হে মানুষ!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৪ জুন, ২০১৫, ০৬:৫৬:৫৪ সকাল
হে মানুষ!
কে তোমায় বিভ্রান্ত করলো তোমার দয়াময় মহান রবের পথ থেকে?
কে তোমায় ফিরিয়ে দিলো তোমার মহান প্রভূর দরবারে যাওয়া থেকে?
যিনি তোমাকে এমন নিখুঁত ও সুন্দরতম করে সৃষ্টি করলেন
যিনি তোমাকে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার প্রয়োজনীয় সকল উপকরণের ব্যবস্থা করে দিলেন-
তুমি তাঁকেই ভুলে গেলে?
তাঁর অবারিত নিয়ামতকে ধারাবাহিকভাবে অস্বীকার করে যেতে লাগলে
হায়!
নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে
মৃত্যুর আবশ্যিক সেই মুহূর্ত আসার আগে
হে মানুষ!
তোমার ফিরবে কি হুশ?
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ।
@নীলাঞ্জনা ,লিটুয়ারা
অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
শুকরিয়া।
শুনুন, আমার কাছে বলদ কিংবা বলদী পেটানোর কোন ঠ্যাংগা নেই। মানুষকে, মানুষের বোধ বিশ্বাসকে সম্মান করতে শিখুন। বিগত ৭/৮ বছরে এ দেশে আপনারা মানুষের মধ্যে বিভেদ, হিংসা, বিদ্বেষ ব্যপকভাবে ছড়াতে পেরেছেন, এতে লাভ কি? কাউকেইতো ভাল থাকতে দিচ্ছেন না! বাংলাদেশের মানুষ হলে অনুরোধ করব, এবার খ্যমা দিন প্লিজ। আর ওপারের দাদা হলে বলব, মাদারচুদ রেন্ডিয়াতে একটা ব্লগ খুলে যা মন চায় তাই লেখ! আর পোষ্টের ব্যপার সিম্পল, সৃষ্টার মহা বিশ্ব চালানোর কৌশল বোঝার মত ঘিলু আপনার নেই। এ সব সস্তা কমেন্ট আর ছবি তুলে নিন।
তবে হাঁ, আপনার আল্যার মহা বিশ্ব চালানোর কৌশল বোঝার মত ঘিলু আসলেই আমাদের নেই। উহা বুঝার জন্য আইসিস, আলকায়দা, বোকোহারাম, তালেবান, তেঁতুল শফি এবং দান ক্ষয়রাত খাওয়া কাটমোল্লা... র মাথামুন্ডু দরকার। ধন্যবাদ।
প্রতিমুহুর্তে তাই আবারও বেহুশ।
মন্তব্য করতে লগইন করুন