তুমি আসবে বলে
লিখেছেন লিখেছেন ফেরারী মন ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৩৬:২১ বিকাল
তুমি আসবে বলে
কবি আমি নই, নই আমি শিল্পী
মনের আশা বহু, বাস্তবে সব অল্প।
পথের দিশা হারিয়ে, কেনো পথ খুঁজি?
আবার নতুন করে, রাত জেগে স্বপ্ন দেখি
তুমি ফিরে আস যদি।
কোনো এ শীতের সকালে কুয়াশাচ্ছন্ন,
চাদর মোড়ে তুমি আসবে বলে
আমি অপেক্ষার প্রহর গুণি।
বিকেলের সূর্য অস্ত যাওয়া দেখতে,
দেখতে বসে আছি হাত বাড়িয়ে
তুমি আসবে বলে।
বিষয়: বিবিধ
১৬১৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর! ভালো লাগলো!
ভাইয়া, পাসওয়ার্ড রিসেট করে নিন...
ইউজার নেম দিতে পারেন...'এই এখানে আমি'
দেখতে বসে আছি হাত বাড়িয়ে
তুমি আসবে বলে। - অপেক্ষা করুন। ইনশা আল্লাহ 'সে' আসবেই।
অপেক্ষার ফল সব সময় মধুর হয়।
অনেক সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা রইলো।
ভালো লেগেছে।
মন্তব্য করতে লগইন করুন