রাতারগুল নাটকে ইসলাম অবমাননার দায়ে সোচ্চার হোন
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ০৮ অক্টোবর, ২০১৪, ০৯:৫৪:২৩ রাত
ঈদের ৩য় দিন বুধবার বেলা আড়াইটায় অর্থ্যাত্ আজকে বাংলাভিশন চ্যানেলে রাতারগুল নামে একটি নাটক প্রচারিত হয়েছে। রাতারগুল হল সিলেট শহরের অদূরে একটি জলাধারের মত জায়গা। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র নাট্যকার মামুনুর রশিদ মাথায় টুপি পড়ে একটা বেশ্যার দালাল হিসাবে অভিনয় করেছেন। নাটকে উনার নাম শফি মন্ডল। শফি মন্ডল মাথায় টুপি পড়ে গ্রামের সহজ সরল মেয়েদের কে বিয়ে করে। তারপর তার বিয়ে করা স্ত্রীদেরকে সে ভারতের পতিতালয়ে পতিতা হিসাবে বিক্রি করে দেয়। পুরা নাটকটাতেই বেশ্যার দালাল শফি মন্ডল মাথায় টুপে পড়ে ছিল। রাতারগুল নাটকের মূল কাহিনীটা হল মাথায় টুপি পরিহিত শফি মন্ডল তার বিবাহিত স্ত্রী লাইলীকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেবার চেষ্টারত। বেশ্যার দালাল শফি মন্ডল/নাট্যকার মামুনুর রশীদ রাতারগুল নাটকে মাথায় টুপি পড়া অবস্থায় বারবার আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা এইসব কথা বলেছে। একদম খোলাখুলী ভাবেই রাতারগুল নাটকে বুঝানো হয়েছে যারা মেয়েদের কে পতিতা হিসাবে পতিতালয়ে বিক্রি করে দেয় তারা সব মাথায় টুপি পরে থাকে এবং কথায় কথায় তারা আল্লাহর নাম নেয়।
আমি ভাবছি রাতারগুল নাটকে সিলেটের স্থানীয় লোকদের কৃষ্টি কালচার দেখানো হবে। আমি নিজেও সিলেটে থাকি। তাই আমি নাটকটা দেখতে বসেছিলাম। কিন্তু ওমা এতো দেখি বেশ্যা পতিতা এইসব কাহিনী দেখাচ্ছে। আরে তোর বেশ্যার দালালী করতে চাইলে তুই কর কিন্তু একজন টুপি পড়া লোককে কেন তুই এইসব চরিত্রে দেখাবি। নাটকটার ক্লাইমেক্স যখন শুরু হয়ে যায় অর্থ্যাৎ তিশা কে বিক্রি করার প্রক্রিয়া যখন শুরু হয় তখন মামুনুর রশীদ/শফী মন্ডল ২৪ ঘণ্টা টুপি পড়া ছিল। সিলেট এলাকার লোকেরা খুবই ভদ্র ও ইসলাম প্রিয়। আর সিলেট শহরের সবাই স্বচ্ছল। বেশ্যার দালালী করে সিলেট এলাকার লোকেরা চলে না। কিন্তু রাতারগুল নাটকে দেখানো হল সিলেটের লোকেরা নামাযও পড়ে আবার বেশ্যার দালালীও করে। সিলেটবাসীর উচিত এই ঘটনার প্রতিবাদ করা।
মিডিয়া জগতে ইসলামপন্থীদের কে অপমান অনেক আগে থেকেই করা হচ্ছে। কিন্তু সুমন আনোয়ারের লেখা ও পরিচালনায় রাতারগুল নাটকে তা মাত্রা ছাড়িয়ে গেছে। আমি রাতারগুল নাটকের নির্মাতা ও পরিচালক সুমন আনোয়ারের কাছে জানতে চাই কোন সাহসে উনি মাথায় টুপি পড়া সব সময় আল্লাহর নাম জপা এমন একজন ব্যক্তিকে বেশ্যার দালাল হিসাবে নাটকে চিত্রায়িত করল। আমাদের সমাজে যারা বেশ্যার দালালী করে তারা কেউই মাথায় টুপি পড়ে না এবং কথায় কথায় আল্লাহর নামও মুখে নেয় না। সেই সাথে নাট্যকার মামুনুর রশীদের কাছেও আমার জিজ্ঞাসা কেন উনি এরকম একটা বিতর্কিত চরিত্রে অভিনয় করলেন ? আর বাংলাভিশন কর্তৃপক্ষকেও জবাবদিহী করতে হবে কেন তারা মাথায় টুপি পড়া একজন ব্যক্তি কে বেশ্যার দালাল হিসাবে পুরা দেশবাসীর কাছে উপস্থাপন করল। রাতারগুল নাটকের নির্মাতা ও পরিচালক সুমন আনোয়ার কে অবশ্যই দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে একজন টুপি পড়া ব্যক্তিকে বেশ্যার দালাল হিসাবে উপস্থাপন করার জন্য। তা না হলে নাট্যকার সুমন আনোয়ারের পরিনতি হবে খুব বেদনাদায়ক।
আমার মনে হচ্ছে নাটকটা মামুনুর রশীদ নিজে লিখেছে। কিন্তু নিজের পীঠ বাঁচাতে সুমন আনোয়ারের নাম দিছে। আর নাটকের মূল চরিত্র শফী মন্ডল রেখেছে হেফাজতে ইসলামের আমীর আহমদ শফী কে অপমান করতে।
বিষয়: বিবিধ
২৭৩৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : লইট্টা ফিস খাদক ম্যাশিন ম্যান সাইদীকে দেখেন্না?A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আল্লাহ তায়ালা যদি কোন মানুষকে পছন্দ করে, সারা দুনিয়ার মানুষ তার বিরোধীতা করেও কিছু করতে পারবে না ইনশা আল্লাহ। তবে ইসলামের পোষাক ও আল্লাহ তায়ালার নাম নিয়ে যে বা যারা এমন নাটক তৈরী করে, তাদের উপর আল্লাহর লা'নত, ধিক্কার জানাই তাদের এসব কুকর্মের।
তখন যদি শক্ত হাতে বাঁধা দিতো তবে আজ এই পর্যন্ত হতোনা। মস্তফা সারওয়ার ফারুকির 'টেলিভিশন' কোনও প্রতিবাদ হয়নি।
টাংসু ফকীর লিখেছেন : ফারাবী ভাই, মামুনুর রশীদ, এই নডীর পুলা সত্যিই পতিতার দালাল। ওর মাও আছিল খানকী।
আহ জীবন লিখেছেন : সংশপ্তক থেকে শুরু চলছে চলবে--------।
তখন যদি শক্ত হাতে বাঁধা দিতো তবে আজ এই পর্যন্ত হতোনা। মস্তফা সারওয়ার ফারুকির 'টেলিভিশন' কোনও প্রতিবাদ হয়নি।
মন্তব্য করতে লগইন করুন