তুমি থাকলে পাশে Day Dreaming Day Dreaming

লিখেছেন লিখেছেন ফেরারী মন ০৮ অক্টোবর, ২০১৪, ১০:০২:৫৩ রাত

তুমি থাকলে পাশে

সূর্যকে বলি তোমার আলো নিভাও তাঁর আলোতেই আলোকিত হবে ধরণী

তুমি থাকলে পাশে

আকাশকে বলি তোমার বিশালতার তাবু নামাও তাঁর বিশালতায় ঢাকবে আকাশ

তুমি থাকলে পাশে

সাগরকে বলি তোমার গভীরতা তাঁর চিন্তার ধারেকাছেও নেই

তুমি থাকলে পাশে

চাঁদকে বলি তুমি হলে রাতজাগা জোনাকির মিটিমিটি আলো

তুমি থাকলে পাশে

মনে কত ভাব আসে

তুমি নাই তো কিছু নাই

জগতটারে মনে হয় অন্ধকার Sad Sad

বিষয়: বিবিধ

৪০৭৩ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272367
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:১২
এবেলা ওবেলা লিখেছেন : আপনার কবিতার উচিলায় অনেকদিন পরে গান টি শুনলম--- আপনাকে শুনার আহব্বান করলাম--- সাথে সাথে কবিতার জন্য ১০০ তে ১০০ থাকল--

০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:২১
216537
ফেরারী মন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ দুবেলা (সংক্ষেপে) ভাই। মডেম খুব স্লো তাই গানটি শোনা থেকে বঞ্চিত হলাম। Sad
272368
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:১৮
আতিক খান লিখেছেন : দারুন রোমান্টিক কবিতা, আশা করি দ্রুতই সেই তুমি চলে আসবে Broken Heart Day Dreaming Rose
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:২২
216538
ফেরারী মন লিখেছেন : এইডারে কবিতা কৈলে কবিতার জাত থাকে নারে ভাই। তুবও এই নগন্যরে মূল্যায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। Big Hug Big Hug Big Hug
272373
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৬
জোনাকি লিখেছেন : ওরে বাপ্রে! Love Struck
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৭
216543
ফেরারী মন লিখেছেন : ওহ জোনাকি আপু দেখি উপরের চরণগুলোর ভিতরে আছেন। এই ক্ষুদ্র ব্লগারের ব্লগে এসে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck
০৯ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৭
216572
জোনাকি লিখেছেন : আপ্নিতো বিখ্যাত ব্লগার। Happy
আমিইনা ক্ষুদ্র। জোনাকিও প্রতিদিন জ্বলে অল্প হলেও আমি হয়তো তাও পারিনা। Crying
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৩
216647
ফেরারী মন লিখেছেন : ছি ছি লজ্জা দিবেন না আপু। আমি সামান্য ব্লগার। মনে যা আসে তাই দিয়ে দুই একটা মন্তব্য করি। আপনাদের মত তো অত সুন্দর করে গুছিয়ে লেখার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। Sad
272383
০৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৮
আফরা লিখেছেন : আবেগের বশে কাউকে এতটা মাথায় তোলা ঠিক না তাহলে এক সময় জগৎটা এক সময় ঠিক অন্ধকার হয়ে আসবে ।

এটা তো একটা কবিতা তাই যতবেশী আবেগ আছে ঢালুন কোন অসুবিধা নাই ।

ধন্যবাদ আবেগীয় কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য ফেরারী ভাইয়া ।
০৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৪
216563
ফেরারী মন লিখেছেন : জগৎটা আলো অন্ধকারের খেলা। তাই একসময় আলো থাকলে আরেক সময় অন্ধকার থাকবে এটাই স্বাভাবিক। এটাকে যারা বিশ্বাস করে না তারাই বরং আবেগের ভিতর বসবাস করেন। ধন্যবাদ একটি শিক্ষণীয় মন্তব্য জাতিকে উপহার দেওয়ার জন্য। Good Luck Good Luck
272385
০৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৬
পবিত্র লিখেছেন : আমার করতে চাওয়া মন্তব্যটি উপ্রে আতিক ভাইয়া দিয়ে দিছে, তাই আমি একই মন্তব্য করা থেকে বিরত থাকলাম। Talk to the hand

সাথে এটা বলতে চাই, এমন কবিতা আপনার ‌‌‌‌'তুমি'কে শুনালে কিন্তু খুশীতে কান্না করে দিবে! Tongue
০৯ অক্টোবর ২০১৪ রাত ১২:০২
216567
ফেরারী মন লিখেছেন : জানি না এই লাইনগুলো তার কাছে পৌঁছবে কিনা। Broken Heart Broken Heart Broken Heart আপনার ধন্যবাদ পবিত্র আপু
272397
০৯ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৬
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম।
ইনশা আল্লাহ, এই কবিতার মর্মবাণী আপনার 'আমি'র কাছে পৌঁছে যাক। সে এসে আপনার জগতকে আলোয় আলোময় করে তুলুক।
জাজাকাল্লাহু খাইর।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৬
216629
ফেরারী মন লিখেছেন : আপনাদের মত নামীদামি ব্লগার এবং গল্পকারদের ভালোবাসায় আমি উচ্ছ্বসিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ Good Luck Good Luck
272398
০৯ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৮
মামুন লিখেছেন : একটু সংশোধন করছিঃ ইনশা আল্লাহ, এই কবিতার মর্মবাণী আপনার 'তুমি'র কাছে পৌঁছে যাক।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৮
216630
ফেরারী মন লিখেছেন : আমার কাছে আসলেও সমস্যা নেই ভাই সে আর আমিতে কোনো তফাত নেই।
272401
০৯ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৩
চেয়ারম্যান লিখেছেন : এক্সিলেন্ট। মামু তোমারে নোবেল দেওয়ার অনুরুধ করছি
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৯
216631
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ ভাগিনা। Tongue Tongue নোবেল নয় নো বেল দিলেই আমি খুশী।
272423
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৬
কাহাফ লিখেছেন :

তুমি পাশে থাকলে যেন..
নিঃশ্বাস বন্ধ হয়ে যায়,
তোমার বিষাক্ত কুৎসিততায়-
বাতাসের গতি বেগ থেমে যায়।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০০
216632
ফেরারী মন লিখেছেন : সর্বনাশা কথা। Surprised কি হয়েছে ভাই আপনার। ফুলের মত যাদের হৃদয় তাদের সম্পর্কে এমন ধারণা হলো কি করে আপনার?
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৫
216639
কাহাফ লিখেছেন :
"ফুলের মত যাদের হ্রদয়......" বলে ফুলের পবিত্রতাকেই অপমান করা হয় না ভাই@ফেরারী মন...?
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৭
216662
ফেরারী মন লিখেছেন : আচ্ছা বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আসলে একটি পিপড়া কামড় দিলে যেমন সব পিপড়াকে পিষে মারি আপনার অবস্থাটাও ঠিক সেরকম। তবে এটা দোষের কিছু নয়। আপনার মনের অবস্থা দ্রুত উন্নত হোক সেই কামনাই করি।
১০ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৪
216842
কাহাফ লিখেছেন :
আপনার উপমায়িত অনন্য প্রতিমন্তব্য ও আন্তরিক দোয়ার জন্যে জাযাকাল্লাহ জানাচ্ছি ভাই@ফেরারী মন.......
আপনাকেও শুভ কামনাGood Luck Good Luck Good Luck
১০
272466
০৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি ভাইয়া ।
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০২
216633
ফেরারী মন লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু। Good Luck Good Luck
১১
272484
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ বাহ বাহ! ভাই আবুল মিয়ার দোকানে চা খাওয়ার দাওয়াত রইল, টাকাটা আমার পকেট থেকেই দেব! যা লিখেছন না!
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০২
216634
ফেরারী মন লিখেছেন : ইনভাইটেশন গ্রান্টেড ভাইয়া। কবে খাবেন বলেন?
১২
272522
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি যখন বলবেন, বড় ভাইয়ের ব্যাস্ততার ব্যাপার সেপার আছেনা!

ফেরারী মন কি আমার মুখোমুখী হবে? আমার সাথে চা খেতে এসে পাকরাওয়ের স্বীকার হলে তখন ক হবে!

আমি কিন্তু চা খেতে এবং খাওয়াতে চাই!
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৪
216648
ফেরারী মন লিখেছেন : সে ভয় করে কি সংগঠন করা যায়? ইনশা আল্লাহ সময় পেলে আপনার সাথে যোগাযোগ করবো।
১৩
272544
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৫
নোমান২৯ লিখেছেন : অয়াও|অন্নন্নন্নন্ননেক সুন্দর |ধন্যবাদ আপনাকে| Rose Rose Rose Rose Rose
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৪
216665
ফেরারী মন লিখেছেন : যখন আপনারা প্রশংসা করেন তখন আমি ভীষণ লজ্জা পাই। ভাবি আমার মত একজন নগন্য ব্লগারকে এভাবে বলাটা বোধ হয় ঠিক না। আপনাকে অশেষ ধন্যবাদ। Good Luck Good Luck
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৯
216667
নোমান২৯ লিখেছেন : আপনার প্রোপাইল দেখলাম|
ফেরারী জীবন আমার,ফেরা হবেনা আরphbbbbt phbbbbt |এটা কি?
আপনাকে ফেরার আহবান কেউ করেনি বুঝি?
আচ্ছা আচ্ছা ঠিক আছে|আমি করছি তাহলে|ফিরে আসুন ভাইয়া|Love Struck Love Struck
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৬
216670
ফেরারী মন লিখেছেন : আহ্বান যখন করবে তখন এটাও পরিবর্তন হয়ে যাবে ততদিন অপেক্ষা নোমান২৯ ভাই। Love Struck Love Struck
১৪
272635
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, জাযাকাল্লাহ..
দোয়া করি "সেই তুমি" যেন আপনার সাথেই থাকেন

(আমিতো জানি যে তিনি সাথেই আছেন,
আপনিই হয়তো কখনো ভুলে থাকেন)
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৭
216963
ফেরারী মন লিখেছেন : অলাইকুমআসসালাম

দোয়া করবেন যেন সে আমার সাথেই থাকে। Praying
১৫
275368
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৪
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সে যেখানেই থাকুক... সব সময় আপনার অনুভবে সে থাকুক...আর খুব তাড়াতাড়ি একদম পাশে চলে আসুক- এই শুভ কামনা!
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৫
219307
ফেরারী মন লিখেছেন : ধরা দিয়েও যেন দেয় না ধরা Broken Heart Broken Heart
১৬
275872
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৪
বৃত্তের বাইরে লিখেছেন : হু.. Thinkingকে সে? Angel Rolling Eyes Tongue Good Luck
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৪
219862
ফেরারী মন লিখেছেন : বলা যাবে না আপু। সে যে আমার অন্তরে Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File