স্বীকৃত রাজনৈতিক দলকে অস্বীকার করা কি গণতন্ত্রকে অস্বীকার করা নয়?
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৩ মে, ২০১৩, ০৮:১৩:২৫ রাত
আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামকে নিষিদ্ধ করেনি। কিন্তু তার অফিস পুলিশকে দিয়ে লুণ্ঠন করিয়েছে, তাদেরকে কোরান হাদিসের দরস থেকে, নামাজরত অবস্থা থেকে আটক করে ইসলামী পুস্তককে জিহাদী' অর্থাত ঘৃণা ও ভয়ন্কর সূচক ভাবে জিহাদ শব্দটাকে প্রতিষ্ঠিত করেছে। স্থানীয়ভাবে সৎ সহজ-সরল হিসেবে পরিচিত জামাত শিবিরের নেতা কর্মীদেরকে শুধুমাত্র ইসলামের পথে চলার কারণে আটক করে অমানষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের কোন মিটিং মিছিল করতে দেয়া হয় না, বর্ণনা করতে গেলে অনেক লিখতে হবে, বিষয়গুলো সকলেই জানে। তাই মোদ্দা কথা হলো আওয়ামীলীগ সরকার যদি এই স্বীকৃত দলটির সাথে আলোচনা করতে রাজী না হয় তবে তাকে কোনমতেই গণতান্ত্রিক বলা যাবে না। তাই বিএনপির উচিৎ হবে না এমন একটি অগণতান্ত্রিক দলের সাথে সংলাপ করা। বরং যে উদ্দেশ্য সফল করতে বিএপি চারবছর নির্যাতন সয়েছে সেই উদ্দেশ্য আর একটু হলেই সফল হবে বলে মনে হয। অর্থাৎ চরম আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা। এখন কোন আলোচনা নয়। রিমান্ডের আল মামলার অত্যাচারের কথা কেউ ভুলতে পারছে না। অতএব আন্দোলন আন্দোলন অর আন্দোলন।
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন