'রিযক' একটি স্বপ্নিল উদ্দোগ...

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৫ অক্টোবর, ২০১৬, ০৯:৫৮:৫১ সকাল



ভেজাল ও ক্ষতিকর উপাদান মুক্ত ফ্রেশ খাবার একজন মানুষের সর্ব প্রধানতম প্রথম মানবাধিকার। নূন্যতম বিবেকবান সমাজ ও রাষ্ট্র তার নাগরিকদের জন্য এটি সবার আগে নিশ্চিত করে।

কিন্তু আফসোস!

আজ আমরা এমন এক সমাজে আছি যেখানে শাক-সব্জি থেকে মাছ-গোশত, চাল-ডাল থেকে তেল-মশলা সব কিছুই আমাদের হাতে আসার আগেই বীষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তীব্র গরমে একটি জুসের প্যাকেট বা সমান্য এক গ্লাস লেবুর শরবতও আদম সন্তানের পানাহারের অনুপযোগী।

একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে বীষ খাওয়াতে পারে?

জেনে-শুনে একজন কৃষক, আড়তদার কিভাবে খাদ্যপণ্যে অবলীলায় ক্ষতিকর কীটনাশক, ফরমালিন ও বিষাক্ত সার মেলাতে পারে?

একজন ব্যাবসায়ী কিভাবে শুধুমাত্র নিজের অধিক লাভের জন্য দিনের পর দিন তার অন্য মুসলিম ভাই-বোনদের শরীরে একেরপর এক মারাত্মক সব রোগের বীজ বুনে যেতে পারে?

সমাজের চলমান এই স্রোতের বিপরীত মেরুতে চলার মতো উদ্দোগ খুবই কম। কয়েক বছর আগেই বিষয়টি নিয়ে ভেবেছিলাম তীব্রভাবে। সিদ্ধান্ত নিয়েছিলাম সামান্য আকারে হলেও কিছু করার। রিযক ব্র্যান্ড নামে তখন খাঁটি ঘি, মধূ, শরিষার তেল ইত্যাদির পরীক্ষামূলক বিক্রয় ও বিপনন চালিয়েছিলাম কিছুদিন। কিছু সীমাবদ্ধতায় সাময়িক বিরতি নিয়ে সম্প্রতি আবারও শুরু হয়েছে রিযকের পথচলা।

মদীনার খেজুর এরপর গৃহপালিত গ্রামীণ গাভীর পুষ্টিকর সুস্বাদু খাটি দুধ শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।

আমাদের ভবিষ্যত পরিকল্পনা একটি কমপ্লিট এগ্রোপ্রজেক্ট।

বিভিন্ন কৃষকদের সাথেও আলোচনা হচ্ছে। কেবলমাত্র প্রাকৃতিক জৈবসার প্রয়োগ করে চাষাবাদ করার উপর জোড় দিচ্ছি। কীট নাশক, বীষাক্ত কেমিকেল থেকে শতভাগ মুক্ত শব্জি ও ফসল উৎপাদনে তাদেরকে উদ্বুদ্ধ করছি আমরা। সাহস দিচ্ছি তাদের ফসল যেনো লস করে বিক্রি করতে না হয় আমরা তা দেখবো। দাম কিছুটা বেশি হলেও ভেজাল, ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণ ছাড়া প্রাকৃতিক, নির্ভেজাল, ফ্রেশ খাবারের কিছু নতুন পণ্য নিয়ে রিযক আরো বড় পরিসরে আসছে ইনশাআল্লাহ।

সকলের দূআ ও সহযোগীতা প্রত্যাশী।

জাযাকুমুল্লাহ।

আমাদের ফেসবুক পেজ : https://web.facebook.com/rizque24

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379038
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০১:৫৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু শ্রদ্ধেয় ভাইয়া।


যোগাযোগের অনুরোধ রইলো।


জাজাকাল্লাহু খাইরান ।
379039
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০১:৫৮
হতভাগা লিখেছেন : মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য মুক্ত থাকতে পারবেন তো ?
379051
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা হচ্ছে এখন তো বেশিরভাগ কৃষক জমিতেই কেমিক্যাল ব্যবহার করেন বাধ্য হয়ে। এই বিষয়ে ফরহাদ মাজহার এর নয়াকৃষি আন্দোলন এর কৃষক রা ভাল করছে কেমিক্যাল ছাড়া চাষ করে। আপনাদের উদ্যোগ সফল হোক।
379066
২৫ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:২৯
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File