"এই সত্য গুলো জানতে হবে জানাতে হবে" জানাতে হবে মুখোশ উম্মোচনের জন্য --------------------------------------------------------------

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ জুলাই, ২০১৫, ০১:৪৬:৪৩ রাত

> ১৯৭৫ সালে যেদিন শেখ মুজিব নিহত হন সেই দিন কে সেনাবাহিনীর প্রধান ছিল?

উত্তরটা হলো :- জেনারেল শফি উল্যাহ, সেই শফি উল্যাহকে মুজিব কন্যা এমপি বানিয়েছে।

> ১৯৭৫ সালে যেদিন শেখ মুজিব নিহত হন সেই দিন কে বিমানবাহিনীর প্রধান ছিল?

উত্তরটা হলো :- সাবেক আওয়ামী মন্ত্রী একে এ খন্দকার। যাকে গত সরকারের সময় মুজিব কন্যা মন্ত্রী বানিয়েছে।

> ১৯৭৫ সালে যেদিন শেখ মুজিব নিহত হন সেই দিন কে রক্ষী বহিনীর প্রধান ছিল?

উত্তরটা হলো :- বর্তমান মন্ত্রী তোফায়েল আহাম্মেদ যাকে বর্তমানে মুজিব কন্যা মন্ত্রী বানিয়েছে।

=>১৯৭৫ সালে যেদিন শেখ মুজিব নিহত হওয়ার পর মোশতাকে কে শপথ পড়িয়েছিলে?

উত্তরটা হলো :- এইচ টি ইমাম যিনি আজ মুজিব কন্যার উপদেষ্টা।

=>১৯৭৫ সালে মুজিব হত্যার পরে ট্যাংকের উপরে উঠে নেচে ছিল কে? উত্তরটা হলো :- হাসানুল হক ইনু যাকে শেখ হাসিনা তথ্যমন্ত্রী বানিয়েছে।

=>শেখ মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিল কে?

উত্তরটা হলো :- মতিয়া চোধুরী যাকে শেখ হাসিনা তথ্যমন্ত্রী বানিয়েছে।

সেদিন এরা শেখ মুজিব হত্যাকারী মোশতাকে সমর্থন দিয়েছিল অথচ আজ তারা সকলে আওয়ামীগের প্রভাবশালী নেতা এবং মুজিব কন্যার ঘনিষ্ঠ লোক।

সাথে থাকলে দেশপ্রেমিক ছেড়ে চলে গেলে দেশদ্রোহী। এভাবে আর চলবে কতদিন।

তাই আসুন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করি প্রকৃত অপরাধী কে???

সংগ্রহিত ফেচবুক থেকে

বিষয়: রাজনীতি

১১১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330457
১৮ জুলাই ২০১৫ রাত ০২:৫২
মাটিরলাঠি লিখেছেন :
এসবতো হাসিনাও জানে!
১৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৪২
272697
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাইলে আলিগের দুষ্মন তো আলিগ হুদা হুদাই অন্যদেরকে দোষারোপ করতাছে
330482
১৮ জুলাই ২০১৫ সকাল ১০:১৫
হতভাগা লিখেছেন : এরা কেউ তখন মুজিবকে রক্ষা করতে এগিয়ে আসে নাই , বিশেষ করে তোফায়েল যার অধীনে ছিল রক্ষীবাহিনী ।

১৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৩
272698
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চাচা আপনা জান বাচা
তাইতো তারা আপনা জান বাচিয়ে সরে গেছে
আপনাকে অনেক ধন্যবাদ
330490
১৮ জুলাই ২০১৫ দুপুর ০১:০৩
আব্দুল গাফফার লিখেছেন : জটিল তথ্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
১৮ জুলাই ২০১৫ দুপুর ০১:১৬
272701
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
330581
১৯ জুলাই ২০১৫ রাত ০৩:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ মুন্সী ভাই,, চালিয়ে যান..
১৯ জুলাই ২০১৫ দুপুর ০২:০৮
272863
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File