আওয়ামী লীগ: দলের মধ্যে গণতন্ত্র চর্চা কতটা গুরুত্ত্ব পেল?

লিখেছেন লিখেছেন ব১কলম ২৫ অক্টোবর, ২০১৬, ০৬:৫০:৫২ সকাল



বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্মেলন শেষ হবার পর এখন নতুন কমিটিগুলো নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে চলছে বিস্তর আলোচনা।

বেশ জাঁকজমকপূর্ণভাবে ক্ষমতাসীন দলের এ সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটির কোন প্রয়োজন হয়নি।

বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলে যেভাবে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে সেখানে দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা কতটা গুরুত্ব পেয়েছে সেটি নিয়ে অনেকের প্রশ্ন আছে।

নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাতে সোমবার সকাল থেকেই ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে ছিল শত-শত নেতা-কর্মীর ভিড়।

ওবায়দুল কাদের যে সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন সেটি কাউন্সিলের আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জোরালো আভাস ছিল।

নেতৃত্ব নির্বাচনে যদি ভোটাভুটির প্রয়োজন না হয় তাহলে দেশের প্রতিটি জেলা-উপজেলা থেকে এত বিপুল সংখ্যক নেতা-কর্মী ঢাকায় জড়ো করে আওয়ামী লীগ কী অর্জন করলো? আগে থেকেই যদি নেতৃত্ব নির্ধারণ করা থাকে তাহলে কাউন্সিলের প্রয়োজন হলো কেন?

মুন্সীগঞ্জ আওয়ামী লীগের একজন নেতা আখতার হোসেন খান লাবু মনে করেন, সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভোটের প্রয়োজন না হলেও সর্বসম্মতভাবেই নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

মি. খান বলেন, "এটা মতামতের ভিত্তিতেই হইছে। হয়তো ভোটাভুটি হয় নাই। নাম প্রস্তাব করা হইছে, বিকল্প কোন নাম নাই। তাহলে সেক্ষেত্রে এটা মতামত হইল না? সেখানে তো জিজ্ঞেস করা হইছে বিকল্প বিকল্প কোন প্রস্তাব আছে কিনা।"



সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগ সদস্যরা

আওয়ামী লীগের অনেক কাউন্সিলরের সাথে কথা বলে পরিষ্কার বোঝা গেল নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটি না হলেও সেটি নিয়ে তাদের মনে কোন আক্ষেপ নেই।

সভাপতি হিসেবে শেখ হাসিনাকে নিয়ে তাদের মনে কোন প্রশ্ন নেই।

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের যে শেখ হাসিনার পছন্দের প্রার্থী সেটি বুঝতেও কাউন্সিলরদের কোন অসুবিধা হয়নি।

সেজন্য সাধারণ সম্পাদক পদে বিকল্প কোন নামও আসেনি।

নেত্রকোনা আওয়ামী লীগের একজন নেতা বলছিলেন ভোট না হওয়ায় বরং ভালোই হয়েছে।

তিনি বলেন, "ভোটাভুটি হলে অনেক সময় দেখা যায় যে সঠিক নেতৃত্ব জায়গায় আসে না। তখন কালো টাকার ছড়াছড়ি হয় এবং নানা ধরনের প্রভাব থাকে। সেজন্য সঠিক নেতৃত্ব সঠিক জায়গায় নাও আসতে পারে।"

নেতৃত্ব নির্বাচনে শেখ হাসিনার প্রভাব যেমন স্পষ্ট, তেমনি দল পরিচালনাতেও তার কথাকে শেষ কথা মনে করেন নেতা-কর্মীরা। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে কোন নির্দিষ্ট ব্যক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন না অনেক নেতা-কর্মী।

নাম প্রকাশ না করে জেলা পর্যায়ের একজন নেতা বলছিলেন , "পার্টির দিক-নির্দেশনা আসে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে। উনি যাকেই নেবেন সেটা কোন বিষয় না। উনার (শেখ হাসিনা) সিদ্ধান্তেই কাজ হয় পার্টিতে। এটাই বড় ব্যাপার।"



আওয়ামী লীগ সদস্যরা

সম্মেলনের আগের দিন বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, নেতৃত্ব নির্বাচনে কী হতে যাচ্ছে সেটি তিনি এবং শেখ হাসিনা জানেন। এমন কথা সংবাদ মাধ্যমে এসেছে।

মি. আশরাফের কথায় একটা ইঙ্গিত মিলছিল যে নতুন নেতৃত্ব নির্বাচনে শেখ হাসিনার ভূমিকাই হবে মুখ্য।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ সম্পাদকের পদপ্রাপ্তি তার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি। সেজন্য তিনি প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

মি. কাদের বলেন, "আমি আমার পরিশ্রমের পুরষ্কার পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছেন। আমি আমার নেত্রীর কাছে, আমার অভিভাবকের কাছে কৃতজ্ঞ।"

আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বলে বোঝা গেল, শেখ হাসিনার পছন্দে তাদের পুরোপুরি আস্থা রয়েছে।

তারা বলছেন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলে এমন একজন সাধারণ সম্পাদক প্রয়োজন যিনি জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন।

ওবায়দুল কাদের হয়তো সে বিবেচনাতেই এগিয়ে ছিলেন বলে তাদের ধারণা।

সূত্র: বিবিসি

বিষয়: রাজনীতি

৯৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379041
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০২:০৩
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের বেসিক খুবই স্ট্রং । কে এলো না এলো সেটার পরোয়া করে না কেউ ।

জননেত্রী দলটাকে অপরাজেয় পর্যায়ে নিয়ে এসেছেন।
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ১২:৫৩
314007
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আওয়ামী লীগের বেসিক খুবই স্ট্রং

এ কথাটি সত্য!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
379054
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশে বা উপমহাদেশের কোন রাজনৈতিক দলেই কি গনতন্ত্র আছে?? একমাত্র ব্যাতিক্রম জামায়াতই ইসলামি।
379067
২৫ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৩০
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ /
379096
২৬ অক্টোবর ২০১৬ সকাল ০৮:০৪
ব১কলম লিখেছেন : শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File