চোখের আড়াল হলেই আমার.... Sad Sad

লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৪০:৫৪ সন্ধ্যা

চোখের আড়াল হলেও তুমি

আছো মনের মাঝে

তোমায় নিয়ে স্বপ্ন দেখি

সকাল দুপুর সাঁজে

একটু খানি আড়াল হলেই

থাকে না দেহে প্রাণ

কষ্টে আমার মনে আসে

বিরহেরি গান Broken Heart Broken Heart

তুমিই আমার পুতুল সোনা

তুমিই আমার সুখপাখি

তোমার নিয়ে হৃদয় পটে

নানান রঙের ছবি আঁকি

চোখের আড়াল মানেই তো আর

মনের আড়াল নয়

তবুও কেন আড়াল হলেই

মনে জাগে ভয়? Sad Sad

ভয়কে জয় করে

একদিন তোমায় আনবোই ঘরে Whew! Whew! Loser Loser

বিষয়: বিবিধ

২১৬৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268712
২৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
আফরা লিখেছেন : আল্লাহ আপনার সহায় হোন ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
212415
ফেরারী মন লিখেছেন : ইনশাল্লাহ
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৩
212416
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ এভাবে লিখা ভাল ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৬
212417
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ Rose
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৪
212431
বাজলবী লিখেছেন : অামিন
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৭
213800
আফরা লিখেছেন : প্লীজ ভাইয়া আমি না হয় ছোট বোন হয়ে একটা ভুল করেই ফেলেছি তাই বলে কি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না ।আমি কিছুতেই শান্তি পাচ্ছি না ।প্লীজ ক্ষমা করেদিন ।
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
213806
ফেরারী মন লিখেছেন : ক্ষমা তো আমার চাওয়া উচিত আসলে না বুঝে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। অবশ্য এটা আমার দোষ। মাঝে মাঝে অতি আবেগের বশে ক্যাম্পাসে আমার অতি প্রিয় বন্ধুদের আমি হারিয়েছি যাদের কথা মনে পড়লে এখনো কষ্ট পাই। নিজেকে শোধরানোর চেষ্টা করি কিন্তু পারি না কারণ আমাকে সৃষ্টিই করা হয়েছে এভাবে। যাহোক আমার চোখে তোমার কোনো ভুল নেই সুতরাং মিছেমিছি একটি নিষ্পাপ মনকে আমি ক্ষমা করতে পারবো না তবে আমি যে ভুলটা করেছি সেটার জন্য আবারো ক্ষমা চাচ্ছি।
268726
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৪
বাজলবী লিখেছেন : অাল্লাহ অাপনার অাশা পূরণ করুক।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১০
212434
ফেরারী মন লিখেছেন : অামিন Big Hug Big Hug
268740
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার মনকামনা আল্লাহপাক পুর্ণ করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
212439
ফেরারী মন লিখেছেন : দোয়া করবেন ভাই। Praying Praying
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০২
212444
মামুন লিখেছেন : ইনশা আল্লাহ।
আল্লাহ পাক সব দেখছেন, শুনছেন।Happy Good Luck
268754
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৪
ধন্যবাদ লিখেছেন : ভয়কে জয় করে ঘরে এনেছি. তবু ভয় যাচ্ছে না কেন? খুব ভাল লেগেছে.
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৬
212449
ফেরারী মন লিখেছেন : Sad Sad Sad Broken Heart Broken Heart
268758
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : শুভকামনা রইল Good Luck Rose Good Luck
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৪
212453
ফেরারী মন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ আপু Good Luck
268793
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৭
সত্যলিখন লিখেছেন :
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৯
212582
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপা আমি এই ছবিটা চুরি করলাম।
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৫
212605
সত্যলিখন লিখেছেন : আপা আপনি তো আমার হৃদয়ের সব ভালবাসা চুরি করে নিয়ে গেছেন ।আর এই তো খুব সামান্য জিনিস।আপা ঈদের দাওয়াত রইল।
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
212664
ফেরারী মন লিখেছেন : যুদ্ধ তো করছি প্রতিনিয়ত। তাকে পাওয়ার যুদ্ধ। ভালোবেসে তার মন পাওয়ার যুদ্ধ। এটাই বা কম কিসের। Broken Heart
২৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪১
212695
সত্যলিখন লিখেছেন : যদি অন্যের খাচায় বন্দি থাকে সোনার ময়না পাখি,তা হলে যুদ্ধ করে লাভ কি হবে নাকি?
২৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
212702
ফেরারী মন লিখেছেন : আমার ময়না পাখি মুক্ত
সেই কারণেই করছি আমি যুদ্ধ
268810
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৩
কাজী লোকমান হোসেন লিখেছেন : বড়দের মাঝে ছোটদের কথা না বলাই উত্তম তবুও শুভ- কামনা রইলো , অসাধারণ কবিতার বুলি , ধন্যবাদ Rose Rose Rose Rose Rose
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
212665
ফেরারী মন লিখেছেন : আপনারা হলেন বস মানুষ। আর আমি হলাম চ্যালা। তাই যে কোনো সমালোচনা মাথা পেতে নেবো। Big Hug Big Hug
268863
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : সত্যলিখন আপার সাথে একমত প্রকাশ করছি।
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
212662
সত্যলিখন লিখেছেন : আপা আপনি তো আমার হৃদয়ের সব ভালবাসা চুরি করে নিয়ে গেছেন ।আর এই তো খুব সামান্য জিনিস।আপা ঈদের দাওয়াত রইল।
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
212666
ফেরারী মন লিখেছেন : ফেরারী মন লিখেছেন : যুদ্ধ তো করছি প্রতিনিয়ত। তাকে পাওয়ার যুদ্ধ। ভালোবেসে তার মন পাওয়ার যুদ্ধ। এটাই বা কম কিসের। Broken Heart
268865
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৩১
এবেলা ওবেলা লিখেছেন :
Shame On You Shame On You Shame On You Loser Loser Loser
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
212668
ফেরারী মন লিখেছেন : ভাল্লাগলো, বেসম্ভব ভাল্লাগলো সংটা .. .. Big Hug Big Hug Kiss
১০
269022
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৭
বিন হারুন লিখেছেন : খুবই সুন্দর তাই খুবই ভাল লেগেছে. Happy
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৯
212781
ফেরারী মন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Big Hug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File