সবাই চলে যায়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ জুন, ২০১৫, ০২:০১:০৬ রাত
সবাই চলে যায়
যেতে হবে সব
স্মৃতিগুলো মনে
তুলে কলরব।
'
সামনে পিছনে
কিংবা বাঁয়ে ডানে
অজানা মোহে
আমাদের টানে।
'
মগ্ন হই বুঝে
কিংবা না বুঝে
হারিয়ে গেলে
লাভ কি খুঁজে?
'
সায়াহ্ন এলে
খুঁজি প্রাণপণ
পাওয়া কি যায়
সময়ের ধন?
'
যবে আসবে ডাক
সকল হাঁকডাক
মৃত্যু এসে বলবে
এখন এসব থাক।
'
তারপর সব
হয়ে যাবে স্মৃতি,
বিস্মৃতি হবে
থাকবে না প্রীতি।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন