মানুষ না, তুই আওমী লীগ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ জানুয়ারি, ২০১৪, ০৬:১৮:৩৫ সন্ধ্যা
অনেক কিছুই হয়ে যেতে পারে
অনেক কিছুই হবে জানি ঠিক
শুধু আমি হব না কখনো
অমানুষ অথবা আওমী লীগ!
যা কিছু খুশি বল আমায়
বানর শুকর গিনিপিগ!
দিয়ো না কখনো এ গালি
‘মানুষ না, তুই আওমী লীগ’!
মরা গাছে ফুটতে পারে ফুল
হাতের তালুতে গজাতে পারে চুল
ইউকে ইউএসএ হতে পারে অহিনকুল
চাঁদের জমি নিয়ে হতে পারে হুলস্থুল
বন্দুকের গুলি মিস হতে পারে ঠিক
আমি কখনো হব না আওমী লীগ!
লাদেন আবার বেঁচে যেতে পারে
কম্পিউটারে ফেল মারতে পারে
বিলগেটস মরতে পারে অনাহারে
সোমালী সিটিজেনশীপ ওবামা চাইতে পারে
মাছেরাও গাছে উঠতে পারে ঠিক
আমি কখনো হব না আওমী লীগ!
সূর্যটাও পশ্চিমে উঠতে পারে
সাগরের পানি শুকিয়ে যেতে পারে
হায়েনারা তৃনভোজী হতে পারে
গড় আয়ু পাঁচ শত হতে পারে
সালমান রুশদী হতে পারে আস্তিক
আমি কখনো হব না আওমী লীগ!
আকাশ মাটি মিলে যেতে পারে
দুই মেরু এক হয়ে যেতে পারে
সাপের পেটে পা গজাতে পারে
সকল ঘোড়া ডিম পারতে পারে
পোপ জন পল হতে পারে নাস্তিক
আমি কখনো হব না আওমী লীগ!
যা কিছু খুশি বল আমায়
বানর শুকর গিনিপিগ!
দিয়ো না কখনো এ গালি
‘মানুষ না, তুই আওমী লীগ’!
বিষয়: বিবিধ
১৬৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিলাচ
পোপ জন পল হতে পারে নাস্তিক
আমি কখনো হব না আওমী লীগ!
অসাধারণ অনেক ধন্যবাদ
‘মানুষ না, তুই আওমী লীগ’
এইটা কোন জাত?
মন্তব্য করতে লগইন করুন