ব্লগ.......টুডেব্লগ কর্তৃপক্ষের কাছে আবেদন..!! আপনারা ব্লগটি বন্ধ করে দিন প্লিজ...
লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ জুলাই, ২০১৫, ০৩:৫৯:০৯ রাত
ব্লগ... ব্লগিং... ব্লগার.... সম্পাদক..... পাঠক....!!!
আমি লিখতে জানিনাহ্ ব্লগিংও করতে জানিনা....।
তবে আমি অবসর সময় কাটায় বাংলা ব্লগ গুলোতে বিচরণ করেই.....!!
আমার এই অভ্যাস প্রায় ৩ বছর ধরে...!
বাংলাভাষায় যে জনপ্রিয় ব্লগ আছে তার মধ্যে টুডে ব্লগ মোটামুটি জনপ্রিয়!!! কিন্তু ব্লগ কর্তৃপক্ষ একেবারেই অপদার্থ বধ....!!!
আপনারা হয়তো অবাক হবেন আমার এই অশিক্ষিত বিশেসনে....!
আমার এই বিশেসন এক দিনে তৈরী হয়নি, যেহেতু এই ব্লগটির প্রথম দিক থেকে এই ব্লগে আমার অস্তিত্ব আছে সে হিসাবে এই ব্লগের উথ্থান পতন ব্লগারদের আসা যাওয়ার সব কিছুতেই আমি সাক্ষী.... অবধারিত আছে।
ব্লগটির উপর অনেকবার হামলা হয়েছে... পূনরায় চালু হয়েছে সব বিষয়ে আমি অবগত..!!
ব্লগটি চালু আছে এটাই মাঝেমাঝে লজ্জার অনুভূতি আসে মনে....। এই ব্লগ চলছে....... চালিয়ে যাবার পেছনে সম্পাদক এর অবদান খুবই ক্ষৃণ!!!
মিথ্যা বলছি? নাহ্ মিথ্যা বলছি নাহ্!! দেখুন অন্য সব বাংলা ব্লগে ব্যানার আছে যা সময় ও উৎসবের মূহুর্তগুলো ফলো করে তৈরী করা হয়।
কিন্তু টুডেব্লগে নেই........!!!!!!
মন্তব্য প্রতি মন্তব্য ব্লগের প্রাণ....!!
কিন্তু টুডে ব্লগ কর্তৃপক্ষের কাছে তা মৃতবডি!!! মৃতবডি বলছি কারনঃ- ২ মাস আগে সেরা ১০ মন্তব্যকারী যা ছিলো এখনো তাই পরিবর্তনের কোন চেতনা নেই.....!!! যদিও প্রতিদিন ব্লগে নতুন ব্লগার আসছে মন্তব্য করছে..... নতুনদের মন্তব্যয়ের মূল্যায়ন নেই ১০০% সত্যি বলছি।
প্রিয় বিষয় নিয়ে লেখা প্রতিযোগিতা.... আহবান করলো ব্লগ কর্তৃপক্ষ!!! কিন্তু অবহেলা অব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা প্রতিটি ব্লগারের হূদয় ক্ষতবিক্ষত করে দেয়া হয়েছে......।
যা প্রতিটি ভূক্তভোগী অবগত। এ ঘটনায়
আমার জানামতে অনেক ব্লগার টুডেব্লগ ছেড়ে চলে গেছে....!!!!
ব্লগ কর্তৃপক্ষ যদি নূন্যতম নিয়মে ব্লগটা চালিয়ে নিতে না পারেন ব্লগটি খোলা রাখার কি প্রয়োজন??
হয় ব্লগটি ব্লগের মত করে চালিয়ে নিবেন না হয় ব্লগটি বন্ধ করে দিবেন।
বাঁধাহীন লেখার সুযোগ দেবেন আবার লেখকদের মন ক্ষতবিক্ষত করে দেবেন এমনটি করা আধো ঠিক নয়।
বিঃদ্রঃ- সত্য কথা তিতা লাগে হজম করতে পারলে সফলতা অবধারিত।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক দিকে লীগেরা হামলা করছে, আরেক দিকে নাস্তিকেরা। মডুদের নিজেদেরও কিছু কাজ আছে না?
আশা করি আপনার পোষ্টের পরে তারাও একটু গা ঝাড়া দিবেন।
ধন্যবাদ আপনাকে।
কিছু কিছু খোলামেলা এড দেখাতো সেটাও তো এখন বন্ধ । মনে হয় সেগুলোই ছিল কিছু কিছু নতুনত্বের জ্বালানী ।
মন্তব্য করতে লগইন করুন