শেখ হাসিনার প্রোপাগান্ডা ভূয়া এবং মিথ্যা প্রমাণিত।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৫ জানুয়ারি, ২০১৪, ০৬:১০:১৫ সন্ধ্যা
শেখ হাসিনা এই পাঁচটি বছর ধরে একটা কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন যে, যুদ্ধাপরাধের বিচারের ম্যান্ডেট থাকার কারণে জনগন তাকে ভোট দিয়েছে। তিনি ঘাতক দালাল গ্যাং, গণজাগরণ গ্যাং, সেক্টর কমান্ডার গ্যাং তৈরি করে কতই না প্রচার চালালেন। টিভির টক শোতে চরিত্রব্যবসায়ীরা তাদের মুখে ঘা বানিয়ে ফেলেছেন যে শতকরা ৯৯.৯ ভাগ মানুষ যুদ্ধাপরাধের বিচার চায়। গায়ের জোর আর মুখের জোরে ইসলামী নেতাদেরকে বিচারের নামে হত্যা করে তারা এদেশে কমুনিষ্ট কায়েম করতে চায়। সংগঠিত মুসলিম শক্তি যার প্রতিবন্ধক। তাই ইসলাম ও মুসলমানদের চির দুশমন শেখ হাসিনা এবং তার দোষররা সেই মুসলিম লিডারদেরকে যুদ্ধাপরাধী সাজিয়ে, মিথ্যা ও ভূয়া সাক্ষী বানিয়ে সংসদ ঘোষিত বিকৃত মস্তিস্কের বিচারক দিয়ে তাদেরকে হত্যা করার প্রচেষ্টা সফল করেছে।
আজ জনগন বুঝিয়ে দিল তারা এই নিষ্পাপ ব্যক্তিদেরকে যুদ্ধাপরাধী সাজিয়ে হত্যা করা হোক তা চায় না।
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন