সভ্যতার মৃত্যু

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৪ জুন, ২০১৫, ০৪:৪৫:৪২ রাত

দরজা জানালা দেয়া উদ্ভট জিন্স পরিয়া

কে যাও ? একটু দাড়াও

এই ছেড়া ছন্ন জামা গরিবের ছিল জানা

কেমনে কি হলো তোমার গায়ে এলো

আমায় সুধাও।

-

গরম কি পড়েছে বেশ

শরম কি হয়েছে শেষ

মানুষ কি যাচ্ছে ফিরে আগে

একটু একটু করে কাপড় টুকরো করে

আদিম যুগটা কি আসছে ভাগে।

-

জামাটার এক হাত

নেই শাড়ি বারহাত

সবকিছু কম কম কেন

মেয়ে পড়েছে শার্ট ছেলের বেড়েছে হার্ট

মানুষ আজ বন্য যেন।

-

উড়নাটা কার গলে

ছেলে নাকি মেয়ে ছলে

পেছন থেকে যায়নাতো চেনা

মাথায় লম্বা চুল মেয়ে বলে করনা ভুল

ঐদিকে যাচ্ছে গায়ের রানা।

-

বদলে যাওয়ার গানে

ছুটছি একই টানে

সভ্যতা বলে নেই কিছু আর

ছেলে মেয়ের ভেদ সবিতে পড়েছে ছেদ

সবকিছু আজ একাকার।

বিষয়: সাহিত্য

১০২৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325695
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : সম অধিকারের জন্য সব কিছু একাকার হয়ে যাচ্ছে৷ কবিতা ভাল লাগল৷
১৮ জুন ২০১৫ রাত ০৩:৩১
268889
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
325720
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩৩
হতভাগা লিখেছেন : মহিলাদের শরীর থেকে যত কাপড় খসবে এবং পুরুষদের চুল যত লম্বা হবে ততই সভ্যতা পরিশীলিত হয়ে আরও আধুনিক হবে
১৮ জুন ২০১৫ রাত ০৩:৩২
268890
প্যারিস থেকে আমি লিখেছেন : Crying Crying Crying
325748
১৪ জুন ২০১৫ দুপুর ০১:২৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
১৮ জুন ২০১৫ রাত ০৩:৩৩
268891
প্যারিস থেকে আমি লিখেছেন : জনাব একটি বই প্রকাশ করবো, কি করতে হবে।
১৯ জুন ২০১৫ রাত ১২:৫৬
269005
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ফেবুর ইনবক্সে যোগাযোগ করতে পারেন ।
325891
১৫ জুন ২০১৫ সকাল ০৫:৪৯
ধ্রুব নীল লিখেছেন : জামাটার এক হাত

নেই শাড়ি বারহাত

সবকিছু কম কম কেন

মেয়ে পড়েছে শার্ট ছেলের বেড়েছে হার্ট

মানুষ আজ বন্য যেন। I Don't Want To See
১৮ জুন ২০১৫ রাত ০৩:৩৪
268892
প্যারিস থেকে আমি লিখেছেন : মুখ লুকাচ্ছেন কেন?
325998
১৫ জুন ২০১৫ রাত ০৯:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নগ্নতাকে বলে ওরা আধুনিকতা!.. ভালো লাগলো, ধন্যবাদ।
১৮ জুন ২০১৫ রাত ০৩:৩৫
268893
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।
326191
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুর ভাই!! অাপনি কি প্যারিসে থাকেন না অন্যকোথাও!! ফ্যাশন চিনেন না!!
১৮ জুন ২০১৫ রাত ০৩:৩৫
268894
প্যারিস থেকে আমি লিখেছেন : আছিতো যায়গা মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File