চোখের আড়াল হলেই আমার....
লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৪০:৫৪ সন্ধ্যা
চোখের আড়াল হলেও তুমি
আছো মনের মাঝে
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
সকাল দুপুর সাঁজে
একটু খানি আড়াল হলেই
থাকে না দেহে প্রাণ
কষ্টে আমার মনে আসে
বিরহেরি গান
তুমিই আমার পুতুল সোনা
তুমিই আমার সুখপাখি
তোমার নিয়ে হৃদয় পটে
নানান রঙের ছবি আঁকি
চোখের আড়াল মানেই তো আর
মনের আড়াল নয়
তবুও কেন আড়াল হলেই
মনে জাগে ভয়?
ভয়কে জয় করে
একদিন তোমায় আনবোই ঘরে
বিষয়: বিবিধ
২১৬৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মনকামনা আল্লাহপাক পুর্ণ করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ পাক সব দেখছেন, শুনছেন।
সেই কারণেই করছি আমি যুদ্ধ
মন্তব্য করতে লগইন করুন