সভ্যতার মৃত্যু
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৪ জুন, ২০১৫, ০৪:৪৫:৪২ রাত
দরজা জানালা দেয়া উদ্ভট জিন্স পরিয়া
কে যাও ? একটু দাড়াও
এই ছেড়া ছন্ন জামা গরিবের ছিল জানা
কেমনে কি হলো তোমার গায়ে এলো
আমায় সুধাও।
-
গরম কি পড়েছে বেশ
শরম কি হয়েছে শেষ
মানুষ কি যাচ্ছে ফিরে আগে
একটু একটু করে কাপড় টুকরো করে
আদিম যুগটা কি আসছে ভাগে।
-
জামাটার এক হাত
নেই শাড়ি বারহাত
সবকিছু কম কম কেন
মেয়ে পড়েছে শার্ট ছেলের বেড়েছে হার্ট
মানুষ আজ বন্য যেন।
-
উড়নাটা কার গলে
ছেলে নাকি মেয়ে ছলে
পেছন থেকে যায়নাতো চেনা
মাথায় লম্বা চুল মেয়ে বলে করনা ভুল
ঐদিকে যাচ্ছে গায়ের রানা।
-
বদলে যাওয়ার গানে
ছুটছি একই টানে
সভ্যতা বলে নেই কিছু আর
ছেলে মেয়ের ভেদ সবিতে পড়েছে ছেদ
সবকিছু আজ একাকার।
বিষয়: সাহিত্য
১০২৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেই শাড়ি বারহাত
সবকিছু কম কম কেন
মেয়ে পড়েছে শার্ট ছেলের বেড়েছে হার্ট
মানুষ আজ বন্য যেন।
মন্তব্য করতে লগইন করুন