অচলাবস্থা কাটিয়ে স্বরূপে ফিরে আসায় বিডি পরিবারের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম >-
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৪ জুন, ২০১৫, ০৮:০৪:১৭ সকাল
বোন মাহবুবা সুলতানা লায়লা সকাল বেলা চোখ কচলাতে কচলাতে পিসির সামনে বসে যখন দেখবেন একি! শুধু পাঠক হয়ে বসে থাকা নয়, আজ তিনি কমেন্টও করতে পারছেন! শুধু কি তাই? নিজের ও অন্যদের পাড়ায় সহজে ঘুরে আসতে পারছেন, তাতে করে যে অনাবিল আনন্দ সুখে উদ্বেলিত হবেন, সে আনন্দ সুখ কি কোটি টাকায় মিলবে? অথচ বিডি পরিবার উনাকে তা বিনামূল্যেই প্রদান করলেন!
সবার প্রিয় ব্লগার ‘ক্ষণীকের যাত্রী’ যখন ব্লগের অচলবস্থা দেখে হতাশ হয়ে অনিয়মিত হওয়ার শংকার কথাই জানিয়ে দিলেন, তখন পরিবারের স্বরূপে ফিরে আসা দেখে নিশ্চয় কাছে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন।
‘জান্নাতের বাবা’ যখন কমেন্ট, প্রতিকমেন্ট হারানোর পর নিজের ব্লগ পাড়ায় পর্যন্ত প্রবেশাধিকার হারালেন, তখন ধৈর্যসহকারে অপেক্ষা করার পর ব্লগের পুনরায় সচল হওয়া দেখে নিশ্চয় খুশিতে আত্মহারা হয়ে মুহুর্মুহু কমেন্টের বন্যা বইয়ে দেবেন। উনি আশার বাণী শুনিয়েছিলেন, 'নিজের পাতায় ঢুকতে না পারার সমস্যা সমাধান হয়ে যাবে'। অতঃপর তাই হল।
‘নূর আয়শা আব্দুর রহিম’ তো পারলে পরিবারের দেখভাল করার পুরো দায়িত্বটাই কাঁধে তুলে নেন। কিন্তু প্রশাসনিক দায়িত্বটাতো এডমিন প্যানেলের, তাই বলে দায়িত্ব থেকে রহিম ভাই মুক্তও নন বরং দূর থেকে চিল্লায়ে, চিৎকার চেঁচামেচি করে, বারংবার ব্লগ সচল করার আহবান জানিয়ে সম্পাদকদের ব্যতিব্যস্ত করে রাখেন। শুধু কি তাই, ব্লগ নিয়ে গত ক’দিন ধরে হতাশাগ্রস্ত ভাই বোনদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেই যাচ্ছেন। বিডি পরিবার ব্লক, ডোমেইন পরিবর্তন, পুনরায় সচল, এই সমস্ত আপডেইট রাত দুপুরে রহিম ভাইয়ের কাছেই পাবেন। সম্প্রতি ব্লগে উনার অবদান সত্যিই অনস্বীকার্য।
বিপদে অধৈর্য না হয়ে শক্ত হাতে হাল ধরা চাট্টিখানি কথা নয়, তা সবাই পারেও না। ব্লগের আকস্মিক অচলবস্থায় ব্লগারদের অস্থিরতা, হা হুতাশ প্রশমনে রিদওয়ান কবির সবুজ, শেখের পোলা, অবাক মুসাফীর ভাইদের মত আরো অনেকে আল্লাহ্ রাব্বুল আলামিনের প্রতি ভরসা এবং ধৈর্যধারণ করার পরামর্শই দিয়েছেন।
আমি জানিনা, ব্লগের চরম বিপর্যস্ত অবস্থায় আমার বড় বোন, সন্ধ্যাতারার অনুভূতি কী? সম্ভবত বেশ কিছুদিন ধরে উনি খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, তাই উনার অনুভূতি জানতে পারছি না। তবে এটা ঠিক যে, ব্লগের কোনো সমস্যা হলে, ব্লগারদের উপস্থিতি কমে গেলে সবচাইতে বেশি যাদের ভাবায়, কাঁদায়, মন ভারাক্রান্ত করে তুলে, তাদের মধ্যে ‘সন্ধ্যাতারা’, ‘মাহবুবা সুলতানা লায়লা’ অন্যতম।
আমার পাজি ‘পনি’ বোনটার কথা কিছু বলতে পারছি না। ব্লগের এহেন দুরবস্থায় তারইতো বেশি কষ্ট লাগার কথা, কেননা ব্লগ পোস্ট এবং কমেন্টে যাদের উপস্থিতি ব্লগপাড়াকে সরব রাখতে বাধ্য, তাদের মধ্যে ‘পনির’ অবস্থান সর্বাগ্রে।
স্লেভ ভাইতো পুরাই হতাশ! নিজের পাতায় প্রবেশ করতে না পারলে উনার লেখা পাঁচশোর চাইতে বেশি পোস্ট মাটি হয়ে যাবে। আল্লাহ্ তাঁর বান্দা গোলামকে (দি স্লেভ) ভালোবাসেন, এখন আর উনার পোস্টগুলো মাটি হওয়ার কোন ঝুঁকি রইল না।
বোন ‘সাদিয়া মুকিম’ তো বেশ আছেন! কি সুন্দর চমৎকার গল্প পোস্ট করলেন, অবশ্য বরাবরই ভালো লিখেন, পড়ে আমি নিদারুণ যন্ত্রণা পেয়েছি। ‘তোমার সাথে বেঁধেছিনু এ প্রাণ’ গল্পটি আমার কাঁটা ঘায়ে লবণ ছিটিয়েছে। গল্পটি আমার মনোবেদনার কারণ হওয়াতে উনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি! কি মনে করেছে, আমি এমনিতে ছেড়ে দেব?
বোন রাইয়ান! উনার কথা কি বলব! কতদিন পর এলেন, এসেই পড়লেন উটকো ঝামেলায়! আমরা পারিনি উনার পুনরায় আগমনকে স্বস্তিদায়ক করতে। সরি! বেচারি প্রতিযোগিতার লেখাগুলো পড়তে না পারে কি কষ্টেই না আছেন! সমবেদনা জ্ঞাপন করছি! মন খারাপ করে না বোনটি!
হতভাগা, আবু জারীর, ছালসাবিল, মিনহাজুল মাছুম, ফাতিমা মারিয়াম, এ এস ওসমান, প্যারিস থেকে আমি, মোহাম্মদ আব্দুল মতিন মুন্সী, মোহাম্মদ লোকমান, লোকমান বিন ইউসুফসহ আরো অসংখ্য ব্লগার, নিয়মিত পোস্ট কমেন্ট করে ব্লগ পাড়াকে সচল রেখে চলেছেন, অজানা কোন কারণে ব্লগের হঠাৎ অচলাবস্থা নিশ্চয় উনাদের খুব পীড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ্ আজ সবার কষ্ট লাঘব হবে, প্রিয় পরিবারকে আগের মতই শান্তি সুখের নীড় হিসেবে ফিরে পাওয়া যাবে।
আচ্ছা, ব্লগ ব্লক হোক, হোক ব্যান, থেমে যাক সকল আড্ডা ফাডডা, তাতে আমাদের কি? কিছুই না, তবুও অনেক কিছু! কেউ কাউকে চিনিনা, তবুও এক আশ্চর্য টান! আমরা সবাই বিডি পরিবারের সদস্য, এখানে নেই রক্তের সম্পর্ক, কিন্তু আছে আত্মার সম্পর্ক! এই ভার্চুয়াল পরিবারের সদস্যের মাঝে এ এক অবিচ্ছেদ্য সম্পর্ক! এখানকার প্রতিটা সদস্যের পরস্পরের প্রতি নির্মল টান দেখে অবাক না হয়ে পারিনা।
আপনি এখানে আছেন, বুঝবেন না, আপনাকে সবাই কতটা ভালোবাসে, যখনি আপনি কোনো কারণে ব্লগে উপস্থিত হতে পারবেন না, অথবা অনেক দিন আপনার উপস্থিতি নেই, তখন চুপিসারে কারও কাছ থেকে জেনে নেবেন, পরিবারের অন্যসব সদস্যরা আপনাকে কতটা মিস করে, ভালবাসে। আমি হলফ করে বলতে পারি, আপনার প্রতি সবার অকৃত্তিম ভালোবাসা দেখে আপনি আর কখনো অনুপস্থিত থাকতে পারবেন না!
শুধু এখানেই শেষ নয়, আপনি বিপদে আপদে পড়েছেন? ব্লগে আসুন, কষ্টগুলো শেয়ার করুন, দেখবেন সবাই আপনার জন্যও দোয়ার ডালি নিয়ে হাজির! অথবা কোন কারণে খুব আনন্দিত, কিন্তু পারছেন না কারও সাথে শেয়ার করে আনন্দ ভাগভাগি করতে? এখানে আসুন, প্রাণখুলে শেয়ার করুন, দেখবেন, আপনার আনন্দে সবাই আনন্দিত হচ্ছে, হাস্যরস আর সীমাহীন ভালবাসায় ভরা প্রতিটা কমেন্ট আপনার হৃদয়ে আনদের ঝঙ্কার তুলছে।
অবসাদ গ্রস্ততা আপনাকে দারুণ যন্ত্রণা দিচ্ছে। কিছুতেই মুক্তি মিলছে না তার থেকে? আড্ডাবাজদের এই ব্লগে আসুন, বসুন, সহসাই কেটে যাবে আপনার অবসাদ গ্রস্ততা।
এখানে সবাই আসে মনের মাধুরী মিশিয়ে সুখ দুঃখের কথা বলতে, শুনতে, ভালোবাসতে, ভালবাসা পেতে, ভাল লাগতে ভাললাগাতে, নির্মল আনন্দ বিনোদন আর খোশ গল্পে মেতে উঠতে। সত্যি কোন নবাগত ব্লগার এখানে এসে কিছুদিন অতিবাহিত করলে, কিছু ব্যতিক্রম ছাড়া, সারাজীবনের জন্য তা ভাললাগার কারণ হয়ে থাকবে, এর থেকে দূরে থাকতে পারবে না, মায়ার টানে বারবার ফিরে আসতে বাধ্য।
এই ব্লগ, ব্লগের মানুষগুলো যেনো আত্মার আত্মীয়। সোনার বাংলা ব্লগ যখন বন্ধ হয়, আমি তখন শ্রীঘরে। পত্রিকায় খবর পাই, ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে। তখন ব্লগ সম্পর্কে খুব সামান্যই জ্ঞান ছিল। তবুও সেদিন যন্ত্রণায় কাতর হয়েছিলাম। মেনে নিতে পারছিলাম না। পরে জানতে পারি, অনেকের লেখা জনমের তরে হারিয়ে যায়। সোনার বাংলাকে দূর থেকে ভালবাসতাম। তবুও এত টান! বিডি টুডে দূরে নয়, প্রাণের সাথেই জুড়ে আছে। এর প্রতি আমার অবিচ্ছেদ্য টানের কারণ অজানা! কিভাবে এতো টান সৃষ্টি হলো জানিনা, এতটুকু জানি, এর থেকে দূরে থাকা অসম্ভব!!!!!
আমি ‘সামহোয়্যারিন’ ব্লগেও লিখি, কিন্তু বিডি টুডেতে লিখে যে মজা পাই, তার কানাকড়িও অন্য ব্লগে পাই না! যে ব্লগ এতো বেশি মজা দেয়া এবং নেয়ার উৎস, তার অবস্থা ‘সোনার বাংলা’ ব্লগের মত হয়ে যাওয়া কোনভাবেই যে মানতে পারি না! এইবার সত্যিই ভয় পেয়েছিলাম। কেননা এইবারের সমস্যাটা অন্যান্যবারের চাইতে আলাদাই ছিল। অন্যান্যবার দেখা যেতো, ব্লক করে দেওয়ার কারণে কিছু মানুষ ব্যবহার করতে পারতোআবার কেউ পারতো না, কেউবা প্রক্সি সার্ভার, এড অন্স ব্যবহার করে চালাতে পারতো।
এইবারের সমস্যা সবাইকেই ভুগিয়ে ছাড়ল। আল্লাহর দরবারে হাজার হাজার শোকরিয়া, সম্পাদকদের আপ্রাণ চেষ্টা সাধনার পর কিছুটা দেরি হলেও ‘নিজের পাতায়’ প্রবেশ করতে না পারার সমস্যাটা আলহামদুলিল্লাহ্ কেটে গেছে।
সম্পাদকদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ব্লগ আগের অবস্থায় ফিরে আসায় সকল ব্লগারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শুভ ব্লগিং!
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাই হোক, গতকাল রাতে আব্দুর রহমান ভাইয়ের পোস্ট থেকে প্রথম জানতে পারি এই ব্যাপারটা। খুশি হয়েছিলাম, কিন্তু পুরোপুরি খুশি হতে পারিনি। কারণ, কিছু দিনের সব পোস্ট এবং কমেন্ট গুম হয়ে গেছে। সে সম্পর্কে অ্যাডমিন প্যানেল কেন কিছুই বলছেনা আল্লাহ মা'লুম। highly suspecious ব্যাপার স্যাপার।
আপনি ঠিক বলেছেন, একটু আশ্বাস পেলে মাথার উপর থেকে টেনশন অনেকাংশে দূর হয়ে যায়। আমার মনে হয় আমাদের আশ্বাস না দেওয়ার পেছনে কৌশলগত কোন কারণ থাকতে পারে। বাকিটা আল্লাহ্ ভালো জানেন।
আমিও আব্দুর রহিম ভাইয়ের মাধ্যমে সকালে জানতে পারি। আল্লাহ্ উনাকে উত্তম জাযা দিন।
আমিও আমার লেখায় দুইজনের কমেন্ট পাইনি, জানিনা সে দুজন মানুষ কে, যারা কিনা ভালবেসে আমার লেখায় কমেন্ট করেছেন!
তারা যে চেষ্টা করে যাচ্ছেন তাতে কোন সন্দেহ নেই। আশা করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কষ্ট পাবেন না।
ধন্যবাদ আপনার অনুভূতি জানিয়ে সুন্দর মন্তব্যটি করার জন্য।
এই সব কাব যাব আর কতদিন ?
তবে একটা জিনিস ভালই লাগছে যে , যেভাবেই আটকায় না কেন মডুরা মাশা আল্লাহ ঠিকই বের হয়ে আসার পথ পেয়ে যায় ।
কথায় আছে না '' বজ্র আটুনি , ফষ্কা গেরো '' !
সমালোচনা সহ্য করার একটা নির্দিষ্ট সীমা সবারই থাকা উচিত । এ ধরনের সীমাধীন থাকা সমালোচনা পজিটিভ ভাবে গ্রহন করে নিজের অনেক ভুল শোধরানো যায় ।
বাইরের দেশের বড় বড় নেতারা এসব সমালোচনাকে গায়ে মাখেন না , বেশীর ভাগ ক্ষেত্রেই এড়িয়ে যান ।
কাব যাব তো আমাদের নিত্য সঙ্গী। চলবে আমৃত্যু!
একবার চিন্তা করে দেখুন, মডারেটররা যদি দায়সারাভাবে কাজ করতেন, অথবা ব্লগের প্রতি দৃষ্টিপাত না করতেন, তাহলে ব্লগ বন্ধ হয়ে পড়ে থাকতো, আমরা চিল্লা বাল্লা করতাম, আর অন্যদিকে মডারেটররা নিশ্চিন্তে ঘুমাতো! কিন্তু না, উনারা ঠিকই কাজ করে যাচ্ছেন, সকল প্রতিকূলতা মোকাবিলা করে এখনও পর্যন্ত আমাদের ব্লগের সাথে থাকার সুযোগ করে দিচ্ছেন।
'সমালোচনা সহ্য করার একটা নির্দিষ্ট সীমা সবারই থাকা উচিত । এ ধরনের সীমাধীন থাকা সমালোচনা পজিটিভ ভাবে গ্রহন করে নিজের অনেক ভুল শোধরানো যায় ।'
উপরের অংশটুকু কার উদ্দেশ্যে কেন বলেছেন বুঝতে পারিনি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
লেখাটা সংরক্ষণে থাকলে আবারো পোস্ট করুন, তাহলে মনের কষ্ট লাঘব হয়ে যাবে। আর একটা অনুরোধ, প্রত্যেকটা লেখা পিডিএফ করে রাখুন।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমার মনের ভেতর কি আছে অথবা আমি কি বুঝেছি যতক্ষণ না তা আপনাকে বলব, তার আগে আপনি কেমন জেনে গেলেন, আমি ভুল বুঝেছি?
সামান্য মন্তব্যের জবাবে অপ্রাসংগিকভাবে কোরআন হাদীসের কথা নিয়ে বিশাল মন্তব্য করা নিজেকে জানান দেয়ার শামিল নয় কি? কোরআন হাদীস কোন গাল গল্প নয়, যেখানে সেখানে বয়ান করলাম।
আমি কথাটা কেন বলেছি, আপনি মন্তব্যের জন্য চাতক পাখি হয়ে থাকেন নাকি সাদিয়া মুকিমের প্রতি আমার ভাললাগার জানান দিয়েছি, তা একবার ভেবে দেখেছেন? দেখেন নি! আপনার যখন সাদিয়া মুকিমের মন্তব্য এতো ভালো লেগেছে, আমারও এবং আর সবার উনার মন্তব্য অনেক ভালো লাগে সেটাই বুঝিয়েছি, কিন্তু আপনি নিজেই বিষয়টা না বুঝে আমাকেই বেবুঝ বানিয়ে দিলেন!!!!
আপনার হিউমারের শ্রী দেখে ব্যাপক বিনুদিত হলাম!
আপনি কমেন্টের আশায় বসে থাকেন কি থাকেন না, কমেন্ট নিয়ে আপনার মাথা ব্যাথা আছে কি নেই, সে বিষয়েতো আমি কিছু বলিনি, বুঝাইওনি, অথচ আপনি কিসব ভুলবাল বুঝে কথাটা অযথাই নিজের গায়ে মেখে নিলেন! যা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত! @ তবুও আশাবাদী।
পুনর্বার মন্তব্য না আশাই কাম্য। অযথা তর্ক বিতর্ক ভালো লাগে না!
একটু কষ্ট হবে, তবুও কাজটি করে দ্রুত করে ফেলুন। লেখাগুলো লিখতে অনেক কষ্ট হয়েছে, হারিয়ে নিশ্চয় অনেক কষ্ট হবে।
লেখায় হয়তো সবকিছু, সব কথা উত্তমরূপে প্রকাশ করতে পারি না, আমি সত্যি এই ব্লগকে অনেক ভালবাসি, ভালবাসি সকল ব্লগারবৃন্দকে। আপনার আন্তরিক বলেইতো আমার আন্তরিকতা আপনাদের প্রতি কিছুটা প্রকাশ পায়।
সত্যিই সামুতে ভালো লাগে না। আসল কথা হল, সেখানে আমাদের সমআদর্শের লোকের বিপরীতে বিপরীত আদর্শের লোকই বেশি। আর ওরাতো ব্লগটাকে বাপের সম্পত্তি বানিয়ে রেখেছে!
হ্যাঁ, আমিও খুব ভালো কিছু ব্লগারের সন্ধান পেয়েছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আমাদের পথচলা সব সময়ই একি অবস্থায় থাকবে, থাকা উচিত, হোক ভার্চুয়াল অথবা বাস্তব।
আপনার উপস্থিতি সত্যিই আমার খুব খুব ভালো লাগে, কেন জানিনা! আমার ভাললাগার মূল্য দিতে টাচে রাখবেন কিন্তু!
মন্তব্যের জন্য ধন্যবাদ নেবেন।
তবে বিপদের সময় ব্লগের পাশে থাকতে পেরেছি সেটাই আসল কথা।
পাশে থেকেছেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আশা করছি আপনার পাশে থাকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্যে অনুভূতি জানান দেয়ার জন্য ধন্যবাদ নেবেন জনাব।
মডুদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও সুন্দর পোস্টটির জন্য অন্নেক অন্নেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা খুব আপন করে নিলাম।
আপনাকেও অনেক ধন্যবাদ আমার পাড়ায় এসে প্রথমবারের মত কমেন্ট করার জন্য।
আপনার এই পোষ্টটি স্টিকি হওয়ার দাবী রাখে। বিবাহের পূর্ব মুহুর্তে অনেক অনেক শুভেচ্ছ।
না না না এক নিশ্বাসে কি লেখা যায় বলেন! তবে খুব অল্প সময় নিয়েই লিখেছি লেখাটি। ভেবেছিলাম, সামান্য কিছু লিখে পোস্ট করবো, পরে দেখি বেশ বড় হয়ে গেছে।
আপনারাই পারবেন জাতিকে পথ দেখাতে।
আপনার কথা যেনো বাস্তবে পরিণত হয়। আল্লাহ্ তাওফীক দান করুন। আমিন।
মুমিনরাই অল্পতে তুষ্ট থাকতে অভ্যস্ত। আপনার তুষ্ট থাকায় আমি খুব খুশি হয়েছি। একেবারে সব হারানোর চেয়ে কিছু পাওয়া নিশ্চয় অনেক ভালো।
স্টীকী হওয়ার মত করে লিখিনি, বা এমন চিন্তা মাথাও আসে নি। আপাতত স্টিকী কোন সম্ভাবনা নেই কেননা অনেক দিন থেকে প্রতিযোগিতার লেখাটা স্টিকীর জায়গা দখল করে আছে।
আমার লেখাটিকে উত্তম্ভাবে মূল্যায়ন করার জন্য শোকরিয়া।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই শরীফ।
আমি আজ আপনার পাড়ায় বেড়ায়ে আসলাম চুপিসারে, কিন্তু আমিও আপনার মাকে নিয়ে লেখাটি দেখতে পাই নি! সরি পনি! আমি কিন্তু লুকাইনি!!!!! মিথ্যে মিথ্যে আমার দিকে অভিযোগের আঙ্গুল তুলবেন না কিন্তু!
আর কাউকে ধরেন অথবা ছেড়ে দেন তা আপনার ব্যাপার, কিন্তু ধরলে কিন্তু খাজলি বিচি লাগিয়ে দেবো, সাথে মলম ফ্রী!
এটা লজ্জার কথা! জানিতো! যে প্রশংসা পাওয়ার যোগ্য, সামনা সামনি তাঁর প্রাপ্য সম্মান দেখালে লজ্জায় লাল এমন কথাই বলে "যান, অপমান করতেছেন"।
ব্লগ, ব্লগের প্রতিটি ভাই- বোনদের প্রতি আপনার সুগভীর পর্যেবেক্ষন এবং ভালোবাসা সত্যি অভিভূত করার মতোন! সবাইকে আপনি খুব আপন ভাবেন বলেই এমনভাবে প্রীতিডোর বন্ধন দ্বারা ভাবতে এবং লিখতে পেরেছেন সেদিক দিয়ে আমরা সবাই খুব ভাগ্যবান!আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনার সর্বময় কল্যান করুন!
ব্লগে ঢুকতে না পারলে আসলেই খুব মন খারাপ হয়! আমিও মনে করি সম্পাদক সাহেব একটু নোটিশ বার্তা দিলে আমাদের সবার টেনশন কিছুটা কম হবে!
বাসায় বাচ্চাদের সবার স্কুল বন্ধ, সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে তাই খুব ব্যস্ততার মাঝে সময় কাটছে! তবু ব্লগে একটু না আসলে খুব মিসিং ফীল করি!
সবুরে মেওয়া ফলে ভাই! প্রতীক্ষার প্রহর যতই প্রলম্বিত হোক না কেনো আপনার যোগ্য প্রিয়া আসবেই সঠিক সময়ে মালা বদলের জন্যে! শুধু একটু প্রতীক্ষা.. এই পথ চাওয়া কল্যানকর হোক এই দোআ ও শুভকামনা রইলো!
রমাদান কারীম!আপনার দোআয় আমাদের সবাইকে স্মরন রাখার আবেদন রইলো!
জাযাকাল্লাহু খাইর!
আপনারা আমার চাইতে অনেকগুন বেশি ভালোবাসেন, আমি প্রকাশ করেছি, আর আপনারা করেন নি এই যা পার্থক্য।
আপনাদের মত ভাই বোন পেয়েছি বলেইতো এবং আপনারা প্রীতি দেখিয়েছেন বলেইতো আপনাদের সাথে বন্ধন প্রীত হয়েছে। আপনারা সবাই সত্যি অনেক ভালো। আমিও আপনাদের পেয়ে অনেক ভাগ্যবান।
আল্লাহ্ আপনাকেও সর্ববস্থায় শান্তি-সুখে রাখুন।
আমি মনে করি, সম্পাদক সাহেব যে কোন নোটিশ না দিয়ে শুধু সমাধান করে যান, তাঁর নিশ্চয় যৌক্তিক কৌশলগত কোন কারণ রয়েছে। আপনি দেখে থাকবেন, এইবারের প্রতিযোগিতার নোটিশে পাঠকদের মন্তব্যের কোন জবাব নেই। নিরাপত্তার খাতিরে হয়তো এমনটা করে থাকবেন।
এই সময়তো বাংলাদেশে সামার ভ্যাকেশন, সেখানেও সামার ভ্যাকেশন! ভালো, সবাইকে নিয়ে নিশ্চয় সময়টা খুব উপভোগ করছেন!
এ্যাহ! সবাই খালি সান্ত্বনার বাণী শোনায়!!!!!! কষ্টটাতো আমার হচ্ছে নাকি! যার পোড়ায় সে জানে মজা কত! আপনারা তাঁর কি বুঝবেন!
আগাম রমজানের শুভেচ্ছা মোবারকবাদ। ইনশা আল্লাহ্ তাই হোক।
জাযাকাল্লাহু খাইর।
আপনার সশ্রদ্ধ সালাম আন্তরিকতার সাথেই নিলাম।
লেখাটিকে উত্তমভাবে মূল্যায়ন করার জন্য আপনাাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনি যথার্থই বলেছেন, টুডে ব্লগ অসাধারণ অনন্য,মহা মিলনের গুরুগৃহ৷
আমারও একান্তভাবে চাওয়া, এই গুরুগৃহটা যেন যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকে।
আপনার উপস্থিতি জানান দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাই।
হতভাগা, আবু জারীর, ছালসাবিল, মিনহাজুল মাছুম, ফাতিমা মারিয়াম, এ এস ওসমান, প্যারিস থেকে আমি, মোহাম্মদ আব্দুল মতিন মুন্সী, মোহাম্মদ লোকমান, লোকমান বিন ইউসুফসহ আরো অসংখ্য ব্লগার, নিয়মিত পোস্ট কমেন্ট করে ব্লগ পাড়াকে সচল রেখে চলেছেন, অজানা কোন কারণে ব্লগের হঠাৎ অচলাবস্থা নিশ্চয় উনাদের খুব পীড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ্ আজ সবার কষ্ট লাঘব হবে, প্রিয় পরিবারকে আগের মতই শান্তি সুখের নীড় হিসেবে ফিরে পাওয়া যাবে।
--একটা ব্যাপার সবাই লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা সবাই হা-হুতাস করলেও কোন নাস্তিককে একটু পেরেশান বা চিন্তিত হহ দেখা যায়নি..ওরা আমাদের প্রিয় ব্লগের কল্যাণ চায় না। ওদেরকে ঝেটিয়ে বিদায় করা যেত? ধন্যবাদ গাজী ভাইকে..
পাগলে যখন প্রলাপ বকে, তখন পাগলের সাথে প্রলাপের জবাব দিতে কি কোন ভালো মানুষ যায়? যায় না! নাস্তিকরা এখানে নিয়মতান্ত্রিক যুক্তি তর্ক করতে আসে না, আসে প্রলাপ বকতে, সুতরাং তাদের থেকে দূরত্ব বজায়ে রাখাই উত্তম।
বিদায় করা কোন সমাধান নয়!!!! আর ব্লগটা আমাদের বাপের সম্পত্তিও নয়, ইচ্ছে হলেই কাউকে ঝেটিয়ে দিলাম! এই ব্লগের স্লোগান 'বাধাহীন লেখার অঙ্গীকার', সুতরাং কাউকে ঝেটিয়ে দেওয়া ব্লগের মূলনীতির সাথে যায় না।
ওরা প্রলাপ বকাতে আপনাকে আমাকে শামিল করার জন্য চরম বিতর্কিত বিষয়গুলো নিয়ে হাজির হয়, আমাদের উস্কে দেয় গালিগালাজ নিয়ে চৌদ্দগোষ্ঠী এক করার জন্য, কিন্তু ভাই আমার, আমাদের কাজতো গালিগালাজ হতে পারে পারে না। সুতরাং তাদের খেউ খেউ তারা করে যাক, আমাদের কাজ আমরা করে যাই।
তবে হে, কেউ যদি সঠিক উপায়ে আপনার সাথে ইসলামের বিষয়গুলো নিয়ে তর্ক করতে চায়, আপনাকে স্বাগত জানাই এমন তর্কে অংশগ্রহণ করতে, কিন্তু প্রলাপে অংশগরহণ করে মাথা নষ্ট করবেন না প্লিজ!
আপনাকেও অনেক ধন্যবাদ।
মাথা ঠান্ডা করে এটা খান
ব্লগ ফিরেছে লিখাও ফিরবে!!!
জী ফিরে আসুন আপনার অতি মূল্যবান লেখা নিয়ে।
ধন্যবাদ কলাসমেত মন্তব্যটি করার জন্য।
মন্তব্যে দেরি করায় ক্ষমা করবেন।
আলহামদুলিল্লাহ্ বেশ আছি। তবুতো পড়লেন। আমিও দেরি করে মন্তব্যের জবাব দিলাম, ক্ষমা করবেন।
আমি ছোট মানুশ, স্যালুট নয়, প্রাণভরে দোয়া করুন, তাতেই আমি অনেক বেশি প্রীত হবো।
আপনার ভাললাগা জেনে খুব খুশি হলাম। নিয়মিত হওয়ার কথা থাকলেও হলেন কৈ?
ব্লগের এবং ব্লগের সকল ভাই বোনদের দীর্ঘায়ু কামনা করছি।
আমার মত হতে যাবেন কেন, আপনি আমার চাইতে অনেক বেশি ভালো।
আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক।
মন্তব্যে দেরি করায় ক্ষমা করবেন।
মন্তব্য করতে লগইন করুন