প্রতিশোধের আগুনে নয় মোরা -ইনছাবি বিচারেই বদলা নিব । হে জালিম !! তোমার দিন খুব নিকটে ইনশাআল্লাহ। প্রস্তুত থাক !!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৬:২৪ রাত
কুকুরের মতো আচরন কারীরাই শুধু প্রতিশোধের আগুনে অন্ধ হয়। নেশা খোরেরা যেমন মাতাল হলে সত্য-মিথ্যা পৃথক করতে ভুলে যায়। নিজের স্বার্থের জন্য অন্ধ হয়ে নিজ পিতামাতার হত্যাকারীর সাথে খোশ গল্পে মজে যায় এমন কি মজলুমদের প্রতি সামান্য ন্যায় বিচার টুকুও করতে ভুলে যায় ওরা !! সেই ওরা একদিন ডাস্টবিনের ময়লার সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যায়।
আর আমরা !!!
নহে গো ! আমরা যদি কোন কিছু করি তবে সেটা একজনের সন্তুষ্টির জন্য করি । যদি কোন বিচার করি সেটা ন্যায় বিচারই করি এবং একজনকে ভয় করে করি।
এমনকি আমাদের উপর যে জুলুম করে জানমালের ক্ষতি সাধন করেছিল তার বিচারও আমরা ন্যায়ের মানডন্দের উপর করি।
আমরা তাদের কৃতকর্মের বদলা নিব কিন্তু ন্যায় এবং হকের মাধ্যমে একজনকে হাজির নাজির মনে করে।
আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে আল্লাহ যতদিন আমাদের নসিবে কষ্ট লিখেছেন ততদিন কষ্ট করতেই হবে
ইনশাআল্লাহ সেই দিনটি আর বেশী দুরে নয় রাত্রদিনের মতন সত্য বলে আমরা বিশ্বাস করি
আমিন
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাইরে বসে বসে হেন হয়েঙ্গা তেন হয়েঙ্গা করলে হবে ?
বছর খানেক ধরেই তো এরকম বুলি আউড়িয়ে যাচ্ছেন আর এইদিকে নেতাদের সংখ্যা তো কমে আসছে । শিবিরকেও ব্যান করার সময়ও চলে এসেছে ।
আপনাদের নেতারা যারা দেশে পড়ে আছেন তারা ততটা সৌভাগ্যবান নয় আপনাদের মত ।
আল্লাহর ধরা বড় ধরা
মজলুমের চোখের পানি যখন আল্লাহ কবুল সেই দিনই নাস্তিকের ক্ষমতার রদবদল হবে
ক্ষমা না চাওয়ায় পরকালের বিচার তো আছেই ।
কার বিচার করছে এবং কোন বিচারটা করেছে বলতে পারবেন? বাজে কথা বলে কোন লাভ নাই যারা ৭১ সালে হত্যা লুন্ঠন করেছিল খুন করেছিল তাদের কাউকেই সরকার বিচারের আওতায় আনতে পারেনি
শুধু মাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য জামায়াত নেতাদেরকে ফাসিতে ঝুলিয়েছে
আওয়ামী লীগ বিচার করছে ৭১ এ কৃত দেশবিরোধী অপরাধের যা জামায়াতের নেতারা করেছিল ।
স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগেরই এটা করা উচিত ছিল এবং তারা সেটাই করছে ।
জনগনের বড় চাওয়া ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করা । বিশেষ করে ২০০৯ সালের পরে এটা বিরাট ইস্যু হয়েই আসে । কারণ এতদিন জনগন জামায়াতকে সুযোগ দিয়েছিল ক্ষমা চাইবার । ক্ষমা চাইলে যে পেয়ে যেত সেটার কিছু লক্ষণও তারা দিয়েছিল বিগত নির্বাচন গুলোতে । জামায়াত সেটা না করে উল্টো দম্ভই করেছে ।
তাই জামায়াতের প্রতি সাধারণ মানুষের আর সিমপ্যাথী নেই । আর মুক্তিযুদ্ধের দল হয়ে আওয়ামী লীগ বুঝতে পেরেছিল যে জামায়াতকে নিয়ে টাল বাহানা করলে তারা বিলীন হয়ে যাবে ।
আপনারা যারা জামায়াত শিবির করেন তারা কি নিশ্চিত যে - যাদেরকে তারা হত্যা করিয়েছে বা করেছে তাদের ওয়ারিশেরা জামায়াত নেতাদের ক্ষমা করে দিয়েছে ?
বড় বড় বুলির ভিতরই আওয়ামিলীগ থাকবে বুলির বাইরে বের হলেই বোল্ট আউট হবে ইনশাআল্লাহ
এই আড়াইটা বছর অপেক্ষা করেছে । আরও আড়াইটা বছরও পারবে অপেক্ষা করতে ।
মন্তব্য করতে লগইন করুন