মাসিক লাভের বিনিময়ে বিনিয়োগ (Investment) প্রয়োজন।
লিখেছেন লিখেছেন আবু নাইম ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০৭:৩৮ দুপুর
কয়েকজন ভাই যাদের বেশীর ভাগ ডাক্তার মিলে ঢাকা কমলাপুর রেল ষ্টেশনের উল্টোপাশে একটি ব্লাড ব্যাংক ও ডায়াগোনস্টিক সেন্টার করা হয়েছে। এটা করা হয়েছে প্রায় দুই বছর হল। এখানে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, প্রেসক্রিপশন অনুসারে মানব শরীরের বিভিন্ন রকমের পরীক্ষা ও এক্সরে করা হয়।
কারও ব্লাড দরকার হলে সরবরাহ করা হয় এবং ব্লাডের বিভিন্ন রকমের টেষ্ট করা হয়।
আল হামদুলিল্লাহ এটি বর্তমানে ভাল অবস্থানে আছে এবং সকল সমস্যা কাটিয়ে ও মাসিক খরচ মিটিয়ে এ অক্টোবর-২০১৬ থেকে লাভে পড়েছে। বর্তমানে কিছু জরুরী ইকুইপমেন্ট কেনার জন্য এ মুহুর্তে ৩ থেকে ২ লাখ টাকা প্রয়োজন। যা মাসিক ইনকামের উপর একটা লভ্যাংশ হিসেবে ধরে দেয়া হবে। তাতে প্রতি মাসে লাখ প্রতি দেড় হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ভাল মনের কোন ভাই যদি আগ্রহী হন তা হলে এ ই-মেইলে যোগাযোগ করতে পারেন। 01709649300
আল্লাহ কল্যাণ ও মঙ্গল দান করুন ও আমাদের সহায় হোন। আমিন।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন