নেতা যদি এই হয়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ জুলাই, ২০১৫, ০৩:৫৯:২৬ রাত
স্টাইল করে চুল কাটে
চামড়ায় দাঁড়ি ছাটে
হাঁটু বেঁকে হাঁটে
মাঠে হাঁটে ঘাটে।
জামা পরে ভাব ধরে
শয়তান লাজে মরে।
'
বাস করে ইউরোপে
আমল তার স্বরূপে,
মিথ্যার বেসাতি বিলায়
সত্য নিমিষে মিলায়।
'
কুরানের আয়াত ভুল পড়ে
দুই তিন হাদিস চরে
দাবী করে আলিম
বাকী সব জালিম ।
পড়াশুনা একাদশ
দাবী করে অষ্টাদশ
করেছে পাশ
ছাড়ে দীর্ঘশ্বাস।
'
আচরণে হার মানে বন্য
তৃপ্তিতে ভাবে জীবন ধন্য,
খাদের কিনারে বসে
হাসে স্বর্গীয় রসে
করবে অসুর বধ
বিলায় স্বর্গের সনদ।
'
নেতা যদি এই হয়
তবে নেই কোন ভয়
মানো তার কথা
মুছে ফেল ব্যথা
খাদের কিনারে বসে
হাসো স্বর্গীয় রসে
করো অসুর বধ
পাবে স্বর্গের সনদ।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন