সবাই চলে যায়

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ জুন, ২০১৫, ০২:০১:০৬ রাত

সবাই চলে যায়

যেতে হবে সব

স্মৃতিগুলো মনে

তুলে কলরব।

'

সামনে পিছনে

কিংবা বাঁয়ে ডানে

অজানা মোহে

আমাদের টানে।

'

মগ্ন হই বুঝে

কিংবা না বুঝে

হারিয়ে গেলে

লাভ কি খুঁজে?

'

সায়াহ্ন এলে

খুঁজি প্রাণপণ

পাওয়া কি যায়

সময়ের ধন?

'

যবে আসবে ডাক

সকল হাঁকডাক

মৃত্যু এসে বলবে

এখন এসব থাক।

'

তারপর সব

হয়ে যাবে স্মৃতি,

বিস্মৃতি হবে

থাকবে না প্রীতি।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324733
০৫ জুন ২০১৫ রাত ০২:২৮
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
324735
০৫ জুন ২০১৫ রাত ০২:৩১
অবাক মুসাফীর লিখেছেন : পড়লাম... Big Hug
325008
১০ জুন ২০১৫ দুপুর ০২:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবাইকে চলে যেতে হবে। মৃতু্্য থেকে কেউ পাবে নারে রেহাই। ধন্যবাদ মৃতু্্যর তথা সবাইকে অন্তত একবার হলেও স্মরণ করিয়ে দেয়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File