যদি আর একটু সময় পেতাম Hurry Up Hurry Up Sad Sad

লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৪ নভেম্বর, ২০১৪, ১১:১৫:৫২ রাত

যদি আর একটু সময় পেতাম ''

কথা রাখবার,পাশে থাকবার ''

কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার

আর একটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম

যদি আর একটু সময় পেতাম '

আরো গান দিয়ে যদি অবসরগুলো ভরাতাম ''

প্রাণ ভরা আরো খুশি মুঠো মুঠো যদি ছড়াতাম

আরও কিছু আশা দিয়ে জীবনকে জাগিয়ে যেতাম

যদি আর একটু সময় পেতাম ''

যদি আর একটু সময় পেতাম ভালোবাসবার সুখে ভাসবার

সুখেরও দুয়ার দিয়ে মনেরও গহনে আসবার ।

পাথর ভাঙা সে পথে কাঁটার বাঁধাকে সরাতাম ''

পায়ে পায়ে আরও যদি চলার নিশাটা ভরাতাম

প্রাণে প্রাণে আর একটু দোলা যদি লাগিয়ে যেতাম

যদি আর একটু সময় পেতাম ''

কথা রাখবার,পাশে থাকবার ''

কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার

আর একটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম

যদি আর একটু সময় পেতাম '''


বিষয়: বিবিধ

৬২১৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287697
২৫ নভেম্বর ২০১৪ রাত ১২:১৮
ইক্লিপ্স লিখেছেন : ওয়াহ ফেরারী মামী - মামু ফেরারী হয়ে গেছে নাকি? Worried তার জন্য লিখেছেন বুঝি? D'oh সুন্দর হয়েছে।
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮
231486
ফেরারী মন লিখেছেন : আরে খালাম্মা এটা আমার লেখা নয়। এটা পঙ্কজ উদাসের জনপ্রিয় গান। নিজের সাথে মিলে গেলো দেখে শেয়ার করলাম Love Struck Love Struck
287700
২৫ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৪
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮
231487
ফেরারী মন লিখেছেন : Worried Worried Broken Heart Broken Heart
287719
২৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪১
কাহাফ লিখেছেন :

যদি আরেকটু সময় পেতাম!
তোমার কাছে আসার।নিকটে যাওয়ার!
কারণ-অকারণের বেড়া ছিঁড়ে আঘাত করতাম!
খুনের রংয়ে তোমার হ্রদয় রাংগিয়ে দিতাম!
কষ্টের সীমাহীন স্রোতে ভাসিয়ে নিয়ে-
কুমির-হাংগরের অভয়রাণ্যে তোমাকে ছুঁড়ে দিতাম!
(ভালবাসার গুষ্ঠি কিলাই...!)
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৯
231488
ফেরারী মন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor কাহাফ ভাই মনে হয় আচ্ছামত খেয়েছেন। ভালোবাসাকে দেখতেই পারেন না। সুন্দর করিতার জন্য ধন্যবাদ
287748
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০১
মামুন লিখেছেন : 'যদি আরেকটু সময় পেতাম'- হ্যা, হৃদয়ের গভীর আর্তিগুলো কাউকে বলার জন্য আরেকটু সময়ের যে বড্ড প্রয়োজন ছিল!
অনেক ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Rose Rose Thumbs Up
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:১০
231489
ফেরারী মন লিখেছেন : হু মামুন ভাই। যদি আর একটু আগে তার সান্নিধ্য পেতাম তাহলে আর এই গানের দরকার ছিলো না। Broken Heart Broken Heart
287757
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : ইক্লিপ্সলিখেছেন : ওয়াহ ফেরারী মামী - মামু ফেরারী হয়ে গেছে নাকি? তার জন্য লিখেছেন বুঝি? সুন্দর হয়েছে।Rolling on the FloorRolling on the Floor
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:১১
231490
ফেরারী মন লিখেছেন : আরে পিচ্চিবাবু এটা আমার লেখা নয়। এটা পঙ্কজ উদাসের জনপ্রিয় গান। নিজের সাথে মিলে গেলো দেখে শেয়ার করলাম Broken Heart Broken Heart
287787
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
মাই নেম ইজ খান লিখেছেন : ভালো লাগলো
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
231579
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। গানটি আমার অনেক ভালো লেগেছে। বার বার শুনছি তাই শেয়ার করেছি।
287860
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি অদ্বুথ ঘটনা। গানটি শুনতে শুনতে পড়লাম!!!
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
231581
ফেরারী মন লিখেছেন : অনেক ধন্যবাদ রিদওয়ান ভাই শুনতে শুনতে পড়ার জন্য। গানটি আমার অনেক ভালো লেগেছে। বার বার শুনছি তাই শেয়ার করেছি।
287893
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : এটি বাস্তবতা যে, গানটি এমন, এটি যেন সব সময়ের জন্য। কোন কালেই এটি অতীত নয়। সব কালের জন্য বর্তমান। হাজারো পাওয়ার পরও অতৃপ্ত মন সব সময় বলে ' যদি আর একটু সময় পেতাম। ধন্যবাদ নিজের অনুভুতির গানটি দিয়ে আমাদের না পাওয়ার বেদনাগুেলা স্মরন করিয়ে দেয়ার জন্য।
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
231596
ফেরারী মন লিখেছেন : সত্য বলেছেন প্রবাসী ভাই। গানটি আসলে এত দরদ দিয়ে গাওয়া যে গতকাল থেকে প্রায় শ কবার শুনেছি। কিন্তু মনে হয় আবার শুনি। আসলে দ্য়োর শেষ নেই। আর একটু বেশী দিলে মনে হয় সে খুশী হতো কিন্তু সময় যে হয়না। সুন্দর মন্তব্যের জন্য প্রবাসী ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
287912
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
ছালসাবিল লিখেছেন : ওয়াও ওয়াও জদি আর একটু সময় পেতাম Thumbs Up Thumbs Up Day Dreaming Day Dreaming
ভাইয়া, Rose Rose Rose এই নেন। Day Dreaming Day Dreaming
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
231613
ফেরারী মন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। Big Hug Big Hug
১০
288126
২৬ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৬
নাছির আলী লিখেছেন : অনেক ধন্যবাদ ।কাহাফ ভাই ভালবাসার গুস্ঠি কিলাই। আমি কিন্তু তার সাথে নাই।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
231946
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ নাছির ভাই। আমি অবশ্য ভালোবাসার গুষ্ঠি কিলাই না। আপনার সাথে সহমত।
১১
295787
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জীবন আর মৃত্যু খুব কাছাকাছি। সুতরাং আমাদের উচিত প্রতিটা মুহূর্ত্বকে সঠিকভাবে কাজে লাগানো।
১২
310651
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : কোথায় হারিয়ে গেলোরে আমার ভাই টা কোন সাড়া শব্দ নেই!
১৩
353932
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File