পরিপূর্ণ রূপে ফিরে এলো প্রিয় টুডে ব্লগ...... এসো হে "আমন্ত্রণ"✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জুন, ২০১৫, ০১:৪৭:৪৮ রাত
হে টুডে ব্লগ তোমাকে ফিরে পাবার
জন্য কত বার করেছি অপেক্ষা,
সোজা পথে চলছি বলে
আমাদের পথে বাঁধা হয়ে 'ওরা' দেয় দেখা!!
প্রতিবাদীর কন্ঠরোধ হবেনা
যতই আসুক চলচাতুরি,
আমরা ঐক্যের উজ্জ্বল পথকে
হতে দেবোনা কখনো আঁধারী।
সত্যের পথে এগিয়ে যেতে করেছি
বাঁধাহীন লেখার অঙ্গীকার,
অসত্যকে পায়ে দলে
ফুল ফুটাবো আমরা হাজার হাজার।
আমাদের বাগানে কালো থাবা
দিতে এসোনা হে অন্ধ প্রতিক,
বাঁধাহীন লিখতে এসো "আমন্ত্রণ"
দেখা যাক কে ভ্রান্ত পথে কে সঠিক।
ভয় কিসের আমরা তোমাদের পথে
নিলজ্জ বাঁধা হইনিতো কখনো,
আমরা কি বলতে চাই সত্য মিথ্যা
জানতে এসে কান পেতে শুনো।
মুখ বন্ধ করার অপকৌশলে কেন -
বারবার কাপুরুষতার পরিচয়?
বলবেন, শুনবেন, যুক্তির রাজ্যে
না গিয়ে এ কেমন অন্যায়?
মুক্তচিন্তার প্রকাশে ধর্মের বিপক্ষে
দাড়াও লজ্জাহীনের মত...!
ভিন্ন চিন্তা দমনে কেন তোমাদের
প্রকাশ এ কেমন পশুত্ব?
সমাধান চাও? এসো হে এসো
সত্যের পথে পাবে সমাধান।
সত্যের পথ খূঁজতে গেলে
পাবেন নির্ভুল জ্ঞান।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার পাতায় গিয়ে আপনার লেখা পেলাম....
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কাজের চাপ অনেক বেশী! আরো বেশ কিছু দিন এমন চলবে! ব্লগে-নেটে আসার সময়ই মিলাতে পারছি না!
লিখে এখানে পোস্ট করুন
আপনি পারেন বটে, এ নিয়ে কবিতা লিখে কথাগুলোকে কাব্যিক রূপ দিয়ে কি সুন্দর করে আহবান জানালেন। আবার মিথ্যার ধ্বজাধারীদের সামনে যৌক্তিক প্রশ্ন তুলে ধরেছেন।
ধন্যবাদ, কবিতার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ করার জন্য।
আমি কি পারি..... ভেঙে ছুড়ে বললেন না!!
হ্যাঁ এবার ব্লগের উপর দিয়ে যে ঝড়ঝাপটা গেছে তা হয়তো আদর্শের অমিলের আক্রমণেনে গেছে......
ব্লগ কর্তৃপক্ষ বিষয়টি আমাদের সাথে শেয়ার না করায় অনেকে হতাশ হয়ে পড়ে ছিলেন!!
আমাদের হতাশ হলে কি চলবে? হতাশ হলে আদর্শের মৃত্যু হবে.....
তাই ব্লগারদের হতাশা দূর করার চেষ্টা করেছি মাত্র। অনেকে অংশগ্রহণ করেছে অনেকে হেসেছে নিন্দুকের মত।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার অনুভূতি রেখে যাবার জন্য অসংখ্য মোবারকাদ। শুভ ব্লগিং....
মতে যারা ভিন্নতা সইতে পারছেনা তারাই কুটকৌশল করছেন! তাদের প্রতি নিন্দা....ধিক্কার।
ধন্যবাদ মন্তব্যের জন্য হে জান্নাতের বাপ।
তাই ! আমার একটা লিখা কিছুক্ষন ছিল, তারপর হাওয়ায় উড়ে গিয়েছিল.....।
ধন্যবাদ দেয়ার প্রয়োজন কারন তা রাখার জন্য বরাট জায়গা খালি পড়ে আছে.... . আপনি ধন্যবাদ না দিলে হরতাল ঢেকে রাস্তা অবরোধ করা হবে আপনি আপনার গন্তব্যে পৌছাতে পারবেন না। আপনি যতক্ষণ ধন্যবাদ দিতে পারেননি ততক্ষণ মন্তব্যের জন্য ধন্যবাদ দেয়া হবেনা।
হাহুতাশ করে ব্লগিং থেকে দুরে থাকলে আমাদের নিজেদেরই লজ ।
বাঁধা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ বাস্তবাদী মন্তব্যের জন্য।
আমি এখনো আমার পাতায় প্রবেশ করি নি! ভয় লাগছে যদি লিখা গুলো ভ্যানিশ হয়ে গেছে এটা দেখতে পাই খুব খুব মন খারাপ হবে!
আপনাকে শুকরিয়া শুভ সংবাদটি নিয়ে পোস্ট লিখার জন্য! জাযাকাল্লাহু খাইর!
ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। জবাব দিতে একটু দেরী হয়ে গেলো!! ভয় করা মোটেও ঠিক হচ্ছেনা! আপনার জন্য যে অবস্থা আমার ও তাই হবে।
আমি প্রিয় দেশ নিয়ে লিখেছিলাম লেখাটি হারিয়ে গেছে!
যাই হোক ব্লগতো ফিরে পেলাম।
মন্তব্য করতে লগইন করুন