হে মানুষ!

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৪ জুন, ২০১৫, ০৬:৫৬:৫৪ সকাল

হে মানুষ!

কে তোমায় বিভ্রান্ত করলো তোমার দয়াময় মহান রবের পথ থেকে?

কে তোমায় ফিরিয়ে দিলো তোমার মহান প্রভূর দরবারে যাওয়া থেকে?

যিনি তোমাকে এমন নিখুঁত ও সুন্দরতম করে সৃষ্টি করলেন

যিনি তোমাকে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার প্রয়োজনীয় সকল উপকরণের ব্যবস্থা করে দিলেন-

তুমি তাঁকেই ভুলে গেলে?

তাঁর অবারিত নিয়ামতকে ধারাবাহিকভাবে অস্বীকার করে যেতে লাগলে

হায়!

নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে

মৃত্যুর আবশ্যিক সেই মুহূর্ত আসার আগে

হে মানুষ!

তোমার ফিরবে কি হুশ?

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325693
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৩৯
শেখের পোলা লিখেছেন : অনেক দিন পর আপনার উপস্থিতিকে স্বাগত জানাই৷
১৭ জুন ২০১৫ রাত ০৯:০১
268816
মাই নেম ইজ খান লিখেছেন : বিপদ-সঙ্কুল যেই জনপদে আছি! আমার জন্য খাস করে দু'আ করবেন।

জাযাকাল্লাহ।
325694
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৪১
নীলাঞ্জনা লিখেছেন : যিনি তোমাকে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার প্রয়োজনীয় সকল উপকরণের ব্যবস্থা করে দিলেন-


১৮ জুন ২০১৫ রাত ০১:২০
268871
শেখের পোলা লিখেছেন : যত বাহাদূরীই দেখান সব নেয়ামতের মালিক আ্লাহ৷ ইউ এস এইডকে বলুন মাত্র একটি খাদ্যের দানা বানাতে৷ এখনও সময় আছে তওবা করার৷
325701
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৫৬
নীলাঞ্জনা লিখেছেন : তাঁর অবারিত নিয়ামতকে ধারাবাহিকভাবে অস্বীকার করে যেতে লাগলে, হায়!








১৪ জুন ২০১৫ সকাল ১১:২৭
267885
এস এইচ খান লিখেছেন : ব্লগ জগতে এসব ছেলেমিপনা ছ্যাবলামো বাসি হয়েছে বহু আগে! এ সব ছাড়ুন সবাইকে ভাল থাকতে দিন প্লিজ।
১৫ জুন ২০১৫ রাত ০২:০১
268120
আকবার১ লিখেছেন :
@নীলাঞ্জনা ,লিটুয়ারা 
অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া, 
মারিয়া 
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো 
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা 
বিলকিস লায়লা 
দস্তার 
রুপবান 
মুক্তিযুদ্ধ ৭১ 
দ্রাবীড় বাঙাল 
লেয়লা ইসলাম 
বিলকিস 
বাংলা ৭১ 
ভিক্টোরিয়া 
হেলেনা 
পল্লব প্রভাতে 
খালেদ 
রুশো তামজিদ 
বারাংগনা 
মধুবালা 
সখি 
ফয়সাল১ 
মাঝি-মাল্লা, , 
লায়লার 
লায়লা০০৭ 
রাতুল দাস 
চকো চকো 
সায়েদ-রিয়াদ 
বিভ্রান্ত নাবিক 
ফাজিল 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২ 
দ্রাবীড় বাঙাল 
পিচ্চি পোলা 
কাওসাইন হক 
চাষা 
jahed_ullah 
নীরু 
সাদা মন 
সাদা মন 
চোথাবাজ 
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
325719
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩৩
এস এইচ খান লিখেছেন : এমনিতে লেখালেখি করছিনা তার মধ্যে আবার এ ব্লগে আসিনা অনেক দিন। আপনাকে এখানে দেখে ভাল লাগল। চমতকার হয়েছে।
১৭ জুন ২০১৫ রাত ০৯:০১
268817
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

শুকরিয়া।
325723
১৪ জুন ২০১৫ সকাল ১০:৫০
এস এইচ খান লিখেছেন : নীলাঞ্জনাদের বলছিঃ ব্লগ জগতে এসব ছেলেমিপনা ছ্যাবলামো বাসি হয়েছে বহু আগে! এ সব ছাড়ুন সবাইকে ভাল থাকতে দিন।
১৪ জুন ২০১৫ দুপুর ০১:০৭
267929
নীলাঞ্জনা লিখেছেন : আপনার আল্যার বিজ্ঞাপন দিয়ে সুভংকরের ফাঁকি আর কত?
১৪ জুন ২০১৫ দুপুর ০২:২১
267935
এস এইচ খান লিখেছেন : শুনুন নীলাঞ্জনা, 'আপনার আল্যার' মানে কি? এই জনপদে কোন মুসলিমকে 'আল্যার' লিখতে দেখেছেন? আরে আপনারতো দেখছি পায়ে পারা দিয়ে ঝগড়া করা ইচ্ছে! কি আশ্চর্য্য!

শুনুন, আমার কাছে বলদ কিংবা বলদী পেটানোর কোন ঠ্যাংগা নেই। মানুষকে, মানুষের বোধ বিশ্বাসকে সম্মান করতে শিখুন। বিগত ৭/৮ বছরে এ দেশে আপনারা মানুষের মধ্যে বিভেদ, হিংসা, বিদ্বেষ ব্যপকভাবে ছড়াতে পেরেছেন, এতে লাভ কি? কাউকেইতো ভাল থাকতে দিচ্ছেন না! বাংলাদেশের মানুষ হলে অনুরোধ করব, এবার খ্যমা দিন প্লিজ। আর ওপারের দাদা হলে বলব, মাদারচুদ রেন্ডিয়াতে একটা ব্লগ খুলে যা মন চায় তাই লেখ! আর পোষ্টের ব্যপার সিম্পল, সৃষ্টার মহা বিশ্ব চালানোর কৌশল বোঝার মত ঘিলু আপনার নেই। এ সব সস্তা কমেন্ট আর ছবি তুলে নিন।
১৪ জুন ২০১৫ রাত ০৯:৫৫
268054
নীলাঞ্জনা লিখেছেন : মোল্লা মুফতী, ভিক্ষুক মিসকিন, চোর ছেঁচর.... সবই তো সারাক্ষন কানের কাছে আল্যাআল্যা করে। সন্দেহ আছে??

তবে হাঁ, আপনার আল্যার মহা বিশ্ব চালানোর কৌশল বোঝার মত ঘিলু আসলেই আমাদের নেই। উহা বুঝার জন্য আইসিস, আলকায়দা, বোকোহারাম, তালেবান, তেঁতুল শফি এবং দান ক্ষয়রাত খাওয়া কাটমোল্লা... র মাথামুন্ডু দরকার। ধন্যবাদ।
325746
১৪ জুন ২০১৫ দুপুর ০১:১৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৭ জুন ২০১৫ রাত ০৯:০২
268818
মাই নেম ইজ খান লিখেছেন : ইনশাআল্লাহ।
325815
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
ফাতিমা মারিয়াম লিখেছেন : সব সময় আপনার সরব উপস্থিতি কামনা করি।
১৭ জুন ২০১৫ রাত ০৯:০২
268820
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ তাওফীক দিন, আমীন।
325842
১৪ জুন ২০১৫ রাত ০৯:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেহুশ থাকা কেই যে আমরা মনে করে নিয়েছি হুশ।
প্রতিমুহুর্তে তাই আবারও বেহুশ।
325892
১৫ জুন ২০১৫ সকাল ০৫:৫২
ধ্রুব নীল লিখেছেন : হে মানুষ...
১০
325971
১৫ জুন ২০১৫ রাত ০৮:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জনাব খান, সূরা ইনফিতারের বঙ্গানুবাদের মত লাগছে..ধন্যবাদ খান সাহেব।সাথে আছি লিখে যান,,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File