মসজিদ নির্মানের জন্য আর্থিক সহযোগিতার জন্য আবেদন।

লিখেছেন লিখেছেন আবু নাইম ০৫ জুন, ২০২১, ০৮:২১:৩২ রাত

আলহামদুলিল্লাহ। মসজিদের সকল কাজ শেষ পর্যায় এখন.....এখন টাইলসের কাজ চলছে সব মিলিয়ে এক লাখ টাকার মত প্রয়োজন।অনেক শহর গ্রামেও দেখী আলীশান বাড়ী। মোজাইক-টাইলশ করা বিশাল মসজিদ। অথচ আমাদের এ প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সমুদ্র উপকুলবর্তী বন্যা-জলোচ্ছ্বাস এর এলাকা। অনেক চেষ্টার পর একটি পাকা মসজিদ হচ্ছে। আল-হামদুলিল্লাহ। দু-তিন ইউনিয়নে এরকম মসজিদ আর হয়নি............ আপনারসহ আপনার আশ-পাশের লোকদের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি....

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন-

‍‌"একমাত্র তাঁরাই আল্লাহর মাসজিদ সমূহ রক্ষণাবেক্ষণ করবে, যাঁরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায়, তাঁরাই হবে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভূক্ত।" (সুরাহ-৯ আত-তাওবাহ, আয়াত-১৮)

রাসূলুল্লাহ (সাঃ) বলেন-

"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মাসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা তাঁর জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরী করবেন।" (সহীহুল বুখারী-হা/৪৫০)

রাসূলুল্লাহ (সাঃ) বলেন-

"যখন মানুষ মুত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়- (১) সাদাক্বাহ জারিয়া, (২) এমন জ্ঞান যারা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে, (৩) নেককার সন্তান যে তার জন্য দুআ করতে থাকে।"

আপনিও এ মহত কাজে অংশগ্রহণ করতে পারেন ‍‍‍‌‌‌‌‍‍"ইনশা-আল্লাহ"

১-আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার দরবারে এ মাসজিদ ক্ববুলের দু'আ করে।

২-এককালীন অথবা মাসিক সাদাক্বার মাধ্যমে।

৩-এক মুসাল্লা পরিমান জায়গার মূল্য (পাঁচ হাজার টাকা) দিয়ে।

৪-সাদাক্বাহ সংগ্রহ করে দেয়ার মাধ্যমে।

৫-আপনার ইখলাছপূর্ণ সার্বিক সহযোগিতার মাধ্যমে।

Allah Subhanahu wa ta’ala says

“The Masjid of Allah shall be maintained only by those who believe in Allah and the Last Day, perform as-Salat (lqamat as-Salat), and give Zakat and fear none (at all) except Allah. It is hoped that they are to be among those on the right path”. (Surah At-Tawbah -9, Verse: 18)

The Prophete Says

“Whoever built a Masjid, Intending Allah’s Pleasure, Allah would build for him a similar palace in Paradise.” (Sahih Al-Bukhari, Hadith No.-450)

The Prophete Says

“When a person dies, his deeds are cut off except for three: Ongoing Charity (Sadaqah Jariyah) Knowledge that others benefited from, and a righteous Son who supplicates for him.” (Sahih Muslim H/1631, Nasaiy H/3651, Tirmiji H/1376)

You can also participate in this noble effort “In sha-Allah” by

1-Praying to Allah Subhanahu Wa Ta’la for the success in the building process.

2-Sending your Sadaqa at a time or through monthly installments.

3-Bearing the expenditure (BD TK-Five thousand) incurred for the prayer space for one person.

3-Collecting Sadaqa from others for the purpose.

4-Sincerely helping and cooperating in any other way of means.

মসজিদের স্থান: মধ্যগেন্ডামারা, পো: বেহালা, থানা: তালতলী, জিলা: বরগুনা। বাংলাদেশের একেবারে দক্ষিন সীমান্তে সমুদ্র উপকুল এর কাছাকাছি। আরও জানতে চাইলে আমার ই-মেইলে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইল।

Md. Zakir Hossain.

MSA-20502050200073611

Islami Bank Bangladesh Ltd.

Dhanmondi Branch, Dhaka.

E-mail:

Phone: +8801709649300


বিষয়: বিবিধ

৭৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File