টাকার পিছু

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ জুন, ২০১৫, ০২:২৬:১৩ রাত

টাকার পিছে ছুটে অনেক

করছে সময় নষ্ট

টাকার লোভে ভ্রষ্ট অনেক

আমৃত্যু পায় কষ্ট।

-

সুখের আশায় দিবানিশি

ঘুরে টাকার পিছু

সুখ বিকিয়ে দুঃখ কিনে

হারায় কতকিছু।

-

কত টাকা হলে তুমি

বলবে তোমার হয়েছে

ততটাকা হয়ে গেলেও

বলবে তুমি রয়েছে।

-

দুনিয়ার জীবনটা যদি

হারাও টাকার খেলায়

নয়তো এখন , বুঝবে

তুমি পড়ন্ত বেলায় ।

-

বাস্তব এই সত্যটাকে

ধারণ করতে পারো যদি

অনেক টাকা ছাড়াও সুখে

থাকবে মৃত্যু অবদি ।

13.06.2015

বিষয়: বিবিধ

৭৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325728
১৪ জুন ২০১৫ সকাল ১১:০৪
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
325894
১৫ জুন ২০১৫ সকাল ০৫:৫৫
ধ্রুব নীল লিখেছেন : দুনিয়ার জীবনটা যদি

হারাও টাকার খেলায়

নয়তো এখন , বুঝবে

তুমি পড়ন্ত বেলায় । Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File