয়ে যান পছন্দের জায়গায়।

১) সামর্থ্য অনুযায়ী টুকিটাকি শখ পূরণের চেষ্টা করুন। বিশেষ দিন গুলোতে দিতে পারেন ছোটখাট উপহার।

১) বিনোদন প্রিয় হোন, তাকেও উদ্বুদ্ধ করুন। বৌয়ের আত্মীয়-স্বজনকে সমান শ্রদ্ধা করুন।

১) ছোট বড় সব ব্যপারেই তার সঙ্গে আলোচনা করতে পারেন। আপনার ভিতর তার বুদ্ধিমত্তা অনুযায়ী মতামতের প্রাধান্য দেয়ার মানসিকতা থাকতে হবে।

১) আপনাকে মনে প্রাণে ধারণ করতেই হবে সে আপনার অর্ধাঙ্গী। তাই তাকে কাছে পেতে আপনার কোন জড়তা গ্রহণযোগ্য নয়। মন থেকে ভালোবাসার হাত বাড়িয়ে দিন, দেখুন আপনিও পেয়ে গেছেন এমনই একটি হাত

সাবধান বেশী পটাইলে কিন্তু পরে পাত্তা দিবো না সেদিকে খেয়াল রাখবেন

বিষয়: বিবিধ

৫০৯৬ বার পঠিত, ৫৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267275
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৩
211056
ফেরারী মন লিখেছেন : শুধু ভালো লাগলে হবে না নিজের ইয়ের উপর প্রয়োগ ঘটাইতে হৈবৈক। Tongue Tongue ফল ভালো হলে জানাতে ভুইলেন্না কৈলাম।
267277
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৮
কাজী লোকমান হোসেন লিখেছেন : শিরোনাম দেইখাই তাশকি খাইলাম Rolling on the Floor Rolling on the Floor

এখনো শাদী করিনাইক্কা Cook Cook Cook
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৮
211064
ফেরারী মন লিখেছেন : তাহলে তো আরো ভালো বিয়ের পর আচ্ছামত কাজে লাগাবেন। বউ থাকবে তো থাকবে লগে শালিও থাকবে। Tongue Tongue
267279
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৪
আফরা লিখেছেন : সবটাই ঠিক আছে শুধু
বৌয়ের বন্ধুদের প্রতি সামাজিক হোন।
ছাড়া ।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৯
211065
ফেরারী মন লিখেছেন : ও তার মানে বন্ধুদের সময় দিলে তো স্বামীকে কাছে পাওয়া যাবে না। ভালো বুদ্ধি আছে তো তোমার দেখছি। স্বামীরে দেখি কোথাও যেতে দিবা না। শাড়ির আঁচলে বাইন্ধা রাইক্কো। Winking
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৭
211090
আতিক খান লিখেছেন : বন্ধু না হয়ে বান্ধবি হবে। বিয়ের পর বউয়ের আবার কিসের ছেলে বন্ধু Surprised :Thinking বেশি ছাড় দিলে কোনটার হাত ধরে পালায় Rolling on the Floor Rolling on the Floor
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৭
211095
ফেরারী মন লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Rolling on the Floor Rolling on the Floor
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪২
211097
আফরা লিখেছেন : বন্ধু বলতে তো এখানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু দুটোই বুঝানো হয়ছে তাই না ভাইয়া ।

আমি বিয়ের আগে ও ছেলে বন্ধু পছন্দ করি না । কারন ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না আমি এটাই বিস্বাস করি ।(এটা আমার মত )সে কারনে আমি শুধু বউ এর মেয়ে বন্ধুই মনে করেছি ।

বিয়ের পর বউয়ের আবার কিসের ছেলে বন্ধু বেশি ছাড় দিলে কোনটার হাত ধরে পালায় ।

এই আকাম শুধু মেয়েরাই করে না ছেলেরাও করে । আতিক খান ভাইয়া @



২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০১
211248
ফেরারী মন লিখেছেন : বন্ধুত্ব না থাকলে ভালোবাসা থাকবে কি করে? একজন স্বামী বা একজন স্ত্রী মানেই বন্ধু। বন্ধু মানেই ভালোবাসা বন্ধু মানেই প্রেম।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
211260
আফরা লিখেছেন : সে তো অবশ্যই ।তবে সেটা বিয়ের পরে ।ফেরারী মন @
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
211262
ফেরারী মন লিখেছেন : আমি যাকে ভালোবাসি এবং নিয়ত করেছি তাকেই বিয়ে করবো তাহলে তার সাথেও কি বন্ধুত্ব করা যাবেনা?
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
211274
আফরা লিখেছেন : আমি এত কিছু জানি না এটা আপনার ব্যক্তিগত বিষয় ।

তবে আমি মনে করি বিয়ের পড়ে বন্ধুত্ব শুরু করলেই ভাল । আর বন্ধুত্ব আগেই হলে বিয়ের পরে শুধু ঝগড়া হবে ।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
211275
ফেরারী মন লিখেছেন : আমার না বউয়ের সাথে ঝগড়া করার খুব ইচ্ছে। ঝগড়া করতে করতে মাঝে মাঝে বালিশ ছুড়ে মারবে, কুশন ছুড়ে মারবে, থালাবাসন ছুড়ে মারবে এসব আমার খুব ভালো লাগে
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
211293
আতিক খান লিখেছেন : আফরা - স্বামী / স্ত্রী দুজনকেই সম্পর্কের ব্যাপারে যত্নবান হতে হবে। অন্য কারো সাথে সম্পর্কে সীমা অতিক্রম করলে চলবে না। :Thinking
ফেরারি মনের বিয়েতে লোহার বর্ম উপহার দিতে হবে, থালা বাসনের আঘাত থেকে বাঁচার জন্য Rolling on the Floor
267286
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৩
পবিত্র লিখেছেন : আমার মনে হয় না কোন মেয়ে তার ফ্রেন্ডদের সাথে তার স্বামীর বেশী মেলামেশা পছন্দ করবে। Shame On You
নেটে দেয়া এডভাইস গুলো এমনই হয়। কিছু ঠিক হলেও অনেক গুলো পুরোটাই উল্টো হয়ে থাকে। Worried
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৭
211071
ফেরারী মন লিখেছেন : হ্যা এটাই স্বাভাবিক একজন সত্যিকার লাইফ পার্টনার কখনো চাবে না তার স্বামী অন্য কারো সাথে খোশগল্প করুক। আসলে আমার যেটা ধারণা সব মেয়েরাই চায় তার স্বামী তার অনেক আপন হোক, ভালোবাসুক উজার করে। কি তাই না পবিত্র আপু? Love Struck Love Struck
267289
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৬
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : দুনিয়াটা মনে হয় এত সহজ না
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৯
211082
ফেরারী মন লিখেছেন : ভালোবাসা থাকলে সব কিছুকেই জয় করা যায়। তবে তার ভিতর থাকতে হবে প্রেম এবং অপরের প্রতি শ্রদ্ধা তাহলেই কেবল সম্ভব।
267295
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ে করেছেন ভাই!!! মনে হয়না।
মেয়েদের মন পেতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে......


সত্যি বললে অনেকে রাগ করবেন তবুও অভিজ্ঞতা থেকে বলছি

পকেট ভর্তি টাকা!!!
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২০
211091
ফেরারী মন লিখেছেন : আপনার অনুমান ফেলে দেয়ার মত নয় । এখন পুতুলের নাগাল পাইনি। Broken Heart Broken Heart আপনার কথা ঠিক তবে সেইসাথে ভালোবাসাটাও জরুরী। টাকা দিয়ে কিন্তু ভালোবাসা কিনতে পাওয়া যায় না। এগুলো আপনার দাম্পত্য জীবনকে সুখময় করে তুলবে জাষ্ট এটাই। টাকা তো থাকতেই হবে নচেৎ এগুলো বাস্তবায়ন করবেন কিভাবে?
267300
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৯
আতিক খান লিখেছেন : নেট থেকে উপদেশ না নিয়ে সিনিয়র বিবাহিত ব্লগারদের জিজ্ঞেস করা বেশি বুদ্ধিমানের কাজ নয় কি Music Bee Day Dreaming Waiting
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২২
211092
ফেরারী মন লিখেছেন : সিনিয়র বিবাহিত ভাই তো তার বউকে নাও পটাতে পারে। তাহলে তখুন কি হৈবে মশাই? আর এগুলো যারা লিখেছে তারা পটাতে কাজ হয়েছে বলেই তো দিয়েছে তাই না?
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৯
211096
আতিক খান লিখেছেন : যারা লিখেছে তারা হয়ত বিবাহিত ও না। টেস্ট ক্রিকেটাররা কখনো কখনো শূন্যতে আউট হলেও লম্বা সফল ক্যারিয়ার কে মুল্যায়ন করবেন নাকি কিছু কলাম লেখককে? Surprised :Thinking আর যাই হোক, অভিজ্ঞতার বিকল্প নাই Happy এগুলো ভুল বলছিনা, বলছি শুধু এগুলো যথেষ্ট নয়। মেয়েদের নিয়ে গবেষণা আদিকাল হতেই চলে আসছে। এখনো পাকাপোক্ত ফর্মুলা কি বের হয়েছে Rolling on the Floor
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
211282
ফেরারী মন লিখেছেন : আরে ভাই বিবাহিত সব মানুষের জীবনে কি সুখ আছে? খালি বিয়ে করলেই যে তার অভিজ্ঞতা হবে ব্যাপারটা সেরকম না। কাগজে কলমের তো কিছু জোর আছে তাই না?
267301
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২২
বড়মামা লিখেছেন : শুইবার সময় মশারী কে বাদবে সেটা একটা সমষ্যা। সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৪
211093
ফেরারী মন লিখেছেন : মামু এদ্দিন পরে যে? সেটা না হয় আপনিই বেঁধে নিলেন। এতে সম্পর্কটা আরো গাঢ়ো হবে বৈকি। Tongue Tongue
267304
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৩
অসহায় মুসাফির লিখেছেন : ভালো লাগল..তবে এসব পড়লে ব্যচলার লাইফটা জিন্দা কবর দিতে ইচ্ছে হয়।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৬
211094
ফেরারী মন লিখেছেন : কবর দিয়া ফালান। বউ নাইতো জীবন বরবাদ। বউ নাইতো নাথিং একজিস্টেন্স। বিয়ে করুন সুখে থাকুন। Love Struck Love Struck
১০
267306
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪২
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
211236
ফেরারী মন লিখেছেন : কাজে দিলে বলতে ভুইলেন্না কেলাম। Tongue Tongue
১১
267308
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৩
মাজহারুল ইসলাম লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand আর কইয়েন না এখনো বিয়া করি নাই।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
211237
ফেরারী মন লিখেছেন : বিয়ের পরই না হয় কামে লাগান Talk to the hand Talk to the hand
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
211241
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক আছে ভাই
১২
267337
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১৮
কাহাফ লিখেছেন :
বিয়ের আগেই বউয়ের মন যুগিয়ে চলার অনেক কসরত শিখে ফেলেছেন দেখছি,ভাগ্যবতী হবে আপনার বউ।
আরো কিছু বিষয় আগেই শিখে নিয়েন,বহুত কাজে লাগবে,চাইলে ...........।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
211240
ফেরারী মন লিখেছেন : এগুলা আমার কথা না মশাই । আমার হেকিম সাহেবের কথা। আমার বউ যে ভাগ্যবতী সেটা বোধহয় টের পাইতেয়াছি। Love Struck Love Struck
১৩
267367
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৮
বুসিফেলাস লিখেছেন : যাক বিয়ের পরেও দেখি পটানোর কৌশল লাগে Drooling
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
211243
ফেরারী মন লিখেছেন : আসল কাজ তো বিয়ের পরই ভাইজান। বউয়ের মন যুগানো কিন্তু খেলনা বিষয় নয়। তাই হেলাফেলা না করে এখন থেকেই তালিম নিতে শুরু করুন।
১৪
267400
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৮
নাবিলা লিখেছেন : পকেট ভর্তি টাকা দরকার কথাটা সবার বেলায় ঠিক নয়।
কোন কোন মেয়ে আছে যারা অল্পতেই তুষ্ট থাকে।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
211244
ফেরারী মন লিখেছেন : আপনার সাথে চরমভাবে সহমত। কারণ অনেক মেয়ে আছে ভালোবাসাটাই তাদের কাছে মেইন। আপনিও বোধহয় সেরকমই মেয়ে Smug Smug
১৫
267416
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৭
বুড়া মিয়া লিখেছেন : আমি তো দেখি বউরা জামাই পটানোর জন্যে – ভাব, ভঙ্গী, ন্যাকামী, ঝগড়া, বিদ্রোহ করে ..
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
211245
ফেরারী মন লিখেছেন : কিছু ব্যতিক্রম তো থাকেই। তবে বউয়ের মন পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। Love Struck Love Struck
১৬
267421
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
প্রবাসী আশরাফ লিখেছেন : এই কৌশলে সবসময় কাজ করবেনা ভাই। চাই ভালমানুষের গুনাবলি। আর একহাতে যেমন তালি বাজেনা ঠিক তেমনি শুধু একতরফা স্ত্রী পটালে সেখানে সুখ থাকেনা চাই উভয়ের মধ্যে ভারসাম্যপূর্ন বোঝাপড়া,ভালবাসা। সুখ আসলে টাকায় না মনে এই ব্যাপারটি উভয়েই উপলব্ধি করা দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ন একটি বিষয়।

তবু ধন্যবাদ সুন্দর আর্টিক্যালটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৯
211247
ফেরারী মন লিখেছেন : তা মশাই অভিজ্ঞতা থেকে বলচেন নাকি? Smug Smug কথা কিন্তু সইত্য। তবে এগুলা যারা করবে তারা কিন্তু ভালো মানুষই হবে। মন্দরা তো তাদের বউকে সারাক্ষণ দৌড়ের উপ্রে রাখবে।
১৭
267492
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
মাটিরলাঠি লিখেছেন :
১। সদা সর্বদা বউয়ের মন যুগিয়ে চলিবে।
২। সদা সর্বদা বউয়ের সামনে চুপ থাকিবে।
৩। গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নিবে। এই ক্ষেত্রে তোমার ১ ভোট, পুত্র সন্তানের ১ ভোট, কন্যা সন্তানের প্রত্যেকের ১ ভোট, আর তোমার স্ত্রীর ৩ ভোট উইথ ভেটো। সন্তান দুইয়ের অধিক হলে প্রতি সন্তানের জন্য স্ত্রীর ভোট সংখ্যা বৃদ্ধি পাইবে।
৪। সংসারে যত সং সাজিতে পারিবে ততই সংসার সুখের হইবে।
৫। ডাঃ আবুল কালাম আজাদের "মলম" পোষ্ট ও কমেন্ট সমূহ সহ প্রবাসী মজুমদারের ২০ নম্বর কমেন্ট দ্রষ্টব্য। (মলম)

"একটি মুসলিম পরিবার সুখের হয় তাকওয়া ও ম্যানেজমেন্টের গুনে।"

অনেক নারীর ভিন্ন ভিন্ন রুপ থাকে, এটা ধরা পড়ে যখন সংসারে স্বামীর মা বা বোন আসে - অনুরুপ বা ইত্যাদি বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায়।

২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
211278
ফেরারী মন লিখেছেন : Love Struck Love Struck Love Struck দারুণ সব আডিয়া দিলেন
১৮
268003
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ১নং উত্তরঃ মন না পাইলে খুঁজেন পাতি পাতি কইরা না পাইলে বলেন বউ সত্যি কইরা কও? কারে দিছ?

২নং উত্তরঃ আপনি যদি আমার মতো হন তাইলে ভালো কোন রেষ্টুরেন্ট থেকে খানা নিয়ে আসেন আর এমন ভান ধরেন যে তোমার কষ্ট আমি সইতেই পারিনা...সুযোগ বুঝে বলেন শরীলটা খালি মেজমেজ করে....হাহ্ই তুলেন...

৩/উত্তরঃসামাজিক হোন মোটেও আন্তরিক হবেননা তাহলে হিতে বিপরিত হতে পারে...আর হুদাই হরতালের খবর দেখান...

৪/উত্তরঃ হা তা দেয়া যেতে পারে তবে শর্তসাপেক্ষে
৫/ এটা করতেই হবে নইলে খবর আছে জেতা করব দিবো...
৬/ হা অবশ্যই মতামতের প্রাধান্য দিবেন ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতকেই...বলবেন বুঝলা...?
৭/মনে প্রানে তার সাথে অযুর সহীত মিশতে হতে তবে অর্ধঙ্গিনী করবেননা তাইলে আপনার মধ্যে জেন্ডারের পরিবর্তন মা বাবা মেনে নিবেনা....

বিঃদ্রঃ- এসব মতামত নিজ দায়ীত্বে পালন করুন পরে আমাকে আবার দুষবেননা যেনো। ফেরারি যে বুদ্ধির ফেরিওয়ালা জানা ছিলোনা...!!!আমার কিছু পরামর্শ লাগবে এলার্জি টাইপের পরে জেনে নেবো.... পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ অনেক ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৩
211780
ফেরারী মন লিখেছেন : Love Struck Love Struck Thumbs Up Thumbs Up Big Hug Big Hug Big Hug

এসব মতামত নিজ দায়ীত্বে পালন করুন পরে আমাকে আবার দুষবেননা যেনো। Time Out Time Out
১৯
268428
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৪
সত্যলিখন লিখেছেন : আপনি ছেলে হলের মেয়ের মত চোখে আলপনা আকা কেন । আর মেয়ে হলে এতো বুদ্ধি নিজের জন্য কাজে না লাগায়ে অন্যদের দিচ্ছেন কেন।
সংসার সুখি হয় পুরুষের গুনে এইটাই আপনার পোস্টের সারাংস।আমার মতে এক হাতে যেমন তালি বাজে না তেমনি দুই জনেই গনতান্তিক মননশীলের হতে হয় । না হলে শয়তানের কারসাজি আরেক জনের উপর দিয়া শুরু হয়।
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
212342
ফেরারী মন লিখেছেন : আপু আমি পুরুষ মানুষ। Tongue Tongue Tongue আর মেয়েদের হেয় করতে নয় তাদের মন যুগিয়ে চলার জন্যই আমি এটা বলেছি। মেয়েরা তাদের স্বামীকে অনেক ভালোবাসে কিন্তু সেই ভালোবাসায় আরো একটু রং দিতেই এটা দেয়া।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৭
212480
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আমি না বুঝে বলার জন্য ক্ষমাপার্থী।
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
212670
ফেরারী মন লিখেছেন : নো প্রবলেম আপু Love Struck Love Struck
২০
268788
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০১
অয়ন খান লিখেছেন : সবই জানি, সবই বুঝি, কিন্তু বুদ্ধি কাজে লাগাতে পারি কই?
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
212671
ফেরারী মন লিখেছেন : আপনার ভাই ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই থিওরি আর কাজে দিবে না Tongue Tongue
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২০
214014
অয়ন খান লিখেছেন : সহমত। বুইজা ফেলছেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File