লাব্বাইক, আল্লাহুম্না লাব্বাইক।

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫৫:৩৩ রাত



লাব্বাইক, আল্লাহুম্না লাব্বাইক।

লাব্বাইক, আল্লাহুম্না লাব্বাইক

এ জীবনের সর্ব প্রাচীন আশা, দিলের কত যে তামান্না। হজ্বে বায়তুল্লাহ ও যিয়ারতে মাদীনাতু রাসূলিল্লাহ।



আমাদের এবারের হজ্বের সফরের মূল কাজ শুরু হবে আগামী কাল থেকে। আগামী কাল আমরা যাবো মিনা ইনশাআল্লাহ। আল্লাহ যেনো আমাদের হজ্জ্বে মাবরুর নসীব করেন সেই জন্য সকলের কাছে বিনীত দূআ প্রার্থী।

আয় আল্লাহ!

তুমি আমাদের কবূল করে নাও।

মাকবূল হজ্বের তাওফীক দাও।

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377370
০৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৫২
হতভাগা লিখেছেন : হাজিদেরকে বলা হবে আজকে রাতে 'এশার নামাজ পড়ার পরেই যেন মিনাতে যাবার জন্য প্রস্তুত থাকে । মোয়াল্লেমের পাঠানো গাড়ি রাত ৯ টাতেও আসতে পারে , আবার ১২ টাও লেগে যেতে পারে । তাই এজেন্সীর পক্ষ থেকে বলা হবে যে , আপনারা পারলে ঘুমিয়ে যাবেন । আমাদের লোক আপনাদের জাগিয়ে দেবে ।

ঘুমানো কি সোজা এরকম টেন্স একটা মুহূর্তে !
২১ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:২৬
313091
মাই নেম ইজ খান লিখেছেন : আমাদের গাড়ি এসেছিলো সাড়ে বারোটায়।

খুব টানটান সময় কেটেছে!
377380
০৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের ভুলবেন না দুয়া করার সময়।
২১ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:২৬
313092
মাই নেম ইজ খান লিখেছেন : অবশ্যই ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File